ফটোগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২১ আষাঢ়, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৫ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। আজ বিকেলের দিকে আগারগাঁও যেতে হয়েছিল। এর আগেও বলেছি আগারগাঁও এলাকার রাস্তা গুলো প্রশস্ত ও আধুনিক। এ এলাকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করাছিলাম। আজও আগারগাঁও এর রাস্তার সৌন্দর্য বন্ধন স্পেস থেকে ফটোগ্রাফি গুলো করেছি।শুধু কাঠালের ছবি রমনা পার্কের। বাকী গুলো আগারগাঁও এর। আশাকরি , আমার বাংলা ব্লগে আমার আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের ভাল লাগবে।

প্রথম ফটোগ্রাফি

f6.jpg

f8.jpg

এ ফটোগ্রাফিটি করেছিলাম রমনা পার্কে ঘুরতে গিয়ে। এ ফলটি সবাই চিনেন এটা হল আমাদের জাতীয় ফল কাঁঠাল। প্রচুর পুষ্টিগুন সমৃদ্ধ এ ফলটি। একটি গাছে প্রচুর কাঠাঁল ধরেছিল দেখে বেশ ভালো লাগল। তাই ফটোগ্রাফি করে নিলাম।

দ্বিতীয় ফটোগ্রাফি

f4.jpg

এটি হল পেঁপে গাছের ফটোগ্রাফি।পেঁপে কাঁচা অবস্থায় আমরা সব্জি হিসাবে খাই আর পাঁকলে ফল হিসাবে খাই। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্রোটিন। সেই সঙ্গে এই ফলে আরও আছে প্রচুর ফাইবার। যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।

তৃতীয় ফটোগ্রাফি

f2.jpg

f7.jpg

এটা হল কাচকলার ফটোগ্রাফি। এ কলা কাঁচা অবস্থাতেই খাওয়া হয়। এ কলা সাধারনত পাকা খাওয়া হয় না।কাঁচকলা পটাশিয়ামের উৎস হিসেবে কাজ করে। নিয়মিত কাঁচকলা খেলে মাংসপেশির জড়তাজনিত রোগ সহজেই এড়ানো যায়। কাঁচকলায় রয়েছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করতে সাহায্য করে।পেটের অসুখে কাঁচকলা বেশ কার্যকর। কাঁচকলায় থাকে এনজাইম, যা ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে।

চতুর্থ ফটোগ্রাফি

f1.jpg

এ ফলটি আমাদের সবার পরিচিত পেয়ারা। যা সুপার ফ্রুট বলা হয়ে থাকে এর পুষ্টি গুনের জন্য। পেয়ারা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী । পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকর। এ ছাড়া চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী। তাই পুষ্টিগুণসমৃদ্ধ পেয়ারা প্রতিদিন খাদ্যতালিকায় রাখতে পারলে বেশ উপকার হবে শরীরের জন্য।

পঞ্চম ফটোগ্রাফি

f3.jpg

কচু পাতায় বৃষ্টির পানি জমে আছে। দেখতে বেশ সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফি করেছিলাম। ছোট বেলায় এই কচুপাতায় পানি নিয়ে কত যে খেলতাম। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কতক্ষন কচু পাতায় পানি নিয়ে রাখতে পারে।

ঢাকার আগারগাঁও এলাকার রাস্তার ধারে লাগানো গাছের ফলের এই ফটোগ্রাফিগুলো আশাকরি, আপনাদের ভাল লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারে সকলের প্রতি খেয়াল রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরSamsungA-10
পোস্ট তৈরি@selina75
তারিখ৫ জুলাই,২০২৩
ফটোগ্রাফিলোকেশন আগারগাঁও, ঢাকা।

থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ.

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু কারণ আপনি খুব সুন্দর তরতাজা ফলের ফটোগ্রাফি গুলো কাছ থেকে সরাসরি নিয়ে দেখালেন অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বুঝতে পেরেছি আপনি তাহলে তো ঈদের সময় বেশ ঘোরাফেরা করলেন। এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালো লাগে ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি তো দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি যে ফটোগ্রাফি গুলো করেছেন যেমন কাঁঠাল কলা এই ফলগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। এতটুকু একটা পেয়ারা গাছে একটা পেয়ারা ধরেছে পেয়ারাটা তো বেশ সুন্দর আপু। পেয়ারা টা দেখে তো খেতে ইচ্ছে করছে। যাহোক দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

অতিশয় ভালো লাগার মত অনেকগুলো ফলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর ফলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। যেখানে লক্ষ্য করলাম কাঁঠাল থেকে শুরু করে পেয়ারা সহ অন্যান্য ফটোগ্রাফি। এদিকে কলার ফটোগ্রাফি টা ছিল অসাধারণ।

 last year 

ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30