ফটোগ্রাফিঃবিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এ প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ১৩ আষাঢ়,১৪৩০বঙ্গাব্দ,২৭ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাসা থেকে আগারগাঁও এলাকা বেশ কাছেই,সেখানে এখন ঘোরাঘুরি করার জন্য বেস্ট ।বেশ কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে।বিকাল বেলায় বেশ লোকসমাগম হয়। কেউ আসে হাটাহাটি করতে আর কেউ আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে। বিকাল বেলা পরিবেশটা বেশ শান্ত। এর কারন অনেক সরকারী ভবন এখন আগারগাঁও এলাকায় নিয়ে আসা হয়েছে। আর অফিস ছুটির পর এলাকাটা নিরব হয়ে যায়। তাই সকলে বিকাল বেলায় এখানে ছুটে আসে ঘোরাঘুরি করতে। আর এখানকার রাস্তাগুলো বেশ প্রশস্ত ও আধুনিক। রোড ডিভাইডারে ও রাস্তার দু"পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগান হয়েছে। এবং গাছগুলোতে ফুলও ফুটেছে । গত কয়েকদিন আগে ওদিকে যেয়ে ফুলের গাছগুলো দেখে বেশ ভালো লাগলো। সেই সময় রাস্তার ধারে লাগানো কিছু ফুলের ফটোগ্রাফি করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করবো বলে। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ সেই সব ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

f4.jpg

f6.jpg

f5.jpg

f8.jpg

এ ফুলটা এখন প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায়। বিভিন্ন রং এর হয় এই ফুলটি। সেই দিন আগারগাঁও ঘুরতে গিয়ে এ ফুলটি দেখে বেশ ভালো লাগল। আর মোবাইলে ফটোগ্রাফি করে নিলাম। এর নাম চেরী ফুল। অন্যকোন নাম যদি থাকে তাহলে কমেন্ট করে জানালে ভালো লাগবে।

দ্বিতীয় ফটোগ্রাফি

f3.jpg

এই ফুলটিও প্রায় সকলে চেনেন। এট হলো বাগান বিলাস। সাধারনত বাড়ির গেটে লাগানো হয় এ ফুল গাছটি। অনেকটা লতা জাতীয় বলে বাড়ীর গেটে প্যাচিয়ে উপরের দিকে উঠতে থাকে। এ ফুলও সাদা ,গোলাপী,লাল,কমলা সহ বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়।

তৃতীয় ফটোগ্রাফি

f1.jpg

এ ফুলটির নাম আমার মনে পড়ছে না। গুগোলে সার্চ দিয়েও নাম পেলাম না। তবে ছোট বেলায় আমরা বন্ধুরা একে মাইক ফুল বলতাম। এ ফুল ছেড়ার পর এর মধ্যে মধু থাকত সেই মধু আমরা খেতাম। ছোট বেলায় কত যে নাম জানা না ফুলের মধু খেয়েছি তার হিসেব নেই।

চতুর্থ ফটোগ্রাফি

f2.jpg

এ ফুলটিও সবাই চেনেন। এর নাম হল কাঠগোলাপ। কাঠগোলাপ বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। এই ফুলটিও সেই দিন আগারগাঁও এ ঘুরতে গিয়ে তোলা। দেখতে ভালো লাগলো দেখে ফটোগ্রাফি করে নিলাম।

চতুর্থ ফটোগ্রাফি

f7.jpg

এ ফুলটিও সবার পরিচিত। এ ফুলটির নাম মাধবীলতা। এ ফুলের গাছটিও বাড়ির গেটে লাগানো হয়। এ ফুলটিও লতা জাতীয়। এর একটা মিস্টি গন্ধ রয়েছে। যা রাতে বেলায় সুবাস ছড়ায়।

ঢাকার আগারগাঁওএলাকার রাস্তার ধারে লাগানো গাছের তোলা ফুলের এই ফটোগ্রাফিগুলো আশাকরি, আপনাদের ভাল লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারে সকলের প্রতি খেয়াল রাখুন। সবার ঈদ আনন্দে কাটুক এ প্রত্যাশা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরSamsungA-10
পোস্ট তৈরি@selina75
তারিখ২৭ জুন,২০২৩
ফটোগ্রাফি লোকেশনআগারগাঁও, ঢাকা।

থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ.

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বিভিন্ন ফুলের ফটোগ্রাফিগুলো বেশ চমৎকার হয়েছে। আপনি খুবই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার চতুর্থ ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার করা প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চেরি ফুল অনেক দেখেছি কিন্তু নাম জানা ছিল না। আজ আপনার কাছ থেকে এই ফুলের নাম জেনে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

চেরিফুলগুলো দেখতে বেশ সুন্দর। অনেক ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলছেন আপু ঘুরতে গেলে বা হাঁটতে গেলে সুবিধার সুন্দর সুন্দর ফটো নেওয়া যায়। আপনি তো দারুণ ফটোগ্রাফি নিলেন দেখে বেশ ভাল লাগলো। প্রতিটি ফুল অসাধারণ ভাল লেগেছে। ধন্যবাদ আপু দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আপনার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দারুন ছিল। এই সৌন্দর্য সত্যিই উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারা যায় প্রত্যেকটা ফুলের খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে দেখালেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year (edited)

সাধারণত বৃষ্টির পর পরিবেশ বেশ শান্ত হয়ে যায়। কিন্তু বিকেল বেলা সন্ধ্যা ঘনিয়ে আসার আগের মুহূর্তটিও বেশ শান্ত থাকে। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি দেখলাম। যে ফটোগ্রাফিটি আপনি রোজ সার্চ করেও পেলেন না , সেই ফুলটাকে আমরাও মাইক ফুল বলতাম। ছবিটি অনেক ঘোলা তা না হলে google সার্চ করলেই চলে আসতো।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ঢাকার আগারগাঁও এর পাশে আপনার বাসা হওয়াতে আপনি পথের ধারে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আর সবগুলো ফটোগ্রাফি দারুন লাগলো আপু।এ ধরনের পথে হাঁটতে বের হলে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করা যায়। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু মাঝে মাঝেই যাওয়া হয়। অনেক ধন্যবাদ আপু।

 last year 

ব্যক্তিগতভাবে আমার মনে হয় ফুলের ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আমরা সকলেই ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালবাসি আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে যে কেউ মুগ্ধ হবে আমিও মুগ্ধ হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর বর্ণনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া ফুল সকলেই ভালোবাসে। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31