"টার্গেট ডিসেম্বর সিজন-৩ || আমার পাওয়ার আপ ৫০ স্টিম"
সবাইকে শুভেচ্ছা।
বন্ধুরা আশাকরি সবাই কুশলে আছেন। আমিও ভালো আছি। আজ আমি পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি,টার্গেট ডিসেম্বর সিজন-৩ প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার বেশ ভালো লাগে।যারা স্টীমিটে কাজ করি, পাওয়ার আপ সম্পর্কে কম বেশী সবাই জানি । একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ একান্ত জরুরী। আমি আমার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেস্টা করি।প্রিয় আমার বাংলা ব্লগে, পাওয়ার আপ প্রতিযোগিতা টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার। যত বেশি পাওয়ার আপ ততবেশি একাউন্টের সক্ষমতা। আমার এ সপ্তাহের পাওয়ার আপ ৫০ স্টিম।
পাওয়ার আপের পূর্বে স্টিমিট ওয়ালেট অবস্থা।
পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ৫৪,৭৩২। আর স্টিম পাওয়ার ছিল ৮৪৭,৪৭৬ স্টিম।
পাওয়ার আপ করার পদ্ধতি
ধাপ-১
প্রথমে নিজের প্রোফাইল থেকে ওয়ালেটে যেতে হবে ,সেখানে বর্তমান অবস্থা আমি দেখতে পাবো। অর্থ্যৎ পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম পাওয়ার কত ছিল।
ধাপ-২
এরপর এক্টিভ কী দিয়ে ওয়ালেট লগ ইন করতে হবে। স্টিম এর পাশে ড্রপ ডাউন বাটনে ক্লিক করতে হবে। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে,তার মধ্যে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-৩
এরপর এমাউন্টের ঘরে কত স্টিম পাওয়ার আপ করবো তা বসালাম। আমি ৫০ স্টিম পাওয়ার আপ করবো তাই লিখলাম এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করলাম।
ধাপ-৪
সবকিছু ঠিক আছে কিনা তা দেখে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর স্টিম, পাওয়ার আপ এ কনভার্ট হয়ে যাবে।
ধাপ-৫
পাওয়ার আপ করার পর বর্তমানে আমার ওয়ালেট এর অবস্থা।
আমি টেবিল আকারে পূর্বের এসপি(sp) এবং বর্তমান এসপি (sp) তুলে ধরছি,এতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
বর্তমান ওয়ালেট
পূর্বের এসপি | ৮৪৭,৪৭৬ স্টিম |
---|---|
পাওয়ার আপ | ৫০ স্টিম |
বর্তমান এসপি | ৮৯৭,৪৭৬ |
আজকের মত আমার পাওয়ার আপ ব্লগ এখানেই শেষ করছি। আশাকরি আমার পাওয়ার আপের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।একাউন্টের সক্ষমতা বৃ্দ্ধি করতে আমি সর্বদা চেস্টা করবো, নিয়মিত পাওয়ার আপ করতে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মত এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।
পোস্ট বিবরণ
শ্রেণী | পাওয়ার আপ পোস্ট |
---|---|
ক্যামেরা | SamsungA10 |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৭জুন,,২০২৩ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
প্রথমেই আপনাকে পাওয়ার আপ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপু। বেশ ভালো কিছু স্টিম পাওয়ার আপ করেছেন আপনি। এভাবেই সামনে এগিয়ে যান।
আমি চেস্টা করি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার । অনেক ধন্যবাদ আপু।
আপনি এই সপ্তাহে অনেক বড় একটি অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধি করেছেন। যেটা আমিও ধারাবাহিকভাবে করে চলেছি। আমাদের এই লক্ষ্য অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।
আমিও চেস্টা করি প্রতি সপ্তাহ পাওয়ার আপ করতে । অনেক ধন্যবাদ।
https://twitter.com/selina_akh/status/1666386248766988288
পাওয়ার আপ পোস্ট আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনি ৫০ সিস্টেম পাওয়া আপ করেছেন দেখে ভালো লাগলো। এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক তাই আপু । অনেক ধন্যবাদ আপু।
৫০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনার সক্ষমতা আপনি আরও বৃদ্ধি করে নিলেন আপু। আপনি প্রতিনিয়ত যেভাবে আপনি সক্ষমতা বৃদ্ধি করে নিয়েছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। এরই মধ্য দিয়ে আপনি ৮৯৭ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন ।
ধন্যবাদ ভাইয়া।
বাহ! দেখে তো অনেক ভালো লাগলো আপনি সপ্তাহের শেষ দিনে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে তো বেশ ভালো লেগেছে আমার কাছে। এভাবে পাওয়ার আপ করলে একাউন্ট অনেক বেশি শক্তিশালী হবে আপনার। যাতে পরবর্তীতে স্টিমিট প্লাটফর্মে খুব সুন্দরভাবে দীর্ঘমেয়াদি কাজ করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।
আমি সেই চেস্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপু।
৫০ স্টিম পাওয়ার আপ দেখে খুবি ভালো লেগেছে। এভাবেই পাওয়ার আপ এর মাধ্যমে শক্তিশালী হবেন।দোয়া রইলো।
ধন্যবাদ ভাইয়া।
আপনার ৫০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পাওয়ার আপ মানে হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার বৃদ্ধির পোস্ট করবে সে তো তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমাদের সবার উচিত পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে মনে করি আমি। এভাবেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান।
তাই চেস্টা করছি প্রতি সপ্তাহে পাওয়ার করার মাধ্যমে।অনেক ধন্যবাদ আপু।
আপনি বড় একটি এমাউন্ট এর পাওয়ার আপ করেছেন আপু। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। আশা করি এই ধারাবাহিকতা বজায় রেখে, আপনার টার্গেট পূরণ করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া।