যমুনা নদীর মরুভূমি|| ১০% shy-fox এর জন‍্য

যমুনা নদীর মরুভূমি

Polish_20220313_212153280.jpg

এখন শুষ্ক মৌসুম বেশিরভাগ নদীগুলো এখন প্রায় পানি শূন্যতায় ভুগতেছে। আজ ভাবলাম একটু যমুনা নদীতে গিয়ে ঘুরে আসি। মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হলাম। বেলা ৩ টার সময় নদীর ধারে এসে পৌছালাম। নদীর পাড়ে আসামাত্র চোখে পড়ল অনেক দূরে পানি আশেপাশের সব বালুচর পড়ে আছে। মোটরসাইকেলটি পরিচিত একজনের বাড়িতে রেখে আসলাম। তারপর নদীর পাড় ঘেঁষে হাটতে থাকলাম।

IMG_20220313_160549-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

IMG_20220313_160445-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

প্রথমেই চোখে পরলো বালুচরে বাদাম চাষ করা হয়েছে, অনেক ভালো বাদাম হয় এখানে। এখানকার বালুচর দেখে মনে হচ্ছে কোন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি যেদিকে তাকাই শুধু বালুচর। হাঁটার সময় পা গুলো ডেবে যাচ্ছিল। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে পানির কাছে পৌছালাম, পরিস্কার পানি এখানে। অনেক দূরে দূরে নৌকা দেখা যাচ্ছিল ছোট ছোট নৌকা দিয়ে চরাঞ্চলের মানুষ এক পাড় থেকে আরেক পড়ে যায়।

IMG_20220313_163725-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_163008-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

IMG_20220313_162958-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

IMG_20220313_165428-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই একটি নৌকা এসে পৌঁছালো। কয়েকজন যাত্রী নামলো, সেখানে মহিলা যাত্রী ও ছিল কয়েকজন। নৌকা থেকে নেমে তারা প্রায় এক কিলোমিটার মতন বালির উপর দিয়ে হেঁটে নদীর পাড়ে পৌঁছাবে। এটা ভীষণ কষ্টের কাজ কিন্তু এটাই তাদের জীবনের রুটিন। দেখলাম অনেকে মাথায় বস্তা নিয়ে বালু চোরের উপর দিয়ে হেটে যাচ্ছে। যেখানে একজন খালি মানুষেরে যাওয়া অনেক কষ্টের। আমরা নদীতে আসি সময় কাটানোর জন্য উপভোগ করতে কিন্তু নদীপাড়ের মানুষের সত্যিই অনেক কষ্ট। যেটা আমরা কখনো উপলব্ধি করতে পারবোনা। নদীর পানির ঢেউ গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর হাতে ছোট একটি লাঠি নিয়ে আমার বাংলা ব্লগ লেখলাম। মাঝে মাঝে পানির ঢেউ এসে আমার লেখাটা মুছে দিয়ে যাচ্ছিল। তারপর আবার লিখলাম এবং ছবি তুলে রাখলাম এটা স্মৃতি হয়ে থাকবে।

IMG_20220313_163355-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_162018-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_163131-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

তারপর আবার হাঁটা শুরু করলাম এবার দেখা গেল কিছু নৌকা পানিতে ডুবিয়ে রাখা হয়েছে সামনে বর্ষকাল আসলে এগুলো তুলে ফেলা হবে। হঠাৎ চোখে পরলো বালির মধ্যে একটি গর্ত করা,গর্তটি তিন ফিট এর মত গভীর হবে ভিতরে অনেক স্বচ্ছ পানি। এসব চরাঞ্চলে যারা কাজ করতে আসে অনেকেই এরকম গর্ত করে রাখে এবং সেখানে যে পানি জমা হয় সেই পানি খাওয়া যায়। আমারও খুব ইচ্ছে করলো এরকম একটি গর্ত করে রাখি এবং কিছুক্ষণ পরে সেখান থেকে যে পানি বের হবে সেটা খাব।কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আর হয়ে উঠলো না।

IMG_20220313_164911-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_164549-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_164423-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_163549-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_163545-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

রোদের আলোয় বালুচর গুলো চকচক করতেছে। মাঝে মাঝে মনে হচ্ছে সত্যিই মরুভূমিতে হেঁটে যাচ্ছি।কিছু কিছু জায়গায় দেখলাম অনেক শেওলা জমে আছে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে।এই নদীর স্বচ্ছ পানি আমাকে অনেক মুগ্ধ করেছে আয়নার মত চকচক করতেছে। বিকেল পর্যন্ত নদীতে ঘুরে ঘুরে অনেক ভালো সময় পার করলাম।

IMG_20220313_164801-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_165846-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_164854-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility
IMG_20220313_162223-01.jpeg
https://w3w.co/harvesting.qualifications.credibility

নদীর সৌন্দর্য আমাকে সবসময়ই আবেগপ্রবণ করে তোলে। বিশেষ করে যখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত হয়। প্রকৃতি একক সময়ে একেক রকম রূপ ধারণ করে, শুষ্ক মৌসুমে নদীর এক রূপ আর বর্ষাকালে আরেক রূপ। আমার কাছে শুষ্ক মৌসুমে নদীর সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে। বর্ষাকালে নদী অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, অনেকের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায়। এটা আমাকে খুব কষ্ট দেয়। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে অনেক ধন্যবাদ

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

ফটোগ্রাফার : @selimreza1
মোবাইল ক্যামেরা :i99
লোকেশন:টাঙ্গাইল https://w3w.co/harvesting.qualifications.credibility

আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

Sort:  
 2 years ago 

এমন ছবি গুলো হয়তো অনেকেরই ভালো লাগে না কিন্তু আমার কাছে এ ধরনের সৌন্দর্য ভীষন আকর্ষন করে। আমিও আপনার মত সময় পেলে নদীর তীরে চলে যাই। বিভিন্ন ঋতুতে নদীর এই যে বিভিন্ন রূপ তা সত্যিই চমৎকার। দারুন কিছু ছবি শেয়ার করেছেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

নদীর চিরচেনা ঐশ্বরিক রূপ দেখে মনটা ভরে গেল। তবে মনে হচ্ছে নদীতে মনে হয় এই সময় একটু পানি কম আছে। আর নদীর মরুভূমিতে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখে বোঝাই যাচ্ছে। বেশ ভালো লাগলো আপনার উপস্থাপনা দেখে।

যমুনা নদীর মরুভূমি সম্পর্কে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লাগলো পোস্টটি পরে। সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে সত‍্যি অবাক হয়ে গেলাম। এই ধরনের দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে আমার। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভকামনা আপনার জন‍্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32