রেসিপিঃ পিয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের মজাদার ঝোল।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি । প্রিয় আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে পিয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের মজাদার ঝোল। শিং মাছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের আধিক্য রয়েছে। তাই প্রাচীনকাল থেকেই রক্তশূন্যতার রোগীদের শিং মাছ খাওয়ার প্রচলন চলে আসছে। আমি রান্নায় কাচা মরিচ ব্যবহার করি । কেননা কাচা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । আশাকরি আজকের উপস্থাপিত রেসিপিটি আপনাদের ভাল লাগবে। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি পিয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের মজাদার ঝোল , তা ধাপে ধাপে দেখে নেই।

curry1.jpg

রান্নার উপকরণ

curry 30.jpg

curry 29.jpg

curry 23.jpg

to 3.jpg

উপকরণপরিমাণ
শিং মাছ২০০ গ্রাম
টমেটো১টি
আলু৪টি
পিয়াজ কুচি১/২ কাপ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন কোয়া৪-৫ট
কাচা মরিচ৫-৬টি
ধনেপাতাপরিমান মতো
লবনস্বাদ মতো
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
পিয়াজ কলি১/২ কাপ
আদা বাটা১/২ চাঃ চামচ
তেল৩ টেঃ চামচ

রান্নার পদ্ধতি

ধাপ-১

curry 27.jpg

curry 28.jpg

curry 26.jpg

প্রথমে পিয়াজ কুচি,রসুন ও কাচা মরিচ বেটে নিতে হবে।

ধাপ-২

curry 22.jpg

এরপর আলু,টমেটো,পিয়াজ কলি ও ধনেপাতা কেটে নিতে হবে। এবং মাছগুলো পরিস্কার করে টুকরো করে কেটে নিতে হবে।

ধাপ-৩

curry 25.jpg

curry 24.jpg

চুলায় আর একটি হাড়ি বসিয়ে দিতে হবে। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পিয়াজকুচি দিতে হবে। এবং পিয়াজ ভাজা ভাজা করে নিতে হবে।

ধাপ-৪

cuurry 22.jpg

cuurry 20.jpg

cuurry 19.jpg

cuurry 18.jpg

curry 21.jpg

curry 21 .jpg

curry 16.jpg

cuury 14.jpg

cuury 11.jpg

cuury 12.jpg

পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে সকল মশলা দিয়ে দিতে হবে ধনেপাতা বাদে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।।

ধাপ-৫

cuury 10.jpg

cuury9.jpg

curry6.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন টুকরো করে রাখা শিং মাছ দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে অন্য একটি পাত্রে মাছগুলো তুলে নিতে হবে।

ধাপ-৬

curry 5.jpg

cuury5.jpg

এরপর সেই কষানো মশলাতে টুকরো করা আলু দিয়ে দিতে হবে। এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট জ্বাল দিতে হবে।

ধাপ-৭

curry 2.jpg

আলু কিছুটা সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে আরো ১০ -১৫ মিঃ জ্বাল দিতে হবে।

ধাপ-৮

curr 3.jpg

curry 4.jpg

তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে এসেছে। তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি পিয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের মজাদার ঝোল।

পরিবেষণ

cu a.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করতে হবে।

আশাকরি আজকের মজাদার পিয়াজ কলি, আলু দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি ।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু শিং মাছের মধ্যে অনেক পুষ্টি রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক ভালো বিশেষ করে আয়রনের ঘাটতি দূর করে। আপনি পেঁয়াজ কলি দিয়ে বেশ মজার করে শিং মাছের রেসিপি তৈরি করেছেন সাথে আলু দিয়ে বেশ মজার। অনেক ভালো লেগেছে রেসিপিটি অনেক মজাদার মনে হচ্ছে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

শিং মাছের তরকারি, আমার কাছে মনে হয় রোগীর পথ্য ।এগুলো রোগীর খাবার হিসেবেই সব সময় খেতে দেখা যায় ।তবে আমার কাছে শিং মাছের তরকারি অনেক ভালো লাগে। আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এভাবে পেঁয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের তরকারি রান্না করেছেন খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

আমার কাছেও রোগীর পথ্য বলে মনে হয়। কিন্তু আমার বরের পছন্দ। তাই মাঝে মাঝেই করতে হয়। জি আপু খেতে বেশ মজা হয়েছিল।ধন্যবাদ আপু।

 2 years ago 

পিয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের মজাদার ঝোল রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। অসাধারণ রেসিপি তৈরি করেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন কাঁচা মরিচের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আপনি খুব চমৎকারভাবে পিয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের ঝোল রেসিপি বানিয়েছেন। শিং মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। রক্তশূন্যতার জন্য শিং মাছ অনেক উপকারী। আর আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি ভাইয়া রক্তশুন্যতার জন্য বেশ উপকারী শং মাছ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর করে শিং মাছ রান্না করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর মাছ রান্না আমাকে মুগ্ধ করেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে এই মাছ রান্না করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার মাছের রান্নার পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে রেসিপি উপাদান গুলো আমাদের মাঝে টেবিল আকারে উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ামি চেস্টা করি সুন্দরভাবে উপস্থাপন করতে । অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

শিং মাছের ঝোল আমার খুব পছন্দ। পেঁয়াজ কলি ও আলু দিয়ে শিং মাছের ঝোল রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। টমেটো ও ধনিয়া পাতা দেওয়াতে রেসিপির স্বাদ মনে হচ্ছে অনেক বেড়ে গিয়েছে। যাইহোক রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক তাই ধনেপাতা ও টমেটো দিয়ে কোন কিছু রান্না করলে তার স্বাদ দ্বিগুন বেড়ে যায়। অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04