নার্সারিতে 🥀ঘুরতে যাওয়া🌹 এবং🌼 কিছু অভিজ্ঞতা|| ১০% @shy-fox এর জন্য

আসসালামু আলাইকুম

IMG_20211124_123119-01.jpeg

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আশা করি সকলেই অনেক ভাল আছেন আমিও অনেক ভালো আছি। এখন শীতকাল শীতের সকাল থাকে কুয়াশায় আচ্ছন্ন, রোদের তীব্রতা থাকে অনেক কম,রাতে থাকে কনকনে শীত তারপরও শীতকাল আমার অনেক ভালো লাগে।

বিশেষ করে রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর কি যে মজা। সকাল যখন ১০ টা৩০ মিনিট তখন রওনা দিলাম একটি নার্সারির উদ্দেশ্যে কয়েকটা পেঁপের গাছের চারা কিনব।

এগারোটার সময় নার্সারিতে পৌছাই আমার বাড়িতে আমার ছোট্ট একটি ফল এবং ফুলের বাগান আছে।নার্সারিতে বিভিন্ন রকমের গাছপালা দেখে অনেক ভালো লাগে বিশেষ করে ফুল গাছগুলো দেখে। সময় পেলেই মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে যাই।

IMG_20211124_123509-01.jpeg

IMG_20211124_121130-01.jpeg

এই নার্সারি টি কিছুদিন আগে অন্য জায়গায় ছিল।সেখান থেকে ৫০০ মিটার দূরে স্থানান্তরিত করা হয়েছে। এই নার্সারির মালিক হচ্ছে আনোয়ার কাকা।

তিনি অত্যন্ত ভালো মানুষ। নার্সারিতে যাওয়ার সাথে সাথে তিনি তাঁর নার্সারি খুব ভালভাবে ঘুরে দেখালেন এবং বিভিন্ন গাছের চারা সম্পর্কে আমাদের বললেন। চাচার অনুমতি নিয়ে নার্সারির বিভিন্ন গাছের ছবি তুলতে লাগলাম।




পেঁপের চারা

IMG_20211124_121217-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

যেহেতু আজকে পেঁপের চারা নেওয়া আমাদের প্রধান উদ্দেশ্য। তিনি আমাদের বললেন এখানে দুই ধরনের পেঁপের চারা আছে একটা দেশি জাতের আরেকটা হচ্ছে টপ লেডি।

এই জাতের পেঁপে অনেক মিষ্টি হয়ে থাকে চাচার কাছ থেকে পাঁচটা টপ লেডি জাতের পেঁপের চারা নিলাম। তারপর পাঁচটা দেশি জাতের চারা নিলাম।




গোলাপ ফুলের চারা

IMG_20211124_123146-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

IMG_20211124_121330-01.jpeg

IMG_20211124_123238-01.jpeg

IMG_20211124_123103-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

নার্সারিতে বিভিন্ন রঙের গোলাপের চারা আছে যেমন সাদা গোলাপ, লাল গোলাপ, গোলাপি গোলাপ,কালো গোলাপ ইত্যাদি। আমার কাছে সাদা গোলাপ অনেক ভালো লাগে।

কিছু কিছু চারা গাছে গোলাপ ফুটে রয়েছে। কয়েকটি গাছে গোলাপ ফুটে ঝরে পরছে পাপড়িগুলো অনেক সুন্দর লাগতেছে।




লেবুর চারা

IMG_20211124_121406.jpg
https://w3w.co/asthma.hitless.alive

IMG_20211124_121424.jpg
https://w3w.co/asthma.hitless.alive

এখানে দেশি জাতের এবং বারোমাসি জাতের লেবুর রয়েছে । আমি এখান থেকে একটি বারো মাসের জাতের লেবু নিয়েছি।





IMG_20211124_123430-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

অ্যালোভেরা গাছ

এই গাছের ঔষধি গুণ অনেক।সারাবিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে অ্যালোভেরা গাছের।




IMG_20211124_123414-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

ড্রাগন ফল গাছের চারা।

ডাগন ফল আমাদের টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।




IMG_20211124_123019-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

বেলি ফুল গাছ



IMG_20211124_122335-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

ক্যাপসিকাম গাছের চারা।

ক্যাপসিকাম বাংলাদেশে অনেকেই ইদানিং শখের বসে চাষ করে থাকে।বাণিজ্যিকভাবেও মোটামুটি কিছু জায়গায় চাষ হচ্ছে।




IMG_20211124_122811-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

গাঁদা ফুল গাছ।

আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন দিবসের সময় এই গাঁদা ফুলের চাহিদা অনেক।




IMG_20211124_123227-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

পাতাবাহার গাছ



IMG_20211124_122904-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

চারার পরিচর্যা কাজে ব্যস্ত একজন বৃদ্ধ লোক




IMG_20211124_124046-01.jpeg
https://w3w.co/asthma.hitless.alive

বিভিন্ন প্রজাতির অন্যান্য গাছ।





IMG_20211124_120929-01.jpeg

এই নার্সারিতে আরো অনেক প্রজাতির গাছ রয়েছে যেগুলোর নাম আমি জানিনা। এখানে বিভিন্ন ফলের চারা রয়েছে যেমন আম,লিচু,কাঠাল, আমরা ইত্যাদি। নার্সারিতে এসে যখন বিভিন্ন ফুল দেখতে পাই তখন মনটা সত্যি আনন্দে ভরে উঠে। বিশেষ করে বিভিন্ন রঙের গোলাপ ফুল। আমার বাড়িতে কিছু ফুলের গাছ লাগিয়েছি। এখানে এসে দেখলাম তারা কিভাবে চারা উৎপাদন করে। অনেক সুন্দর একটা সময় কাটল এখানে এসে। বাসায় ফেরার সময় কয়েকটি পেঁপের চারা এবং একটি বারোমাসি লেবুর চারা নিয়ে যাচ্ছি। এই নার্সারিতে নতুন অনেকগুলো ফুলের চারা লাগানো হয়েছে সেগুলো হয়তো এক দেড় মাস পরে ফুল ফুটবে।তখন হয়তো আরও একবার এখানে আসতে পারি। প্রাকৃতিক পরিবেশের সবসময় আমি প্রেমে পড়ে যাই এবারও তার ব্যতিক্রম নয়। যাবার সময় ভাবলাম যদি এই ফুলের বাগানটা আমার রাড়িতে থাকতো কতই না ভাল লাগত। চেষ্টা করব সুন্দর একটা ফুলের বাগান তৈরি করার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে অনেক ধন্যবাদ।

লোকেশন: টাঙ্গাইল
মোবাইল ক্যামেরা: i99
ফটোগ্রাফার: @selimreza1

💗Thanks everybody💗

Sort:  
 3 years ago 

আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে ফুলগুলো আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফিটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38