রঙিন আলপনা ডিজাইন।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনূভুত হলেও ঢাকায় তীব্র শীতের প্রকোপ কমতির দিকে। আর এই শীতের আমেজে হাজির হয়েছি একটি আলপনা নিয়ে। আর আজকের আলপনা হচ্ছে একটি রঙিন আলপনা । বন্ধুরা, আজকের আলপনাটি হলুদ-আকাশি-লাল-সবুজ -কালো রঙের সমাহারে তুলির আচড়ে নয়,সাইন পেন- পেন্সিলের আচড়ে ফুটিয়ে তোলা হয়েছে সাদা কাগজের উপর। আজকের রঙিন আলপনাটি আপনাদের ভালো লাগবে আশাকরি। প্রিয় বন্ধুরা, আর দেরি নয় চলুন দেখে নেয়া যাক কিভাবে সাদা কাগজে সাইন পেন-পেন্সিল দিয়ে অংকিত হলো একটি সুন্দর রঙিন আলপনা।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। পেন্সিল কম্পাস
১ম ধাপ
প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।এবং দাগের মাঝখানে একটি বৃত্ত একে নিতে হবে। কারন বৃত্তের মধ্যে আলপনাটি আকা হবে।
২য় ধাপ
এরপর বৃত্তের মাঝখানে কিছু ফুল একে নিতে হবে ছবিতে যেভাবে আকা হয়েছে।
৩য় ধাপ
এরপর আরও কিছু ফুল একে নিতে হবে । ছবিতে যেভাবে আকা হয়েছে।
৪র্থ ধাপ
এই ধাপে এসে একইভাবে আরো কিছু ডিজাইন একে বৃত্তটি ভরাট করে নিতে হবে । ছবির মতো করে। এবং বৃত্তটি রাবার দিয়ে মুছে দিতে হবে।
৫ম ধাপ
এরপর আকা ডিজাইন গুলোতে নিজের পছন্দ অনুযায়ী রং দিয়ে রঙ্গিন করে নিতে হবে। ছবিতে যেভাবে রং করা হয়েছে।
শেষ ধাপ
এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।
উপস্থাপনা
সবাইকে অসংখ্য ধন্যবাদ
অনেক সুন্দর আলপনা তৈরি করেছেন আপু। পেন্সিল দিয়ে অঙ্কন করার পরে সেটা কালার দিয়েছেন যার কারণে দেখতে বেশি ভালো লাগছে। ভিন্ন রকমের কয়েকটি রং ব্যবহার করায় দেখতে বেশ কালারফুল লাগছে। আপনার দক্ষতা অংকনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আপু খুব সুন্দর একটি আলপনা করেছেন। আপনার এই আলপনা আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই ধরনের আলপনা দিয়ে বাড়ি সাজালে দেখতে খুবই সুন্দর লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি আলপনা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
বিভিন্ন কালার মিশ্রণে বেশ দারুন হয়েছে আপনার আলপনাটি।এই ধরনের সাইন পেনটি এত সুন্দর করে আলপনা তৈরি করা যায় যা আপনার আলপনার মাধ্যমে দেখতে পেলাম।অনেকগুলো কালারের মিশ্রণ করেছেন কালারের মিশ্রনে আলপনাটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।আমার কাছে আজকের আলপনাটি অনেক ভালো লেগেছে।
আমার কাছে রঙ্গিন আলপনা বেশ পছন্দের। তাই কালারফুল আলপনা করেছি। ধন্যবাদ আপু।
আলপনা তৈরি করার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এ ধরনের আলপনা গুলো রঙিন ফলাফলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার আলপনা তৈরি করা দেখে মনে হচ্ছে আপনার এ বিষয়ে খুব ভালো ধারণা রয়েছে।
ধন্যবাদ আপু।
আলপনা খুব পুরনো একটি ঐতিহ্য। এখন মানুষ এই ঐতিহ্যকে ভুলে যাচ্ছে। আপনি খুব সুন্দর একটি আলপনা একে আমাদের মাঝে শেয়ার করেছেন । পেন্সিল এবং সাইন পেন দিয়েও এত সুন্দর আলপনা আকা যায় জানা ছিল না। আপনার আলপনা খুবই কালারফুল হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
পুরানো ঐতিহ্য বর্তমানে আবার ফিরে আসছে। এখন আবার অনেক অনুষ্ঠানে আলপনা আকা হচ্ছে। পহেলা বৈশাখ ও ২১শে ফেব্রুয়ারীতে আলপনা আকা হয়।ধন্যবাদ ভাইয়া।
ওয়াও অসাধারণ আপনি রঙিন আলপনা ডিজাইন অংকন করেছেন। এ ধরনের ডিজাইনগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের রংয়ের সাইন পেন ব্যবহার করার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তবে এ ধরনের ডিজাইনগুলো করতে একটু সাবধানের সাথে করতে হয়। এবং ধৈর্য ধরে করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
বাহ্ আপু অনেক সুন্দর লাগছে আলপনাটি। আপনি রঙিন কলম দিয়ে সুন্দর করে আলপনা এঁকেছেন। কলম গুলো খুব পরিচিত। ছোট বেলায় খুব কিনতাম। ধন্যবাদ আপু সুন্দর একটি আল্পনা এঁকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
অনেক সুন্দর একটি আলপনার নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।। এ ধরনের চিত্র প্রস্তুত করতে অনেক সাবধানতা এবং ধৈর্য সহকারে প্রস্তুত করতে হয় তাহলে দেখতে বেশি সুন্দর দেখায়।।
বস্তুতের ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
জি ভাই অনেক সাবধানতা ধৈর্য্য লাগে,একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
বিভিন্ন প্রকার রং পেন্সিল ব্যবহার করার মধ্য দিয়ে সাদা কাগজের বুকে দারুন একটি আল্পনা এঁকে আমাদের দেখিয়েছেন। প্রথমে কালো রুল দিয়ে তার নকশা অঙ্কন করে নিয়েছেন। এরপরে পর্যায়ক্রমে রং করেছেন। যা সত্যি মনোমুগ্ধকর।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,মন্তব্যের জন্য।
আলপনা দেখতে অনেক সুন্দর লাগে তবে সেটি যদি রঙিন হয় তাহলে তো আরো বেশি সুন্দর লাগে। আপনার তৈরী রঙিন আলপনা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার আঁকার ধাপগুলিও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।