জেনারেল রাইটিংঃ বাজারের হিরো কাঁচা মরিচ।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন?সবসময় প্রত্যাশা করি সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। আমিও বেশ ভালো আছি। আজ ২০ আষাঢ়, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৪ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। ঈদ শেষে সবাই কর্মব্যস্ত হয়ে পড়ছে।বেশ কয়েকদিন পর আজ ঢাকায় বৃষ্টি হয়নি তবে আষাঢ়ে গরম বেশ চড়াও হচ্ছে।এসময় টাতে অনেকে পেটের পীড়ায় ভুগে থাকেন।তাই বাইরের খাবার দাবার ও পানি পানে সাবধান থাকবেন।বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ একটি জেনারেল পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি জেনারেল লিখতে। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

g1.jpg

source

কাঁচা মরিচ। কাঁচা মরিচের দাম নিয়ে তুলকালাম চলছে আমাদের দেশে।পেপার-পত্রিকা,টিভি চ্যানেল, আড্ডায়,ব্যক্তিগত আলাপ চারিতায়,সোস্যাল মিডিয়ায় এমনকি রাজনীতিতে কাঁচা মরিচ এখন তুঙ্গে। কেন দাম বাড়লো,ব্যবসায়ী সিন্ডিকেট শেষ পর্যন্ত কাঁচা মরিচও ছাড়লোনা !! নানা মুনির নানা মত।বিরোধী দল বলছে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে। সরকারি দল বলছে সাময়িক সব ঠিক হয়ে যাবে। কাঁচা মরিচ নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট, সরকার,বাজার মনিটরিং টীমের মুন্ডুপাত চলচ্ছে সোস্যাল মিডিয়ায়।অনেকেই লিখেছে দাওয়াত বাড়িতে মিষ্টি না নিয়ে কাঁচা মরিচ নিয়ে যান।

কাঁচা মরিচ আর আদা ঈদের আগে হঠাৎ দাম বৃদ্ধি পায়।আদা ছাপিয়ে নি্ত্যপন্য বাজারের হিরো হয়ে যায় কাঁচা মরিচ। বেশ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ হীন। একেক সময় একেক পণ্যের দাম সাধারণ ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যায়।সরকারের বাজার মনিটরিং য়ের গাফিলতি আর পূর্ব পরিকল্পনার ঘাটতিকে দায়ী করছেন অনেকেই! দেশের একেক জায়গায় একেক দামে কাঁচা মরিচ বিক্রি হয়েছে এবং হচ্ছে !! ৪০০ টাকা থেকে ১০০০ টাকা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

সবচেয়ে মজার ব্যাপার সরকার যেদিন কাঁচা মরিচ আমদানির ঘোষণা দিল তার পরদিনেই দেশের বিভিন্ন জায়গায় কাঁচা মরিচের দাম কমতে শুরু করলো।এমনও নিউজ হয়েছে ১০০/২০০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে।ইতোমধ্যে আমদানি করা কাঁচা মরিচ চলেএসেছে। হয়ত শীঘ্রই কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে আসবে।

বর্ষাকালে কাঁচা মরিচের সংকট দেখা যায়।মরিচ ক্ষেতে বৃষ্টির পানি জমলে,মরিচ গাছ মরে যায়। এবার বেশ কয়েকদিন টানা বৃষ্টির কারণে এই সংকট তৈরি হয়েছে। প্রতি বছরেই হয় এবং কাঁচা মরিচ সর্বোচ্চ ১৫০/২০০ টাকা কেজি ২/১দিনের জন্য হয়।কিন্তু এবার যা হয়েছে তা তুঘলকি কারবার ছাড়া কিছুই না ! এখনো বাজার নিয়ন্ত্রণে আসেনি,একেক জায়গায় একেক দামে বিক্রি হচ্ছে।আমার বাসার পাশের বাজারে আজ জিজ্ঞেস করলাম কাঁচা মরিচের দাম। দোকানদারেরা জানান ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। আমার বাসায় কাঁচা মরিচের দরকার ছিল কিন্তু কিনিনি।কাঁচা মরিচের দামের ঝাল কমলে কিনবো। আশাকরি সরকারের বাজার মনিটরিং টীম যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং কাঁচা মরিচসহ নিত্য পণ্যের দাম সাধারণ ক্রেতার ক্রয় সীমার নাগালে রাখবেন।

আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি।আগামীকাল আবার দেখা হবে অন্যকোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ৪জুলাই,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বাজারের হিরো কাঁচা মরিচ আপু আপনার টাইটেল দেখে ভীষণ ভালো লাগলো। চমৎকার লিখেছেন। বেশ কয়েক দিন একটানা বৃষ্টির জন্য কাঁচামরিচ এর গাছ মরে গিয়েছে। তাই বলে এত দাম তো হওয়ার কথা না। কিছু বলার নেই আপু শুধু একমাত্র আমাদের দেশেই সম্ভব। আপনার দেখা গুলো অনেক সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

জি ভাইয়া আমাদের দেশেই এটা সম্ভব । নিত্যপণ্যের দ্রব্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

জি আপু বর্তমানে এখন কাঁচায়মরিচের দাম খুব বেশি। আসলে আমাদের বাংলাদেশ সব কিছুর দাম খুবই বেড়ে যায়। কিছুদিন আগে আদার দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। আপনি আমার মতে ঠিক কাজ করেছেন এখন কাঁচামরিচ কিনেন নি যখন দাম কমবে তখন কিনবেন। আমিও যখন অতিরিক্ত দাম পড়ে তখন কোন কিছু কিনি না। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমরা সবাই যদি ৩-৪দিন কাঁচামরিচ কেনা বন্ধ করে দেই তাহলেই কমে যাবে।অনেক ধন্যবাদ।

 last year 

আপু আপনার টাইটেল পড়ে অনেক ভালো লাগলো। একদম ঠিক বলেছেন বাজারের হিরো এখন কাঁচা মরিচ। আমার মনে হয় যদি কাউকে বিয়ের দাওয়াত দেওয়া হয় তাহলে সে কাঁচা মরিচ উপহার হিসেবে নিয়ে যাবে। এমন গত বছর পেঁয়াজ নিয়ে হয়েছিল আর এখন কাঁচা মরিচ। এরপর মনে হয় রসুনের সিরিয়াল শুরু হবে হা হা হা। আমি তো কাঁচা মরিচ খাওয়া বাদই দিয়ে দিলাম। ধন্যবাদ

 last year 

একেক সময় একেক জিনিসের দাম বাড়ে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

এই কাঁচা মরিচ নিয়ে যা হচ্ছে আপু, জীবনটাই অতিস্ট হয়ে গেল। ঠিকই বলেছেন কাচামরিচ এখন বাজারের হিরো।

 last year 

জি আপু সবারই এক অবস্থা। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার টাইটেলের সাথে আমি একদম একমত বাজারের হিরো কাঁচা মরিচ। আসলে আমাদের এলাকাতেও গত দু একদিন ধরে 400 থেকে 1000 টাকা দরে বিক্রয় করা হচ্ছে কাঁচা মরিচ। আসলে বাজারে অনেক ঊর্ধ্বগতি জিনিসের দাম। ধন্যবাদ সময়োপযোগী এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

আসলে কাঁচামরিচের দাম এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এর জন্য তুলকালাম কান্ড হচ্ছে। এটা কিন্তু সত্যি যে কাঁচামরিচ এখন বাজারের হিরো। ভাগ্যিস আমরা কাঁচামরিচ গাছ রোপন করেছি আগে থেকে। না হলে যে কি হতো তা আল্লাহই জানে। আমরা প্রত্যেকদিন গাছ থেকে নিয়েই খেয়ে থাকি। আমি রান্না ও গাছের মরিচ দিয়ে করা হয়। দেখা যাক পরবর্তীতে এই মরিচের দাম নিয়ে কি হয়।

 last year 

বাড়ির পাশে খালি জায়গা থাকলে সবারই ৪-৫টি কাঁচামরিচ গাছ লাগানো উচিৎ। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আসলে এটার সাথে আমিও একমত হয়ে গিয়েছি এখন বাজারের হিরো কাঁচা মরিচ। অল্প কিছু কাঁচামরিচের দাম অনেক বেশি, যা শুনে আমি তো বাজার থেকে ফিরে এসেছিলাম একদিন। তবে আমার আম্মু আমাকে আগে বলতো কাঁচা মরিচ গাছ নিয়ে আসার জন্য। কারণ যে কোন সময় কাঁচামরিচেরও দাম বেড়ে যেতে পারে। যার কারনে আমি আগে কাঁচা মরিচ গাছ নিয়ে এসেছিলাম। আর সেগুলো আমাদের বাড়িতে রয়েছে, সেখান থেকেই খাওয়া হয় আমাদের কাঁচামরিচ। যার জন্য বেশি কেনা লাগে না।

 last year 

জি ভাইয়া সবারই তাদের বাড়ির পাশে খালি জায়গায় মরিচের গাছ লাগানো উচিৎ। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44