মনপুরা ব্রিজে কাটানো🏝 সুন্দর একটি সকাল|| ১০% @shy-fox এর জন্য

আসসালামুয়ালাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আশা করি সকলেই অনেক ভাল আছেন আমিও অনেক ভালো আছি। এখন বাংলা অগ্রহায়ণ মাস এই সময় বৃষ্টি হয় না, রোদের তাপমাত্রা অনেক কম থাকে। রাতের বেলায় মোটামুটি শীত থাকে, এক কথায় আবহাওয়াটা অসাধারণ।

অনেকদিন হলো কোথাও ঘুরতে যাইনি। আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বিলের ধারে ব্রিজ আছে সেই ব্রিজের নাম হচ্ছে মনপুরা সেখানে বর্ষাকালে প্রচুর দর্শনার্থী ভিড় করে, সেখানকার মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি তাই খুব একটা বেশি আমরা সেখানে যাইনা।

তবে হঠাৎ করে মনে হল অনেকদিন সেখানে যাই না একটু ঘুরে আসলে কেমন হয়। তারপর সেখানে গেলাম সকাল দশটার সময়। যাওয়ার পর দেখলাম আগের মতন আর দর্শনার্থীদের ভীড় এখানে নেই সবকিছু শান্ত অনেক দূরে দূরে মানুষ দেখা যাচ্ছে। তারা তাদের জমিতে কাজ করা নিয়ে ব্যস্ত । ভাবলাম কয়েকটা ছবি তুলে রাখলে কেমন হয়। কয়েকটা ছবি তুলে রাখলাম। ফটোগ্রাফির প্রতি সবসময় আলাদা একটা নেশা কাজ করে।আমার অসম্ভব ভালো লাগে ফটোগ্রাফি করতে।

IMG_20211120_101522-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

IMG_20211120_101033-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

মনপুরা ব্রিজ

মনপুরা ব্রিজ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত। বর্ষাকালে যখন বিলে পানিতে থৈথৈ করে,তখন এই ব্রিজের নিচে অনেক পানি থাকে সেসময় দর্শনার্থীরা এখানে বেশি আসে। এই ব্রিজটা আশেপাশে মানুষের কাছে অনেক জনপ্রিয়। বর্ষাকালে মানুষ সময় পেলে এখানে বিলের সৌন্দর্য উপভোগ করতে আসে।




IMG_20211120_100511-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

মনপুরা ব্রিজের সংযোগ সড়ক

এই রাস্তাদিয়ে মনপুরা ব্রিজে যাতায়াত করা হয়। বর্ষাকালে যখন চারদিকে পানি থাকে তখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগে।




IMG_20211120_100546-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

ব্রিজের উপরিভাগ

এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই এর ব্রিজ এর আশেপাশে পানি নেই। এখন আর দর্শনার্থীদের ভিড় নেই।বর্ষাকাল এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় করে। তখন দিনের বেশিরভাগ সময়ে ব্রিজের উপরে কোলাহলপূর্ণ থাকে।

সামাজিক কোনো অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবের সময় এখানে দর্শনার্থী বেড়ে যায় কয়েক গুণ।এখানে আসার উদ্দেশ্য হল নৌকা নিয়ে একটু ঘুরাঘুরি।




IMG_20211120_101123-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

IMG_20211120_100904-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

নৌকা

বর্ষাকালে দর্শনার্থীরা এই সমস্ত নৌকা দিয়ে ঘোরাঘুরি করে থাকে। যেহেতু মনপুরা ব্রিজ বিলের এক কোনায় অবস্থিত।তাই বর্ষাকালে বিল যখন পানিতে থই থই করে তখন প্রচুর পরিমাণে নৌকা চলাচল করে দর্শনার্থীদের নিয়ে।





IMG_20211120_101340-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

IMG_20211120_101334-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

বৃদ্ধ চাচা জমিতে কাজ করতেছে

ব্রিজের নিচে গেলাম হঠাৎ করে চোখ পড়ল একজন বৃদ্ধ লোক জমিতে কাজ করতেছে।কাছে গেলাম দেখলাম একটি মইয়ের উপর কোদাল রেখে জমি সমান করতেছে।এই জমিতে চাচা ধানের চারা ফেলবে।

চাচার সাথে কিছুক্ষণ কথা বললাম তার কথা বলার মধ্যে অনেক সরলতা প্রকাশ পেল,আন্তরিকতা নিয়ে চাচা কথা বলল। তিনি বললেন এবার এখানে পানি বেশি দিন থাকার কারণে ধান চাষ করতে পারেননি। শেষে চাচার কয়েকটা ছবি তুলে রেখে দিলাম, কাজ করার মুহূর্তে।




IMG_20211120_104825-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan

পানির অভাবে ফেটে যাওয়া জমি

বছরের বেশিরভাগ সময় এখানে পানি থাকার পরও শুষ্ক মৌসুমের জমিগুলো ফেটে গেছে। মেশিন দিয়ে পানি সেচ দিয়ে এখানে ধান চাষ করা হবে। প্রকৃতি কতটা নির্দয় যখন থাকে অনেক পানি থাকে আর যখন থাকে না মাটি ফেটে যায়। তারপরও বলবো প্রকৃতি সবসময় সুন্দর।





IMG_20211120_111706-01.jpeg
https://w3w.co/cathode.tackled.suntan




🏞এখানে এসে সময়টা অনেক ভালো কাটলো আমার। প্রাকৃতিক পরিবেশ সবসময় সুন্দর হয় আর যদি সেটা তাকে অত্যন্ত নিরিবিলি তাহলে তো কথাই নেই। প্রকৃতি প্রতিনিয়ত তার রূপ বদলায় কিন্তু সৌন্দর্য সব সময় ধরে রাখে বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যে একরকম শীতকালে আরেকরকম এটাই হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড় ম্যাজিক। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে।💗

লোকেশন: টাঙ্গাইল
মোবাইল ক্যামেরা: i99
ফটোগ্রাফার: @selimreza1

🌺ধন্যবাদ সবাইকে🌸

Sort:  
 2 years ago 

ওয়াও কি দারুণ জায়গা😍
মনপুরা ব্রিজে কাটানো মূহুর্ত গুলো অসাধারণ ছিলো।
আমার কাছে এমন গ্রাম গুলো খুব ভালো লাগে। এইসব গ্রামের পরিবেশে সময় কাটালে শরীল ও মন দুটোই খুব ভালো হয়েছে যায়।
প্রাকৃতি তো আল্লাহ তায়ালার দেওয়া নেয়ামত।

অনেক ধন্যবাদ ভাইয়া এতো মনমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64223.84
ETH 3158.34
USDT 1.00
SBD 4.29