নাটক রিভিউ : তেল বাবা || ১০% shy-fox এর জন‍্য

আসসালামু আলাইকুম।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নাটক রিভিউ শেয়ার করব।আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে তেল বাবা।নাটকটি আমি অনেকবার দেখেছি।আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে

Screenshot_20220126-230805.png

💖নাটকের সংক্ষিপ্ত কিছু তথ্য 💖

নাটকতেল বাবা
পরিচালকমিলন ভট্টাচার্য
সম্পাদনাএম জাহাঙ্গীর হোসেন, ফজলে রাব্বী মল্লিক
অভিনয়েচঞ্চল চৌধুরী, ফারুক আহমেদ, হিমে হাফিজ, শিহাব পারভেজ, চৈতি।
চিএগ্রহনএস আর নাহিদ
দেশবাংলাদেশ।
ধরনকমেডি, শিক্ষা মূলক।
মুক্তির তারিখ১৯ মার্চ ২০১৭।
দৈর্ঘ্য৪৪ মিনিট।
রিভিউ@selimreza1

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

💖নাটকের কাহিনী 💖

নাটকটিতে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন শরীফ চরিত্রে আর চৈতি অভিনয় করেছেন নিশি চরিত্রে। শরীফ সহ ৪ জন মিলে একটি প্রতারক চক্র গঠন করে। তাদের কাজ হলো মানুষের সাথে প্রতারণা করে অর্থ উপার্জন করা। নাটকের শুরুতে দেখা যায়,তারা একজন জমির মালিক কে বোকা বানিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।

Screenshot_20220126-230906.png

শরিফ জমির মালিকের সাথে চুক্তি করে নির্দিষ্ট দামে জমি বিক্রি করে দিতে পারলে তাকে এক লক্ষ টাকা দিবে।শরীফ ফারুক আহমেদকে জমির ক্রেতা সাজিয়ে নিয়ে এসে দাম দর ঠিক করে 50 হাজার টাকা অগ্রিম দিয়ে যায়।এদিকে শরীফ জমির মালিকের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে নেয় এভাবেই তাদের প্রতারণা চলতে থাকে। এর আগে তারা একটি মোটরসাইকেল ও প্রতারণার মাধ্যমে ভাগিয়ে নেয়। রাতের আধারে শরীফ ফারুক আহমেদ এবং শিহাব পারভেজ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। হিমে হাফিজ মোটরসাইকেল নিয়ে একা চলে যায় বিক্রি করার জন্য। এদিকে শরীফকে পীর বাবা সাজিয়ে আরেক গ্রামে নিয়ে যাওয়া হয়।

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

Screenshot_20220126-230939.png

সেখানে নিশিদের বাড়িতে প্রথমে আশ্রয় নেয় এবং সেখানে ঘাঁটি গেড়ে বসে। পরের দিন থেকে নিশির মা সারা গ্রাম প্রচার করতে থাকে। তার বাড়িতে বড় পীর বাবা এসেছে গ্রামের অসুস্থ মানুষের চিকিৎসা করবেন। এভাবে অনেকদূর এলাকা পর্যন্ত খবর ছড়িয়ে পড়ে এবং রোগী আসতে থাকে। পীর বাবার আস্থা অর্জনের জন্য হিমে হাফিজ মোটরসাইকেল বিক্রি করে পঙ্গু রোগী সেজে আসে।

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

Screenshot_20220126-231014.png

তারপর শরিফ তেলপড়া দিলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, এটা দেখার পর উপস্থিত জনতা সবাই অবাক হয়ে যায়।এভাবেই ধীরে ধীরে মানুষের সমাগম বাড়তে থাকে। এদিকে শরীফের আবার নিশিকে পছন্দ হয়ে যায়। তাকে পাওয়ার জন্য অন্যরকম একটি উপায় বের করে সেটাও কাজে লেগে যায়।

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

Screenshot_20220126-231038.png

সবকিছু মিলে তাদের উপার্জনও ভালো হচ্ছিল, সবকিছু ঠিকঠাক চলতেছিল কিন্তু হঠাৎ একদিন গৌধূলী নামের দশ-বার বছরের একটি মেয়ে আসে শরীফের কাছে তেল পড়া নেওয়ার জন্য।মেয়েটির মা পীর বাবাকে জানায় তার মেয়ের ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে সে আর বাঁচবে না এই কথা শোনার পর শরীফ এর ভিতরে এক ধরনের নাড়া দেয়। তারপর শরিফ বলে আপনার মেয়ের চিকিৎসা আজকে হবে না। সেদিন আর কারো চিকিৎসা তিনি করেননি। তারপর থেকে শরীফ আর কোনোভাবেই প্রতারণা করার সাহস পাচ্ছিলেন না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল।

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

Screenshot_20220126-231117.png

শরিফ সিদ্ধান্ত নেয় এসব আর করবে না তার সহযোগীদের ভোর হওয়ার আগে গ্রাম ছেড়ে চলে যেতে বলে এদিকে গোধূলি ও মারা যায়। ভোরবেলা শরীফ গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে নিশিকে সব ঘটনা খুলে বলে। কিছু টাকা নিশির হাতে দিয়ে যায় গোধূলির মাকে দিয়ে দেওয়ার জন্য। শরিফ জীবনে আর কোনদিন সে মানুষের সাথে প্রতারণা করবে না।

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

নাটকটি থেকে শিক্ষা:

এই নাটকটি দেখে আমার যেটা মনে হয়েছে মানুষের সাথে প্রতারনা কখনো করা ঠিক নয়।আমাদের দেশে এরকম প্রতারণা বেড়েই চলেছে।দেশের আনাচে-কানাচে এরকম ভণ্ডপীরের অভাব নেই। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বিবেককে জাগ্রত করতে হবে। অন্যায় করে কখনো মানুষ শান্তিতে থাকতে পারে না।

ব্যক্তিগত মতামত:

নাটকটি দেখে খুব মজা পেয়েছি কিন্তু শেষ দিকে এসে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এই নাটকটি আমাদের যতটুকু বিনোদন দিবে ঠিক ততটুকু সচেতনতা বাড়াবে। নাটকটিতে বর্তমান সমাজের প্রতারণার একটি বিষয় খুব ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে।

ব্যক্তিগত রেটিং: ১০% /৯.৭%

Logo_Maker_com.ist.logomaker_Wed_Jan_26_23_03_39_GMT_06_00_2022~2.png

আমি ছবিগুলোর স্ক্রিনশট এখান থেকে নিয়েছি

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

এই নাটকটি এখনো দেখা হয় নাই। কিন্তু আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটক টা মজার নাটক। আশা করি কিছু দিনের মাধ্যেই নাটকটি দেখবো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাই

প্রথমেই বলতে চাই চঞ্চল চৌধুরী আমার প্রিয় একজন অভিনেতা। প্রথম প্রথম আমি তার নাটক দেখতামনা। কিন্তু আয়নাবাজি ফিল্ম টি দেখার পর আমি তার ভক্ত হয়ে গেছি।তার প্রতিটি কথা আমার অনেক ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর করে নাটকটা রিভিউ করেছেন যে আমার কাছে অনেক ভালো লেগেছে। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার রিভিউ করা নাটকটা কখনো দেখি নেই। তবে সবার প্রথম নাটকটার নাম শুনে মনে হইতেছে অনেক মজার নাটক। আপনার নাটক রিভিউ পড়ে আরো ভালো লাগলো। এমন ভাবে রিভিউ করেছেন যে নাটককের সবকিছু সংক্ষিপ্ত আকারে প্রকাশ পেয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো

হ্যাঁ ভাই নাটকটা অনেক মজার। অনেক ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

আমাদের পরবর্তী প্রজন্ম বলবে হ‍্যা আমাদের একজন চঞ্চল চৌধুরী এবং একজন ফারুক আহমেদ ছিল

নাটকটা আমি দেখেছি বেশ কয়েকবার দেখেছি। এটা একটা শিক্ষামুলক নাটক ছিল। আসলে মানুষ যতই বাটপারি করুক কেউ কখনই চাইনা কোনো বাচ্চার জীবন নিয়ে বাটপারি বা ব‍্যবসা করতে।

সেই সাথে নাটকটার রিভিউ টা অনেক ভালো ছিল।

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 
  • তেল বাবা নাটক আমি দেখেছি। এ নাটকটি মূলত ভন্ড বাবাদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। এ নাটকে আমাদের জন্য অনেক শিক্ষানীয় বিষয় রয়েছে। আমরা অল্পতেই সকলকে বিশ্বাস করে ফেলে। যার কারণে আমরা প্রতিটা পদে পদে অনেক ধোকা খাই। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে নাটকটি রিভিউ করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

নাটক টি আমি দেখিনি তবে আপনার নাটকের রিভিউ পোস্ট পড়ে অনেক টা দেখার মতো হয়ে গেলো।তেল বাবা নাটক টি একটি শিক্ষা মূল্যক নাটক। সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42