নিজের হাতে তৈরি ব্রেসলেটঃ পুজায় হোক নারীর প্রথম পছন্দ।পর্ব-৩

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ ৬ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে শারদীয় শুভেচ্ছা।
বন্ধুরা কেমন আছেন সাবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।
সামনেই পুজা।আর দূর্গা পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব।
এখন যে যার মত করে ব্যস্ত কেনাকাটায়।
আর নারীদের নতুন কাপড়ের সাথে চাই মানানসই গহনা!
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা নারীর সাজের অংশ হিসেবে গত দুটি পোস্টে নিজের হাতের তৈরি গহনা গলার মালা ও কানের দুল বানানোর পদ্ধতি পোস্ট করেছিলাম ।তারই অংশ হিসেবে আজ হাজির হয়েছি নিজের হাতের তৈরি গহনা ব্রেসলেট বানানোর পদ্ধতি নিয়ে।
আশাকরি ভালো লাগবে আপনাদের।
2.jpg
ব্রেসলেট।

ব্রেসলেট বানানোর পদ্ধতিঃ

টুলসঃ
১। লং নোস প্লায়ার
২।কাটার
1.jpgলং নোস প্লায়ার,কাটার।

উপকরণঃ
১।চেইনঃপ্রয়োজন অনুসারে।
২।ফুলের ডিজাইনের চামঃ৩ পিস।
৩।ডলফিন হুকঃ১ পিস।
৪।জাম্প রিংঃপ্রয়োজন অনুযায়ি।
৫।লুপ বলঃপ্রয়োজন অনুযা।
৬।জাম্প রিং বড়ঃ২ পিস
3.jpgচেইন,ফুলের ডিজাইনের চাম,ডলফিন হুক,জাম্প রিং ছোট,জাম্প রিং বড়,লুপ বল।

বানানোর পদ্ধতি
১ম ধাপ
প্রথমে ফুলের ডিজাইনের ৩টি চামকে ছোট জাম্প রিং দিয়ে পরপর যুক্ত করে নিতে হবে।নিচের ছবির মত করে।
4.jpg

২য় ধাপ
এরপর একই সাইজের ২ পিস চেইন কেটে নিতে হবে । ছবির মতো করে চেইন দুটিতে কিছু দুর পরপর জাম্প রিং দিয়ে লুপ বলগুলোকে চেইনে সাথে লাগিয়ে নিতে হব।
5.jpg

৩য় ধাপ
এরপর চেইনের এক প্রান্তে বড় জাম্প রিং দিয়ে ডলফিন হুকটি লাগিয়ে নিতে হবে।এবং চেইনের অন্য প্রান্তে কয়েকটি জাম্প রিং লাগিয়ে নিতে হবে ব্রেসলেটটিকে ছোট বড় করার জন্য।এবং শেষ জাম্প রিংটিতে কয়েকটি লুপ বল লাগিয়ে নিতে হবে যাতে দেখতে ভাল লাগে।নিচের ছবির মত করে।আর এভাবেই তৈরি হয়ে গেল একটি সুন্দর ব্রেসলেট।
2.jpg
তৈরিকৃত ব্রেসলেট।

7.jpg

তৈরিকৃত ব্রেসলেট।

আপনাদের জন্য গহনা তৈরির পরের পর্বে পায়েল নিয়ে হাজির হবো।

আনন্দে থাকুন,ভালো থাকুন সবাই।
ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০

Sort:  
 2 years ago 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজা উপলক্ষে আপনি নারীদের জন্য সত্যি খুব সুন্দর সুন্দর কিছু গহনা তৈরি করছেন সেরকমই আজকে তৈরি করেছেন হাতের ব্রেসলেট। আর নিজের হাতে তৈরি করা গহনা যদি পড়া যায় তাহলে তো খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন যে কেউ আপনার পোস্টে দেখলে অবশ্যই এটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর গহনা তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনার ব্রেসলেট টি দেখতে বেশ সুন্দর লাগছে। ফুলগুলো আরো দুই একটা দিলে বেশি ভালো দেখতে হতো। নিজের তৈরি যে কোন জিনিস পড়তে বেশ ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ গুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই নিজের তৈরি যে কোন জিনিস পরতে বেশ ভাল লাগে।আমি ব্রেসলট তৈরির থাপগুলো দেখানোর চেস্টা করেছি ।যে যার পছন্দ অনুযায়ি ডিজাইন করে নিতে পারবে।আপনের কমেন্টের জন্য ধন্যবাদ।

 2 years ago 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আপনি খুব সুন্দর সুন্দর গহনা তৈরি আমাদের মাঝে শেয়ার করছেন। যে কোন জিনিস নিজে তৈরি করে সেটি ব্যবহার করার অনুভূতিটাই অন্যরকম। আপনার ব্রেসলেট টি খুবই সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে অনেক ধৈর্য নিয়ে এটি তৈরি করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে নিজের হাতে ব্রেসলেট তৈরি করেছেন। যেটা দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি ভাবে ধাপগুলো আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমি চেস্টা করেছি ধাপগুলো সহজ ভাবে দেখাতে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63318.34
ETH 3108.17
USDT 1.00
SBD 3.97