ডাই প্রজেক্টঃডোর হ্যাঙ্গিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ। শীত বিদায় নিচ্ছে! ঢাকায় শীত কমতির দিকে। হয়ত আর দিন কয়েক পর দিনের বেলা ফ্যান-এসি চালাতে হবে! তবে গ্রামীণ এলাকায় এখনো শীত আছে,তীব্রতা কমেছে। ঘর সাজাতে কম বেশি সাবাই পছন্দ করেন ।আর তা যদি হয় নিজের তৈরি করা বিভিন্ন ঘর সাজানোর জিনিস দিয়ে করা হয়, তাহলে তাতে আনন্দের মাত্রা বহুগুনে বেড়ে যায়।প্রিয় বন্ধুরা আর তাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি ডাই প্রজেক্ট নিয়ে। আর তা হচ্ছে ডোর হ্যাংগিন। এই ডোর হ্যাঙ্গিন তৈরি করার জন্য বিভিন্ন রংএর সাইন পেন, রঙ্গিন কাগজ,পেন্সিল,রাবার,বোর্ড ও স্কেল সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করেছি। আমি কিভাবে ডোর হ্যাঙ্গিনটি তৈরি করেছি তার বিভিন্ন ধাপ আপনাদের মাঝে শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেয়া যাক, ডোর হ্যাঙ্গিন তৈরি করার বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

25.jpg

উপকরণ

2.jpg

3.jpg

19.jpg

24.jpg

১। রঙ্গিন কাগজ
২।বিভিন্ন রং এর সাইন পেন
৩।কার্টুন বোর্ড
৪। স্কেল
৫।গাম
৬।বিভিন্ন রং এর পুথি
৭।সাদা বড় পুথি
৮। সাদা সুতা
৯। সুই
১০। কাল লেইস
১১।কাচি

ধাপ-১

4.jpg

5.jpg

প্রথমে এক টুকরো কার্টুন বোর্ড এ ঘরের ডিজাইন একে নিতে হবে। তারপর আকা বরাবর কেটে নিতে হবে। ছবির মত করে।

ধাপ-২

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

14.jpg

এরপর সুতার একপ্রান্তে আংগুলে কয়েকটি প্যাচ দিয়ে বড় একটা গিট দিতে হবে। যাতে গিটটি পুথির ছিদ্রের মধ্যে ঢুকে যায়। বাহির থেকে দেখা না যায়। এভাবে রঙ্গিন পুথি আর সাদা পুথি সুতায় গেথে নিতে হবে। এভবে ৭টি গেথে নিতে হবে। ছবির মত করে।

ধাপ-৩

11.jpg

10.jpg

এরপর ঘর আকৃতির কাটা বোর্ডটিতে গাম লাগিয়ে হ্লুদ রঙ্গিন কাগজ লাগিয়ে নিতে হবে। এবং অতিরিক্ত কাগজটি কেটে নিতে হবে।

ধাপ-৪

12.jpg

13.jpg

গাম দিয়ে রঙ্গিন কাগজটি বোর্ডের সাথে লিগিয়ে নিতে হবে।দেখতে ছবির মত হবে।

ধাপ-৫

15.jpg

18.jpg

ঘরের চালটি ভাল্ভাবে বোঝানোর জন্য কিছু দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-৬

16.jpg

17.jpg

গেথে নেয়া পুথিগুলো ছবির মত করে ঘরের নিচে লাগিয়ে নিতে হবে। ছবিতে যেভাবে করা হয়েছে।

ধাপ-৭

20.jpg

21.jpg

এরপর লেইস লাগিয়ে নিতে হবে যেন দেখতে ভাল লাগে। এবং সুইট হোম লিখাটি লিখে নিতে হবে রঙ্গিন সাইন পেন দিয়ে।

শেষ ধাপ

26.jpg

এরপর একটি সাদা সুতায় রঙ্গিন ও সাদা পুথি গেথে তা গিট দিয়ে নিতে হবে ডোর হ্যাঙ্গিনটি দরজায় ঝুলিয়ে দেয়ার জন্য।

উপস্থাপনা

25.jpg

আশকরি আজ আমার তৈরি করা ডোর হ্যাঙ্গিনটি আপনাদের ভাল লেগেছে। আমি চেস্টা করছি নিত্য নতুন কিছু ডাই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন।

ধন্যবাদ সবাইকে।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Sort:  
 2 years ago 

অনেক সুন্দর করে ডোর হ্যাঙ্গিং তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

যে কোন কিছু করতে গেলে তা সময় নিয়ে করলে তা সুন্দর হয়। অনেক অনেক ধন্যবাদ আপু।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

Thanks,

 2 years ago 

খুবই সুন্দর করে ডোর হ্যাঙ্গিনটি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। কালারিং পুতি ব্যবহার করার কারণে এবং লেস লাগানোর কারণে দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। বুঝা যাচ্ছে কাজটি করতে আপনার অনেক সময় লেগেছে। ধন্যবাদ এইরকম একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

যে কোন কাজ সুন্দর করে উপস্থাপন করতে হলে সময় নিয়ে করা দরকার। তাহলে কাজটি সুন্দর হয়। আমিও চেস্টা করেছি ।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ডাই এর কাজগুলো দেখতে অনেক ভাল লাগে। বিশেষ করে ক্র্যাফট এর কাজগুলো। আপনি আজ খুব সুন্দর একটি ডোর হ্যাঙ্গিং বানিয়েছেন। আপনার ধাপগুলো দেখে বুঝতে পেরেছি অনেক দক্ষতার সাথে নিখুঁতভাবে ডাই এর কাজ সম্পন্ন করেছেন। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব অসাধারণ একটি ডোর হ্যাঙ্গিং তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি এটি খুব সহজেই তৈরি করেছেন।যা দেখে আমি খুব সহজেই এটি তৈরি করা শিখে নিলাম। যাই হোক ডোর হ্যাঙ্গিং টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমি স্বার্থক যে আপনি আমার পোস্ট দেখে শিখতে পেরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার এই ডাই প্রজেক্টে বেশ সুন্দর হয়েছে আপু। পুতি সুই সুতা এগুলো ব্যবহার করায় আরও বেশ ভালো লাগছে। কাজটি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শহর অঞ্চলের শীত কমে এলেও গ্রামে কিন্তু এখনো অনেক শীত আছে। সত্যি আপু আমাদের এদিকেও এখনো বেশ শীত। আপনার তৈরি করা ডোর হ্যাঙ্গিন সত্যিই অসাধারণ হয়েছে। দেখেই মন চাচ্ছে তৈরি করতে। আমি একদিন এভাবে তৈরি করার চেষ্টা করব আপু। সুন্দরভাবে সম্পূর্ণ প্রসেস তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

তৈরি করে ফেলেন আপনারটা আমার চেয়ে সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দরজা উপরে ঝুলানো ডোর হ্যাঙ্গিং দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ডোর হ্যাঙ্গিং তৈরি করেছেন । আসলে এই ডোর হ্যাঙ্গিং তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ডোর হ্যাঙ্গিং তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা ডোর হ্যাঙ্গিং দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব চমৎকার ডাই প্রজেক্ট তৈরি করেছেন।ডোর হ্যাঙ্গিন দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশেষ করে পুঁতি গুলো দেওয়ার কারণে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর বিশেষ করে কালার দেওয়ার কারণে দেখতে সুন্দর দেখাচ্ছে ডোর হ্যাঙ্গিনটি। খুব চমৎকার একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমিও একদিন বানানোর চেষ্টা করব।

 2 years ago 

বানিয়ে ফেলুন ।ভাল বানাতে পরবেন আমার চেয়েও। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু আসলে শীত প্রায় শেষের দিকে।আর নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভাল লাগে।আপনার ডাই প্রজেক্টে তৈরি করা ডোর হ্যাঙ্গিন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি ডোর হ্যাঙ্গিন তৈরি করে আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59500.17
ETH 2654.95
USDT 1.00
SBD 2.41