অরিগ্যামিঃ প্রজাপতি তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি।আজ ২৩ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ,৬ মে,২০২৩ খ্রীস্টাব্দ। মধ্য দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আবহাওয়া বিদরা বলছে, ঘূর্ণিঝড় মোকা চলতি মাসের ২য় সপ্তাহে আঘাত হানতে পারে ,তারেই প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, বৃষ্টিস্নাত দিনে প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে অরিগ্যামি তৈরি। মূলত: কাগজের কারবার হচ্ছে অরিগ্যামি।কাগজকে নানা ভাবে ভাজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি কাগজে ভাজের খেলা। আজ রঙিন লাল কাগজে,আমি একটি প্রজাপতির অরিগ্যামির তৈরি করেছি। উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ,সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের ব্লগ প্রজাপতির অরিগ্যামি। আশাকরি, আজকের লাল প্রজাপতির অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

ori.jpg

উপকরণ

ori 27.jpg

১। রঙ্গিন কাগজ
২।কাল রং এর সাইন পেন
৩।কাচি
৪।গাম
৫।চিকন কাঠি

তৈরির পদ্ধতি

ধাপ-১

ori 26.jpg

ori 25.jpg

প্রথমে রঙ্গিন কাগজের টুকরোকে কোনাকুনিভাবে ভাজ করে নিতে হবে। এবং অতিরিক্ত কাগজ কেটে নিতে হবে।

ধাপ-২

ori 23.jpg

ori 22.jpg

কেটে নেয়া কাগজের টুকরোটিকে প্রথমে কোনাকুনি ভাবে ভাজ করে নিতে হবে।

ধাপ-৩

ori 21.jpg

ori 20.jpg

কাগজটির যে দিকে কোনাকুনিভাবে ভাজ করা হয়েছে তার অপরদিকে আড়াআড়ি ভাবে ভাজ করে নিতে হবে।

ধাপ-৪

ori 19.jpg

ভাজ করা কাগজটিকে আবার ছবির মতো করে ভাজ করে নিতে হবে।

ধাপ-৫

ori 18.jpg

ori 17.jpg

ori 16.jpg

যেহেতু অরিগ্যামি ভাজের খেলা তাই এবারও কাগজটিকে পরপর ছবির মতো ভাজ করে নিলে, দেখতে ত্রিভুজ আকৃতির মতো হবে। এবার কোনগুলোকে একটি কাচি দিয়ে গোল করে কেটে নিতে হবে।

ধাপ-৬

origami11.jpg

ছবির মতো করে ভাজ করে নিতে হবে, ভাজ করা কাগজটিকে।

ধাপ-৭

origami10.jpg

origami7.jpg

এরপর কোন আকৃতির আংশটিকে ভাজ করে নিতে হবে।। ছবির মত করে।

ধাপ-৮

or a.jpg

origami6.jpg

চিকন করে এক টুকরো কাগজ কেটে নিতে হবে। প্রজাপতির শুর তৈরি করার জন্য। কেটে নেয়া কাগজটিকে দু'ভাজ করে নিতে হবে।

ধাপ-৯

origami5.jpg

origami 4.jpg

টুকরো কাগজটিকে গাম দিয়ে, তৈরি করা প্রজাপতির সাথে লাগিয়ে নিতে হবে।

ধাপ-১০

orc.jpg

orogami 2.jpg

চিকন কাগজের টুকরোটিকে একটি কাঠিয়ে দিয়ে প্যাচিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে প্রজাপতির শুর।

ধাপ-১১

ori 2.jpg

প্রজাপরির চোখ একে দিলেই তৈরি হয়ে যাবে প্রজাপতির অরিগ্যামি।

উপস্থাপনা

ori 24.jpg

orb.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করা আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলের সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

চমৎকার একটা উপস্থাপনা 👌। প্রজাপতির রং টা সব থেকে বেশি ভালো লাগছে। আর শেপটাও দারুন এসেছে আপু। আপনার হাতের কাজ গুলো সব সময় একদম পারফেক্ট হয়। অনেক দূর এগিয়ে যান আপু।

 last year 

আমি চেস্টা করি নিখুতভাবে করতে। আপনাদের ভাল লাগলেই আমি সার্থক। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলেই রঙিন কাগজের ভাঁজে ভাঁজে যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেটা না বানালে হয়তো বুঝতেই পারতাম না। আপনার রঙিন কাগজের প্রজাপতিটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপু। এই প্রজাপতি দেখতে ভালই লাগে।

 last year 

জিম আপু অরিগ্যামি মুলত ভাজের খেলা। ধন্যবাদ আপু।

 last year 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। কালার সিলেকশন টা অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

অরিগামি এর কাজগুলো দেখতে কিন্তু দারুন লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। কাগজের কালার সিলেকশন ভালো হয়েছে এবং এতে প্রজাপতির উপস্থাপন টা ফুটেছে। আপনি কয়েকটি ধাপে দেখিয়েছেন। আমার কাছে আপনার বানানো প্রজাপতির অরিগামি ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 last year 

আমি চেস্টা করি ধাপে ধাপে শেয়ার করতে । অনেক ধন্যবাদ।

 last year 

বাংলাদেশের প্রকৃতি এমনই প্রতিবছর এই সিজন আসলে অনেক বেশি ঘূর্ণিঝড়ের কবলে পড়ি আমরা সবাই। একটি ঘূর্ণিঝড়ের হলে দেশের মানুষের অনেক ক্ষতি হয় ঘূর্ণিঝড় যাতে না হয় সেই কামনা করি। এত সুন্দরী অরিগ্যামি তৈরি করেছেন প্রজাপতির অনেক সুন্দর হয়েছে দেখতে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।

 last year 

আমরা পরোক্ষভাবে ঘূর্নিঝড় সৃস্টির জন্য দায়ী। অনেক ধন্যবাদ আপু।

 last year 

প্রজাপতি তৈরি খুবি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে শিখতে পারলাম। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 last year 

নিশ্চয়ই বানাবেন ভাইয়া। অনেক ধন্যবাদ ।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি প্রজাপতি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরি এই প্রজাপতি দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। প্রজাপতির ফটোগ্রাফি যদি আপনি গাছের উপর রেখে করতেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাতে বলে আমার মনে হয়। যাইহোক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

গঠ্মুলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

আজ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করে দেখিয়েছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর অরগামি তৈরি করতে খুবই ভালো লাগে এবং দেখতেও বেশ ভালো লাগে। এত সুন্দর একটি কাজ দক্ষতা ভাবে নিজের মধ্যে তৈরি করে নিয়েছেন দেখে খুশি হলাম। আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক কিছু আমাদের মাঝে তৈরি করে দেখাবেন আপনি।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64