রেসিপিঃচিকেন হোয়াইট সস পাস্তা।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুর,কেমন আছেন? আশাকরি সবাই ভালো ও সুস্থ্য আছেন। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি ।আমিও ভাল আছি। আজ ১২ই বৈশাখ, গ্রীষ্মকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ২৫শেএপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

p-1.jpg

আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আজ আবহাওয়া অধিদপ্তর টানা ৩য় বারের মত সারা দেশে আগামী ৭২ ঘন্টার জন্য হিট এ্যালার্ট জারি করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন,মে মাসের ১ম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ অব্যহত থাকতে পারে। তবে আশার কথা বর্তমান অবস্থা থেকে তাপমাত্রা খুব বেশি আর বাড়বে না। প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে, আজ হাজির হয়েছি একটি রেসিপি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপি। যারা ভারি নাস্তা খেতে পছন্দ করেন, তাদের জন্য বিকেলের নাস্তা হিসেবে পাস্তা যুতসই। বিভিন্ন রকম পাস্তার মধ্যে এই চিকেন হোয়াইট সস পাস্তা ও ভেজিটেবল পাস্তা আমার ফেভারিট। আর ফেবারিট বলেই আজ আপনাদের সাথে চিকেন হোয়াইট সস পাস্তার রেসিপিটি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। খেতে কিন্তু খুব মজার। এই রেসিপি তৈরিতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি মিক্সড পাস্তা|,মুরগীর বুকের মাংস, লিকুইড দুধ সহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ। যা নিম্নে বিস্তারিত দেওয়া আছে। আশাকরি ভালো লাগবে আপনাদের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপিটি।

উপকরণ

wp26.jpg

wp25.jpg

wp27.jpg

wp28.jpg

c1.jpg

wp29.jpg

উপকরণপরিমাণ
মিক্সড পাস্তা২ কাপ
মুরগীর বুকের মাংস১০০গ্রাম
বাটারপরিমাণ মতো
লিকুইড দুধ১কাপ
আদা বাটা১/২ চাঃ চামচ
রসুন বাটা১/২ চাঃ চামচ
গোল মরিচ গুড়া১ চাঃ চামচ
চিলি ফ্লেক্স১ চাঃচামচ
সয়া সস১ টেঃচামচ
লবনপরিমাণ মতো
ক্যাপসিকাম১/৪
গাজর১/২
মোজারেলা চিজ১ কাপ
চিনি১চাঃচামচ
রসুন কুচি১চাঃ চামচ
সয়াবিন তেল১টেঃ চামচঅরিগ্যানো১চাঃ চামচ"

রন্ধণ প্রনালী

ধাপ-১

wp24.jpg

wp23.jpg

wp22.jpg

wp21.jpg

ক্যাপসিকাম ও গাজর কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে মুরগীর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেয়া মুরগীর মাংসে আদা বাটা,রসুন বাটা ,গোল মরিচ গুড়া ,লবন ও সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি ১ ঘন্টা।

ধাপ-২

wp20.jpg

wp19.jpg

w1.jpg

w2.jpg

এবার পরিমাণ মত পানি দিয়ে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি। তাতে সামান্য লব্ন ও তেল দিয়ে দিয়েছি। পানি ফুটে উঠলে তাতে পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তা সিদ্ধ হয়ে এলে তা একটি ছাকনীতে ঢেলে দিয়েছি। এবং পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি।

ধাপ-৩

wp17.jpg

wp15.jpg

wp11.jpg

এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেল গরম হয়ে এলে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়েছি। এবং কেটে রাখা ক্যাপসিকাম ও গাজর দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে একটি বাটিতে তুলে নিয়েছি।

ধাপ-৪

wp14.jpg

wp13.jpg

wp12.jpg

wp10.jpg

পুনরায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে, তাতে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি, বাটার গলে গেলে তাতে রসুন কুচি দিয়ে দিয়েছি।রসুন সামান্য ভেজে তাতে ময়দা দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে ভেজে নিয়েছি।

ধাপ-৫

wp9.jpg

wp7.jpg

wp8.jpg

wp6.jpg

wp5.jpg

wp4.jpg

ভাজা ময়দায় চিনি লবন দিয়ে দিয়েছি। এরপর লিকুইড দুধ দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যাতে কোন দলা না থেকে। এরপর এর মধ্যে গোল মরিচ গুড়া,চিলি ফ্লেক্স,গ্রেড করা মোজারেলা চিজ ও অরিগ্যানো দিয়ে দিয়েছি।ব্যস তৈরি হোয়াইট সস ।

ধাপ-৬

w3.jpg

w4.jpg

wp2.jpg

wp1.jpg

এবার সেই হোয়াইট সসে আগে সিদ্ধ করা পাস্তা ও ভেজে রাখা মাংস দিয়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিয়েছি। কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমার মজাদার চিকেন হোয়াইট সস পাস্তা।

পরিবেষণ

p-2.jpg

p-3.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি। এবং কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

আশাকরি আজকের চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ২৫শে এপ্রিল ,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আপু সত্যি কথা বলতে কি এভাবে কোনদিন কোন রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। পাশাপাশি কোনদিন কাউকে রেসিপি এভাবে প্রস্তুত করতেও দেখি নাই। আপনার আজকের এই রেসিপি দেখার মধ্য দিয়ে বেশ নতুন একটি রেসিপি সম্পর্কে ধারণা পেলাম। অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন আপনি।

 2 months ago 

বেশ মজার রেসিপি এটি। একদিন বানিয়ে খাবেন। আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 2 months ago 

বর্তমানে তাপমাত্রার যে অবস্থা তাতে করে আরো যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আপু। যাই হোক আপু আপনি দারুন একটি রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। চিকেন হোয়াইট সস পাস্তা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় লাগছে আপু। দারুন একটি রেসিপি সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আমার বেশ পছন্দ এই পাস্তা রেসিপিটি। জি আপু খেতে বেশ মজা হয়েছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

চিকেন হোয়াইট সস পাস্তা আমার অনেক প্রিয়। আপনার ভাবী প্রায় বাসায় বানায়। বিশেষ করে চিজ দেওয়ার কারণে এগুলো খেতে অন্যরকম ভালো লাগে। ধন্যবাদ আপু আমার প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

এই পাস্তার বিশেষত্ব হলো চিজ ও বাটারের ব্যবহার। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

জি আপু চিজ ও বাটারের ব্যবহারের কারণেই দারুণ হয়।

 2 months ago 

আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলার পাশে তাহলে ভাবুন আমাদের এখানে তাপমাত্রার পরিমাণ কেমন বেশি। গরমের কারণে কোন ভাবেই যেন টিকে থাকা যাচ্ছে না আমাদের এলাকাতে। আপনার তৈরি করা চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 months ago 

তাইতো ভাবছি আপনাদের ওখানে কি অবস্থা? ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

আমাদের সকলের অবস্থা কেরোসিন হয়ে গিয়েছে আপু। আগুন জ্বালিয়ে দিলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।

 2 months ago 

চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপিটি বেশ দারুন ছিল। আমিও মাঝে মাঝে পাস্তা রান্না করে খায়, ভীষণ ভালো লাগে। আপনার এই রান্নার ধরনটি দেখে শিখতে পারলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 months ago 

আমার হোয়াইট সস পাস্তাটি খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনি দারুন একটি পাস্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। হোয়াইট সস চিকেন পাস্তা খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ আপু।

 2 months ago 

বর্তমান আবহাওয়ার কথা কি আর বলবো আপু ,ভীষণ খারাপ অবস্থার মধ্যে আছি। যাই হোক আপনার আজকের চিকেন হোয়াইট সস পাস্তা রেসিপিটি কিন্তু এক কথায় দুর্দান্ত হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজার হয়েছে ।যদিও পাস্তা আমার কাছে ভালো লাগে না ।তবে আমার মেয়ের ভীষণ পছন্দের ।আপনার পাস্তাটি দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু খেতে বেশ মজা হয়েছিল। আমিও অন্যান্য পাস্তার চেয়ে এই পাস্তার রেসিপিটি বেশি পছন্দ করি। ধন্যবাদ আপু।

 2 months ago 

একদম ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই ইউনিক রেসিপি টা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুব চমৎকারভাবে রান্নার কার্যক্রম করে দেখেছেন। খুবই ভালো লেগেছে সুন্দর এই রেসিপি উপস্থাপনা করতে দেখে। আশা করি অনেক টেস্ট হয়েছে আপনার রেসিপিটা।

 2 months ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে রেসিপির প্রতিটি ধাপ উপস্থাপন করতে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65021.86
ETH 3571.18
USDT 1.00
SBD 2.33