আমার বাংলা ব্লগ প্রতিযোগিতে-৪৭ঃকুইলিং পদ্ধতিতে ময়ূরের ওয়ালমেট তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
তৈরির উপকরণ সমূহ
১।পুরাতন শার্ট এর প্যাকেট।
২।বিভিন্ন রং এর কাগজ
৩। এন্টি কাটার
৪|গাম
৫|পেন্সিল
৬।টুথ পিক
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ফ্রেম তৈরি করার জন্য শার্ট এর প্যাকেটটি চারদিকে সাদা কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-২
বিভিন্ন রং এর কাগজ ১সেঃমিঃ চওড়া করে এন্টি কাটার দিয়ে কেটে নিয়েছি। কুইলিং এর ময়ূর তৈরি জন্য।
ধাপ-৩
এরপর নীল রং এর কাগজের উপর একটি ময়ূর এঁকে নিয়েছি। এবং কেটে নিয়েছি। কেটে নেয়া ময়ূরটি তৈরি করা ফ্রেম এর উপর গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার চিকন করে কেটে নেয়া নীল রং কাগজে গাম লাগিয়ে নিয়ে তা ময়ুরের গলা ও মাথায় খাড়া করে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার চিকন করে কেটে নেয়া লাল,নীল ও সবুজ রং এর কাগজ গাম দিয়ে পরপর লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
গাম দিয়ে লাগিয়ে নেয়া কাগজ টুথ লিক দিয়ে প্যাচিয়ে কয়েলের মতো বানিয়ে নিয়েছি। এবং হাত দিয়ে এক দিকে চাপ দিয়ে পাতার শেপ দিয়ে নিয়েছি। এভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ময়ূরের পেখম বানাবো।।
ধাপ-৭
এবার এঁকে নেয়া ময়ূরের পেখমে তৈরি করা কয়েলগুলো গাম দিয়ে পরপর লাগিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ পেখমে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৮
এবার কমলা রং এর কাগজ দিয়ে কয়েল বানিয়ে হাতের চাপ দিয়ে ঠোঁট বানিয়ে নিয়েছি ময়ূরের। এবং গাম দিয়ে তা লাগিয়ে দিয়েছি।
ধাপ-৯
এবার কাল ও সাদা কাগজ দিয়ে কয়েল বানিয়ে নিয়েছি ময়ূরের চোখ বানানোর জন্য। কয়েল বানিয়ে হাতের সাহায্য দুপাশে চাপ দিয়ে চোখের শেপ করে নিয়েছি। এবং গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-১০
এবার নীল রং এর কাগজ প্যাচিয়ে লম্বা করে নিয়েছি। এবং তা গাম দিয়ে ময়ূরের শরীরে লাগিয়ে নিয়েছি।
ধাপ-১১
লাল ও হলুদ রং এর কাগজ দিয়ে আরও কিছু কয়েল বানিয়ে নিয়েছি। এবং সেগুলো ময়ূরের পালকে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-১২
এবার খয়েরি রং এর কাগজ কেটে ডাল বানিয়ে নিয়েছি ।এবং গাম দিয়ে তা লাগিয়ে নিয়েছি।
ধাপ-১৩
এবার সবুজ ও লাল রং এর কিছু কুইলিং পাতা বানিয়ে নিয়েছি। এবং সেগুলো গাম দিয়ে ডালের সাথে লাগিয়ে দিয়ে কুইলিং পদ্ধতি ব্যবহার করে ময়ূর বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার কুইলিং পদ্ধতির মাধ্যমে বানানো ময়ূর আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই প্রজেক্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৯ নভেম্বর, ২০২৩ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
ময়ূরের দৃশ্য অঙ্কন করে কাগজগুলোকে আঠা দিয়ে সেই দৃশ্যের উপর লাগিয়েছেন। কুইলিং পদ্ধতিতে ময়ূরের ওয়ালমেট দেখতে অসাধারণ সুন্দর লাগছে নতুন কিছু দেখলাম। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া।
সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতিতে আপনি আজকে ময়ূরের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনি যতটা পরিশ্রম করে এমন সুন্দর জিনিস তৈরি করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। আশা করি এই প্রতিযোগিতায় আপনি ভাল একটা অবস্থান অর্জন করতে পারবেন।
আমি চেস্টা করেছি অন্যভাবে একটি ওয়ালমেট তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া।
আপনার এই ইউনিক আইডিয়াটা দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। আপনি কুইলিং পদ্ধতিতে অনেক সুন্দর করে ময়ূরের ওয়ালমেট তৈরি করেছেন, যেটা দেখে আমি তো খুবই মুগ্ধ হলাম। এগুলো তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে বোঝা যাচ্ছে। অনেক সময় অতিবাহিত করে এটা তৈরি করেছেন। ঘরের দেয়ালে এটা লাগালে অসম্ভব ভালো লাগবে।
প্রায় দুদিনের চেস্টার ফসল আপু। অনেক ধন্যবাদ আপু।
অসাধারণ হয়েছে আপনার এই কুইলিং পদ্ধতিতে তৈরি করা ময়ূর। নিখুঁত ভাবে করেছেন আপু। আমি মুগ্ধ হয়ে অনেক বার দেখলাম। অনেক পরিশ্রম যে হয়েছে সেটা তো যে কেউ ই দেখেই বলে দিবে। তবে আমি আপনার ধৈর্যের প্রশংসা করবো আপু!
এই কাজের জন্য বাহিরের দেশে কুইলিং পেপার পাওয়ার যায়, আর আপনি এত গুলো কাগজ হাতে কেটে তারপর নিখুঁতভাবে কুইলিং করে একটি ময়ূর বানিয়েছেন। আপনার পরিশ্রম অবশ্যই স্বার্থক হবে আপু। শুভকামনা রইলো।
জ়ি আপু বাইরের দেশে কুইলিং পেপার পাওয়া। আমি আমার এলাকায় খুঁজে পাইনি। তাই কেটে তৈরি করলাম। ধন্যবাদ আপু।
অসাধারণ হয়েছে আপু। আমিতো চোখ ফেরাতেই পারছি না। এত সুন্দর করে কুইলিং করে আপনি ময়ূর তৈরি করেছেন যা অভাবনীয়। মনে হচ্ছে যেন সত্যিকারের একটি ময়ূর বসে আছে ডালের মধ্যে। বিশেষত ক্রাফট এর কাজগুলো করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। এইবার আমি একদমই সময় পাইনি আর বাড়তি কোন কাজ করার সুযোগ হয়ে ওঠেনি বলেই কনটেস্টে জয়েন করতে পারিনি। আশা করি আপনি ভালো একটা অবস্থানে থাকবেন।
একটু সময় বের করে অংশ গ্রহন করলে বেশ ভালো হতো।ঠিক বলেছেন আপু ক্রেফট এর কাজ করতে বেশ সময় লাগে। এই কাজটি আমি দুদিনে করেছি। ধন্যবাদ আপু।
https://twitter.com/selina_akh/status/1722352665144005073
কুইলিং পদ্ধতিটা আমার কাছে খুবই কঠিন মনে হয়৷ কিন্তু আপনি চমৎকার ভাবে কুইলিং পদ্ধতিতে ময়ূরের ওয়ালমেট তৈরি করেছেন। খুবই আকর্ষনীয় লাগছে ওয়ালমেটটি দেখতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য আপু৷
জি আপু কুইলিং এর কাজ একটু কস্টকর। কেননা বেশ সময় নিয়ে করতে হয়। অনেক ধন্যবাদ আপু।
এটা কি বানিয়েছেন নাকি একটা সত্যকারের ময়ুর ই বসিয়ে দিয়েছেন? আমার তো সন্দেহ হচ্ছে। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। অনেক পরিশ্রম হয়েছে তাতে সন্দেহ নেই,কিন্তু সেই পরিশ্রমের ফল টা দারুন হয়েছে। আমি নিশ্চিত আপনি কোন পজিশন পাবেনই।শুভ কামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনার তৈরি করা ওয়ালমেট অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে এটি নিখুঁতভাবে তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
অনেক ধন্যবাদ ভাইয়া।
ওরে বাপরে বাপ। এ দেখি লঙ্কা কান্ড। কি দারুন একটি থিম। এত সুন্দর ময়ুর নিয়ে এত হাকডাক করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ । দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বেশ সময় আর ধৈর্য নিয়েই তো দেখছি আপনি একটি ময়ূর তৈরি করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য। আশা করি ভালো একটি পজিশনে থাকবেন।
জি আপু একটু অন্য রকমভাবে ওয়ালমেটটি তৈরি করেছি। ধন্যবাদ আপু শুভ কামনার জন্য।