ফটোগ্রাফিঃগাছ-পালা বিক্রেতার ভ্যানগাড়ী থেকে ধারণ করা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ১ লা শ্রাবণ , বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৬ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ।সকালে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ। গরম তেমন নেই একটা। বেশ আরামদায়ক তাপমাত্রা আজ। প্রিয় বন্ধুরা,ডেঙ্গু জ্বর মারাত্বক ভাবে ছড়িয়ে পড়ছে।বিশেষ করে ঢাকায়। যারা ঢাকায় বসবাস করেন, সাবধানে ও নিরাপদে থাকুন। প্রিয় আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার নিয়ে উপস্থিত হলাম। বেশ কিছু ফুলের ছবি দিয়ে সাজিয়েছি আজকের ফটোগ্রাফি পোস্ট। ছবি গুলোর মধ্যে ৪ টি ফেরি করে বিভিন্ন গাছ বিক্রির ভ্যানগাড়ী থেকে ধারণ করা। আর একটি আগারগাঁও এলাকা থেকে ধারণ করা। আজ দুপুরের দিকে একটি কাজে বাসা থেকে বের হয়েছিলাম।কাজ শেষে ফেরার সময় দেখি বাসার পাশেই গাছপালা বিক্রির ভ্যানগাড়ীটি দাঁড়িয়ে আছে। বিভিন্ন চারা গাছের পাশাপাশি এই ফুলগাছ গুলোও ছিল। তাই দেরি না করে মোবাইল ক্যামেরায় ধারণ করে নিলাম। আশাকরি ছবি গুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

ff-1.jpg

কলাবতি ফুল। সুপরিচিত ফুল। অনেকেই চিনেন। কয়েক দিন আগে ঢাকার আগারগাঁও এলাকার রোড ডিভাইডারে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।এই ফুলটি আজ করলাম। আগারগাঁও এর রাস্তার সৌন্দর্যবর্ধণ স্পেস গুলোতে এখন প্রচুর কলাবতি ফুল ফুটেছে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। লোভ সামলাতে না পেরে মোবাইল ক্যামেরায় ধারণ করে নিলাম। আপনাদের সাথে শেয়ার করার জন্য।আমি আনাড়ি ফটোগ্রাফার। ভালো ছবি তুলতে জানলে আরো ভালো হতো কলাবতি ফুলের ছবিটি।

দ্বিতীয় ফটোগ্রাফি

ff-2.jpg

আলমান্ডা বা অলকান্দা ফুল।এই ফুলের নাম নিয়ে অনেক মতভেদ আছে।মুলত ব্রাজিলের ফুল। বাংলাদেশে এখন নার্সারি ও ফুলের বাগানে পাওয়া যায়। ফুলটি কয়েক রঙের হয়ে থাকে।বর্ষায় সবচেয়ে বেশি পাওয়া যায়।টবে চাষ করা যায়। ফুলের ছবিটি গাছ বিক্রির ভ্যানগাড়ী থেকে মোবাইলে ধারণ করা।

তৃতীয় ফটোগ্রাফি

ff-5.jpg

এই ফুলটিও ভ্যানগাড়ী থেকে ধারণ করা মোবাইল ক্যামেরায়। ফুলটির নাম জানিনা। দুপুর বেলায় যখন ছবি তুলি তখন বিক্রেতা ছিলনা। থাকলে নাম জানতে পারতাম।ভ্যানগাড়ীর টবে ফুলটি ধারুণ শোভাবর্ধণ হিসেবে ছিল। কি সুন্দর লাগতেছিল।বন্ধুরা, আপনারা কেউ ফুলটির নাম জানেন?

চতুর্থ ফটোগ্রাফি

ff-6.jpg

এই ফুলটিও ভ্যানগাড়ী থেকে ধারণ করা মোবাইল ক্যামেরায়।এই ফুলটির নাম জানিনা। দেখতে অনেক সুন্দর ফুলটি। ভ্যানগাড়ীর টবে দেখতে অপূর্ব লাগতেছিল। বন্ধুরা, কেউ নাম জানলে কমেন্ট করে জানালে খুশি হবো।

পঞ্চম ফটোগ্রাফি

ff-3.jpg

ff-4.jpg

মাধবী বা মাধবীলতা।আরো নাম আছে।মন্ডপ,কামুক,কামী প্রভৃতি। অনেক পরিচিত ফুল। এই ফুলটিও ভ্যানগাড়ী থেকে ছবি ধারণ হয়েছে। মাধবীলতার ঔষুধি গুন অনেক।পুরানো বাত,শ্বাসকষ্টের জন্য কার্যকরি।মাধবীলতার শুকনো ছালের গুড়া ঘা সারিয়ে তোলে।বর্ষাকালেও পাওয়া যায় এই ফুল।টবেও চাষ করা যায়।

বন্ধুরা,ঢাকার আগারগাঁও এলাকা থেকে একটি ও আমার বাসার পাশের ভ্যানগাড়ীতে গাছ-পালা বিক্রেতার ভ্যানগাড়ী থেকে চারটি ফুলের ফটোগ্রাফি আশাকরি আপনাদের ভাল লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারে সকলের প্রতি খেয়াল রাখুন।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০

তারিখঃ ১৬ জুলাই,,২০২৩।

ঢাকা-বাংলাদেশ।

সাথেথাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

You have a lot of pretty flowers in the garden.

 last year 

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি কোথাও ফুল দেখলে ফটোগ্রাফি করতে ভুলিনা। কারণ ফটোগ্রাফি করতে আমি বেশি পছন্দ করি। অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফুল আমার অনেক ভালো লেগেছে।

 last year 

আমি চেস্টা করি ফটোগ্রাফি করতে কিন্তু তেমন সুন্দর পারি না। অনেক ধন্যবাদ আপু।

 last year 

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ভ্যান গাড়িতে বিক্রি করা বিভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। আসলে ছোট্ট ছোট্ট গাছে ফুল ফুটতে দেখতে অনেক সুন্দর লাগে আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু গাছ বিক্রেতার ভ্যানগাড়ী থেকে দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি ।আসলে ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বরাবরই ভালো লাগে ।আপনার করা ফটোগ্রাফি চমৎকার ছিল ।বেশ কিছু ফুলের নাম না জানলেও ফুলগুলো কিন্তু চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

অসাধারন কিছু ফোটগ্রাফি দেখলাম আপু। তবে আমি ও বেশির ভাগ ফুলের নাম জানি না, নাম গুলো কেন জানি মনেই থাকে না।।

 last year 

সাধারণ কিছু ফুলের নাম ছাড়া আমিও ফুলের নাম ভুলে যাই। অনেক ধন্যবাদ আপু।

 last year 

বিক্রেতার ভ্যান গাড়ি থেকে তো ভালোই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন । আসলেই আমরা যেখানেই ফুল দেখি না কেন ছবি তোলার জন্য অস্থির হয়ে যাই । ফুল বলে কথা ছবি তুললেও কেউ কিছু বলে না । প্রত্যেকটা ফুলই কিন্তু অসম্ভব সুন্দর আপু ।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ভ্রাম্যমান নার্সারি থেকে অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করে নিলেন দেখে সত্যি অনেক মুগ্ধ হয়ে গেলাম।
একটি পোষ্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করলাম।
অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি তো দেখছি ভ্যান গাড়ি মামার ভ্যান থেকে দারুন ফুলের ফটোগ্রাফি করলেন।আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ই ভালো লেগেছে।দেখে মনেই হচ্ছে না এই ফুলগাছ গুলো ভ্যান থেকে তোলা।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই ফুলগুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

গাছপালা বিক্রেতার ভ্যান গাড়ি থেকে দেখছি বেশ কয়েক রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার করা এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রথম ফটোগ্রাফি এবং চতুর্থ ফটোগ্রাফি আমার কাছে দেখতে একটু বেশি ভালো লেগেছে অন্যান্য সব ফটোগ্রাফির থেকে। এত সুন্দর করে ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28