আলপনার ডিজাইন অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি ভালো আছেন সবাই? আমিও ভালো আছি। আজ একটি আলপনা নিয়ে হাজির হয়েছি। আলপনা বিষয়ক এটা হবে আমার প্রথম পোস্ট। প্রথম পোস্ট হলেও বোদ্ধা বন্ধুদের ভালো লাগবে আশাকরি। সুখ,শান্তি ও সমৃদ্ধির প্রতিক বলা হয়ে থাকে আলপনাকে।প্রাচীন কাল থেকেই আলপনার প্রচলন বাঙালি সমাজে। লক্ষ্মীপূজা মানেই আলপনার সমাহার। ছোট বেলায় গ্রামে গেলে মাটির ঘরে আলপনা মুগ্ধ করতো। এখন আর মাটির ঘর নেই আলপনাও নেই। এখন বিভিন্ন অনুষ্ঠানে আলপনা করে থাকে মানুষ। আমাদের দেশে একুশে ফেব্রুয়ারিতে রাস্তায় আলপনা করা একটা রেওয়াজে পরিনত হয়েছে। অনেক কথা হলো বন্ধুরা ,চলুন দেখে নেয়া যাক আমার তৈরি আলপনাটি তৈরি হলো কিভাবে?

1.jpg

উপকরণ

3.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। রাবার
৪ ।কাটার

১ম ধাপ

প্রথমে সাদা কাগজের চারদিকে দাগ একে নিতে হবে। নিচের ছবির মতো করে।
4.jpg

২য় ধাপ

তারপর নিচের দাগের সাথে লাগিয়ে ঢেউ ঢেউ ডিজাইন একে নিতে হবে। নিচের ছবির মতো করে।

6.jpg

৩য় ধাপ

এরপর কিছু ডিজাইন একে নিতে হবে। নিচে যেভাবে আমি একেছি।

7.jpg

৪র্থ ধাপ

এ ধাপে সম্পূর্ণ আলপনার ডিজাইনটি একে নিতে হবে, যেভাবে নিচের ছবিতে আকা হয়েছে।

8.jpg

শেষ ধাপ

এ পর্যায়ে আলপনার ডিজাইনটি কিছু অংশ পেন্সিল দিয়ে ভরাট করে নিতে হবে।সম্পূর্ণ আলপনার ডিজাইন শেষ করে সিগনেচার করে দিলেই শেষ হয়ে যাবে আলপনার ডিজাইন অংকন।

11.jpg

এভাবে আমি একটি ছোট আলপনার ডিজাইন আকা শেষ করলাম। আশাকরি ডিজাইনটি আপনাদের ভাল লাগবে।

ধন্যবাদ সবাইকে।

মোবাইল ফটোগ্রাফিঃ এ১০

Sort:  
 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি আলপনা অংকন করেছেন পেন্সিল ব্যবহার করে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার আলপনা অংকন। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে এটি অংকন করেছেন। এই কথায় অসাধারণ হয়েছে আপনার আজকের এই আলপনা অংক। সত্যিই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে আলপনার ডিজাইন অংকন খুবই সুন্দর হয়েছে। খুব সহজেই পেন্সিল দিয়ে এইভাবে চিত্র অঙ্কন করতে পারা যায়। সেটা আপনি খুব সুন্দর করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আলপনা গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। যেকোনো শুভ কাজে আলপনা দিয়ে স্বাগতম জানানো হয়। আপনি খুব সুন্দর একটা আলপনা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর লাগছে ডিজাইনটি।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যা আপু ঠিক বলেছেন । প্রাচীন কাল থেকেই আলপনার প্রচলন বাঙ্গালী দের মধ্যে। আলপনা ডিজাইন আমার খুবই ভালো লাগে। তবে নিজে করতে পারিনা। কি থেকে কি ডিজাইন করবো এটাই ভেবে পাইনা আমি। আপনার ডিজাইন খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে। ভালো লাগলো খুবই।

 2 years ago 

চেস্টা করেন ভাই পারবেন। অনেক অনেক ধন্যবাদ ।

 2 years ago 

আপু খুব সুন্দর একটি আলপনার ডিজাইন করেছেন। আপনার আলপনা দেখতে খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। যেকোনো অনুষ্ঠান বা উৎসবের সময় আমরা বাড়িকে রাঙিয়ে তুলতে এই ধরনের আলপনা কাজে লাগাতে পারি।ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু বিভিন্ন অনুষ্ঠানে আলপনা একে আমাদের বাড়ি সাজিয়ে নিতে পারি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন , সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হচ্ছে আলপনা। আপনি অনেক সুন্দর করে আলপনা এঁকেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা করতে মনে হয় বেশি সময় লাগেনি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আলপনার ডিজাইনটি সুন্দর হয়েছে আপু।আপনি ঠিক বলেছেন প্রাচীনকাল থেকেই বেশ কদর ছিল এই
আলপনার। তবে এখন মাটির ঘর তেমন দেখা যায় না ফলে এটাও বিলুপ্তির পথে।যাইহোক ধাপগুলো সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর ভাবে আল্পনা ডিজাইন এঁকে দেখিয়েছেন।অনেক ভালো লাগছে দেখতে ।অঙ্কনের ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ছবিটি ভালই এঁকেছেন। তবে আরও কয়েকটি ধাপের ছবি দেয়া উচিত ছিলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবাদ পরামর্শের জন্য।

 2 years ago 

ধাপ সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দিয়েন দিদি পরের বার থেকে। আর এমনিতে তো আপনার গহনা বানানো বা আগের আল্পনা আঁকা দেখেছি বেশ নিখুঁত কাজ করেন। আর খুব শিগগিরই যেনো আপনাকে আমাদের মত ভেরিফাইড মেম্বারের মধ্যে দেখতে পাই। অনেক শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66