অরিগ্যামিঃপাপড়ির শেপে বুক মার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন। বাংলাদেশ ভালো নেই, আমি ভালো থাকি কি করে? তারপরেও প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৮ই শ্রাবন, বর্ষাকাল,১৪৩১ বঙ্গাব্দ। ২রা আগস্ট , ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ob-14.jpg

ob-19.jpg

ob-17.jpg

বন্ধুরা,সকাল থেকেই বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিন। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? আজও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থানা ও ছাত্র-জনাতার গণমিছিল পালিত হচ্ছে দেশব্যাপী। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নেমেছে ছাত্র-জনতা। এই লেখা যখন লিখছি তখন জানলাম মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক, ফেসবুক,টেলিগ্রামও বন্ধ করে দিয়েছে সরকার। হয়ত ব্রডব্যান্ড নেটওয়ার্কও বন্ধ হয়ে যেতে পারে যে কোন সময়ে। সবাই যেখানে আছেন নিরাপদে থাকবেন। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেষ্টা করি পোস্ট এর ভিন্নতা আনার জন্য। গত সপ্তাহের মত আজও একটি বুক মার্ক তৈরির অরিগ্যামি শেয়ার করছি আপনাদের সাথে। আর এই বুক মার্কটি আমি তৈরি করেছি ফুলের পাপড়ির শেপের।আমরা সবাই জানি অরিগ্যামি হলো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা।তাই আমিও কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এই বুক মার্কটি তৈরি করেছি।ফুলের পাপড়ির শেপের বুক মার্কটি তৈরি করতে আমি লাল রং এর কাগজ ব্যবহার করেছি সাথে আরও কিছু উপকরণও আছে। তাহলে চলুন দেখে নেয়া যাক বুক মার্ক তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

ob-15.jpg

১।লাল রং এর কাগজ।
২।গাম
৩।সাদা পুথি

বুক মার্ক তৈরির ধাপ সমূহ

১ম ধাপ

ob1.jpg

প্রথমে ১০X১০ সে:মি: সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি ফুলের পাপ্রির শেপের বুক মার্ক তৈরির জন্য।

২য় ধাপ

ob3.jpg

ob2.jpg

প্রথমে ১০X১০ সে:মি: সাইজের এক টুকরো লাল রং এর কাগজ উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

৩য় ধাপ

ob-5.jpg

এরপর কাগজটিকে উভয় পাশে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি।

৪র্থ ধাপ

ob4.jpg

এবার কাগজের দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।ফলে কাগজটি ত্রিভুজ আকৃতির মতো দেখতে হয়েছে।

৫ম ধাপ

ob7.jpg

ob8.jpg

ob9.jpg

ob-10.jpg

ত্রিভূজ আকৃতির কাগজটি উভয় পাশের কাগজ জিকজাক ভাবে ভাঁজ করে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

b.jpg

ob-11.jpg

এবার জিকজাক করে ভাঁজ করা কাগজটি খুলে নিয়েছি। এবং কাগজের এক পাশ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

৭ম ধাপ

ob11.jpg

ob13.jpg

এবার কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি। ফলে দু;টো পাপড়ির মতো তৈরি হয়েছে।

৮ম ধাপ

ob-14.jpg

এবার বুক মার্কটি আরও সুন্দর করার জন্য দু'পাপড়ির মাঝখানে একটি সাদা পুথি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। ব্যাস তৈরি আমার পাপড়ির শেপের বুক মার্ক।

উপস্থাপন

ob-17.jpg

ob-18.jpg

আশাকরি আমার বানানো পাপড়ির শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ২রা আগস্ট,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  
 last month 

আমাদের এদিকে নেটওয়ার্ক বন্ধ না হলেও নেটওয়ার্ক একদম স্লো। কোন কাজ করতে গেলে অনেক সময় নিয়ে করতে হচ্ছে। আপু আপনার তৈরি করা বুকমার্ক অসাধারণ হয়েছে। বুকমার্ক তৈরির প্রসেস তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আমি চেস্টা করেছি বুক মার্ক এর অরিগ্যামিটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে পাপড়ির শেপে বুক মার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে আপনার মত আমারও অনেক ভালো লাগে। যদিও সময় বেশি লাগে তারপর তৈরি করতে পারলে সেগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।

 last month 

আমিও পছন্দ করি রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে। তবে আমার বানানো বুক মার্কটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last month 

এটা শুনে খুব ভালো লাগলো আপু আপনি প্রতি সপ্তাহে অরিগ্যামি পোস্ট করার চেষ্টা করেন। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর পাপড়ির শেপে বুক মার্ক তৈরি করেছেন। পাপড়ির শেপে বুক মার্ক মধ্যে পুঁথি দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর আমরা জরুরী বই পড়তে এই বুক মার্ক খুব প্রয়োজন হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বুকমার্ক বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

জি আপু চেস্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

অনেক সুন্দর ভাবে বুক মার্ক তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা বুক মার্ক দেখে প্রথমে আমার ভীষণ ভালো লেগে গেছে। দুইটি পাতার মধ্যে সাদা পুঁতি দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last month 

আসলে আপু বর্তমান পরিস্থিতি অনেক খারাপ।আপনার বুকমার্কটি চমৎকার হয়েছে। আপনি প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি তৈরি করেন জেনে অনেক ভালো লাগলো। কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

জি আপু চেস্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে পাপড়ির শেপে চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দর এই অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপু আপনার তৈরি করা বুকমার্ক খুবই সুন্দর হয়েছে। বুকমার্ক দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। ছোটবেলায় এগুলো অনেক তৈরি করতাম। বিভিন্ন রকমের বুকমার্ক তৈরি করা যায়। দারুন হয়েছে।

 last month 

জি আপু রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায় । এবং সে সকল দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last month 

খুব সুন্দর একটা বুকমার্ক এর অরিগামি তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগছে বুকমার্ক টা দেখতে। পাপড়ির ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। তৈরীর প্রত্যেকটা ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য।

 last month 

আমার বানানো বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

চমৎকার সুন্দর বানিয়েছেন আপু পাপড়ি আঁকারের বুক মার্ক টি।সাদা পুঁথি বসিয়ে নেওয়া কারণে চমৎকার আকর্ষণীয় লাগছে। ধাপে ধাপে বুকমার্ক টি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বুক মার্কটি যাতে দেখতে সুন্দর লাগে তাই পুথি লাগিয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

বুকমার্ক গুলো বেশ উপকারী। পাপড়ির শেপে বুক মার্ক তৈরি দেখতে অসাধারন লাগতেছে। মাঝখানে পুঁতি ব্যবহার করাতে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ইউনিক একটি বুকমার্ক শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last month 

জি ভাইয়া যারা বই পড়েন তাদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজনীয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58130.32
ETH 2361.48
USDT 1.00
SBD 2.38