শীতকালীন প্রাকৃতিক দৃশ্য"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ ||১০% shy-fox এর জন্য

শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি

Polish_20220201_185925290.jpg

ক্যামেরা: Model : Nikon D5500
Lens : 70_300 VR

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

শীতকাল আসলেই প্রকৃতির অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। সারাবছরের প্রকৃতির রূপ আর শীতকালের প্রকৃতির রূপ অনেক আলাদা। 🏔আজকে আমি শীতকালের প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। যেখানে আমরা ফটোগ্রাফির মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবো।

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png

একটি খালে মাছরাঙ্গার খাবারের জন্য অপেক্ষা

DSC_2028 (1)-01-01.jpeg

DSC_2014-01-01.jpeg
ক্যামেরা: Model : Nikon D5500
Lens : 70_300 VR
লোকেশন: টাঙ্গাইল
https://w3w.co/bangers.needy.tribunals

আমার কাছে পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে মাছরাঙ্গা। এর থেকে সুন্দর পাখি আমি আর কখনো দেখিনি। আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে একটি খাল আছে। যেখানে বর্ষাকালে অনেক পানি থাকে। শীতকাল আসলেই প্রায় পানিশূন্য হয়ে পড়ে।এখানে ওখানে অল্প পরিমাণ পানি থাকে শীতকালে। মাছরাঙ্গা সাধারণত ছোট মাছ খায়। বর্ষাকালে এই পাখির খাবারের অভাব হয় না। শীতকাল আসলে খাল-বিলে যেরকম পানি শুকিয়ে যায়, মাছও সেরকম আর পাওয়া যায় না। খালের মধ্যে পাখিটি বসেছিল খাবারের অপেক্ষায়। যেহেতু এখানে সামান্য পরিমাণ পানি আছে।তাই পাখিটি অপেক্ষায় থাকে যদি মাছ পাওয়া যায়। অনেক সাবধানে আমি পাখিটির ছবি তুলে রাখলাম।



Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png

ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে ছুটে চলা

DSC_1129-01-01.jpeg
ক্যামেরা: Model : Nikon D5500
Lens : 70_300 VR
লোকেশন: টাঙ্গাইল
https://w3w.co/veterinary.absence.tidies

বর্ষাকালে যমুনা নদীতে অনেক পানি থাকে। শীতকাল আসলেই পানি কমে যায়,তখন চরের বাসিন্দাদের অনেক দূরে ঘুরে ঘুরে নৌকা নিয়ে যেতে হয়। কারণ চরের বাসিন্দাদের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এইসব নৌকা। আমার এসব নৌকায় চড়ার সৌভাগ্য হয়েছিল কয়েকবার, তখন তাদের কষ্টগুলো আমার চোখে পড়েছিল। শীতকাল আসলেই নদীতে অনেক চর জেগে ওঠে এবং পানি কমে যায় তার ফলে নৌকা নিয়ে অনেক দূরে ঘুরে ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। শীতের সকালে এই নৌকাটি নিয়ে একজন লোক ছুটে চলছে। নৌকার খুব কাছেই একটি চর দেখা যাচ্ছে এবং দূরে কুয়াশা। শীতকাল না থাকলে নদীর এত মাঝামাঝি জায়গায় কখনো যেতে পারতাম না।

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png




একজনের কৃষক ধানের চারা রোপণে ব্যস্ত

DSC_1792-01-01.jpeg
ক্যামেরা: Model : Nikon D5500
Lens : 70_300 VR
লোকেশন: টাঙ্গাইল
https://w3w.co/bangers.needy.tribunals

শীতের সকালে একজনের কৃষক ধানের চারা রোপণে ব্যস্ত। তার কাছে শীত যেন খুব তুচ্ছ ব্যাপার। শীতের সকালে আমরা যেখানে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। সেখানে কৃষক ঠান্ডা কাদামাখা জমিতে নেমে ধানের চারা রোপন করছে। প্রকৃতির কাছে জীবন বড়ই অসহায়।

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png




জেলেদের অলস সময় পার করা

DSC_1126-01-01.jpeg
ক্যামেরা: Model : Nikon D5500
Lens : 70_300 VR
লোকেশন: টাঙ্গাইল
https://w3w.co/veterinary.absence.tidies

নৌকার উপরে বসে একজন জেলে অলস সময় পার করতেছে,কারণ এখন যে শীতকাল নদীতে পানি কম যার ফলে মাছ এখন কম পাওয়া যায়। আমি গিয়েছিলাম যমুনা নদীতে নদীর পাড় থেকে এক কিলোমিটার হেঁটে নদীর ভিতরে যেতে হয়। সেখানে দেখলাম নৌকার উপর জেলে বসে আছে। তিনি বলেন নদীতে এখন মাছ পাওয়া যায় না শুষ্ক মৌসুম হওয়ার কারণে। অনেক সময় জীবিকার তাগিদে জাল ফেলে কিন্তু বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হয়। যেদিকে তাকাই শুধু বালুচর চোখে পড়ে। কিছু কিছু জায়গায় তো একেবারে শুকিয়ে গেছে। এই হচ্ছে শীতের প্রকৃতি এখান কার।

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png




শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া

DSC_1731-01-01.jpeg
ক্যামেরা: Model : Nikon D5500
Lens : 70_300 VR
লোকেশন: টাঙ্গাইল
https://w3w.co/flagging.quirks.sisterly

একজন কৃষক শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়ায় ব্যস্ত। শীতকালে যখন ধানের চারা রোপণের সময় হয়। তখন থেকে এসব শ্যালো মেশিনের শব্দ গ্রামে মুখরিত থাকে। সারারাত এসব মেশিনের শব্দ পাওয়া যায়। অনেকে আবার খুব ভোরে মেশিন চালিয়ে দেয় জমিতে পানি দেওয়ার জন্য। শীতের সময় শ্যালো মেশিনের পানি যেখানে পরে। সেখান থেকে এক ধরনের ধোঁয়া বের হয় দেখতে ভালই লাগে।

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png




সপরিবারে ধানের চারা উঠানোর দৃশ্য

IMG_20220130_122001-01-01.jpeg

IMG_20220130_120133~2-01.jpeg
মোবাইল ক্যামেরা:i99
লোকেশন: টাঙ্গাইল
https://w3w.co/factor.crewmember.bravado

পরিবারের সদস্যদের নিয়ে এখানে ধানের চারা উঠানো হচ্ছে। নারী-পুরুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ধানের চারা তুলতেছে। খুব সকালে তারা এ কাজ করতে নেমে যায়। কুয়াশা এবং ঠান্ডার মধ্যে নেমে পড়ে ধানের চারা উঠানোর জন্য। সপরিবারে ধানের চারা উঠানোর দৃশ্য শীতকাল ছাড়া চোখে পড়ে না।

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_50_05_GMT_06_00_2022~2.png

Logo_Maker_com.ist.logomaker_Tue_Feb_01_20_52_53_GMT_06_00_2022~2.png

শীতের প্রাকৃতিক দৃশ্য গুলো আসলেই অনেক সুন্দর হয়। আমার কাছে শীতকালে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। শীতকালের আবহাওয়া টা আমার কাছে অনেক চমৎকার। শীতকালে ঘুরে ঘুরে ফটোগ্রাফি করাটাও দারুন ব্যাপার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে অনেক ধন্যবাদ।

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

Sort:  
 3 years ago 

শীতকালের প্রকৃতির দৃশ্যের কিছু সুন্দর করা যায় আপনি করেছেন আপনি। মাছরাঙ্গা পাখির ছবি গুলো অনেক ভাল ছিল। অন্যান্য ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। সেইসঙ্গে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত করা লেখাও পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করলেন আজকে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। নদীর আর পাখির ফটোগ্রাফি টা তো একটু বেশি ভালো লাগলো। এমনিতেই প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর ভাবে তুলেছেন। প্রতিযোগিতার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

  • আপনার ফটোগুলো খুব চমৎকার হয়েছে। আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। আপনি খুব ভালো ছবি তুলতে পারেন তা আমার জানা ছিল না। ফটোগ্রাফির উপর আপনার দারুণ অভিজ্ঞতা রয়েছে তা আপনার ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য

 3 years ago 

দারুন বেশ কিছু ছবি দেখলাম 👌
বিশেষ করে মাছরাঙা পাখির ছবিগুলো অসাধারণ ছিল। ধান লাগানোর দৃশ্য অসাধারণ।
শুভ কামনা রইল 🥀
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌

তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমার জন্য শুভ কামনা রইল

এককথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর। আপনার করা শীতকালীন ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। সাথে উপস্থাপনা ও অনেক সুন্দর হয়েছে এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ভাইয়া,শীতের এই ফটোগ্রাফিগুলো বেশ ভালো লেগেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে প্রথমে যে মাছরাঙার ছবিটি দিলেন,সেটা৷ খুব সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে। অসাধারণ সবগুলো ফটোগ্রাফি।

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার শীতকালীন ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো তুলেছেন । আপনার তলা ফটোগ্রাফি গুলো দেখে মন জুড়ে যাইতেছে । তাছাড়া ফটোগ্রাফি গুলো পাশাপাশি বর্ণগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল

মনের মতো করে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করলেন। সাথে লাগিয়ে দিলে কথার ঝলকানি। দুইয়ে মিলে বাস্তব প্রকৃতি ফুটে উঠতে আর বাধা থাকল না। সুন্দর।

অনেক ধন্যবাদ ভাই আপনার অসাধারণ মন্তব্যের জন্য

স্বাগতম।

স্বাগতম।

 3 years ago 

খুব সুন্দর সুন্দর চিত্র উপস্থাপন করেছেন আপনি ভাই।প্রতিটা চিত্রই দারুন হয়েছে গুছিয়ে উপস্থাপন করেছেন।অগ্রিম শুভেচ্ছা।

আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62460.04
ETH 2435.03
USDT 1.00
SBD 2.65