আলু দিয়ে দেশি মুরগির রেসিপি|| ১০% shy-fox এর জন্য

আমার বাংলা ব্লগের সকল বন্ধুগণ আশা করি সবাই অনেক ভাল আছেন ।আমার মাতৃভাষা ব্লগে আজকে একটি রেসিপি শেয়ার করব।

দেশি জাতের যেকোনো জিনিস খেতে অনেক সুস্বাদু। মুরগির মাংস আমাদের সকলেরই অনেক প্রিয়। আমাদের দেশে যে কয়েক প্রজাতির মুরগি পাওয়া যায়,তার মধ্যে দেশি জাতের মুরগির মাংস বেশি সুস্বাদু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির রেসিপি।

Polish_20220108_192358013.jpg



আলু দিয়ে দেশি মুরগি রান্না

এই রেসিপিটি তৈরি করার পুরো প্রক্রিয়া আমি পর্যায়ক্রমে নিচে তুলে ধরব।



🥣 রান্নার প্রয়োজনীয় উপকরণ🥣

উপকরণ:

  • দেশি মুরগি
  • আলু
  • পেয়াজ
  • কাঁচা মরিচ
  • আদা
  • রসুন
  • দারুচিনি
  • সাদা এলাচ
  • লবঙ্গ
  • গোলমরিচ
  • তেজপাতা
  • হলুদ গুড়া
  • শুকনো মরিচগুঁড়া
  • জিরা বাটা
  • ধনিয়া গুড়া
  • লবণ
  • সয়াবিন তেল



প্রক্রিয়া - ০১

IMG_20220108_093648-01.jpeg

IMG_20220108_142348.jpg

প্রথমে আমি একটি দেশি মুরগি নিয়েছি। তারপর চামড়া ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি।

Photo_1641655132590~2.png

প্রক্রিয়া - ০২

IMG_20220108_162934.jpg

IMG_20220108_162837.jpg

IMG_20220108_142508.jpg

এখানে পেঁয়াজ, আদা, জিরা এবং রসুন পাটায় বেটে নিয়েছি। বাটা মসলার রেসিপি সবসময় অনেক সুস্বাদু হয়। অল্প পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েকটি কাঁচা মরিচ কেটে নিয়েছি।

Photo_1641655132590~2.png

প্রক্রিয়া - ০৩

IMG_20220108_163410.jpg

IMG_20220108_163529.jpg

IMG_20220108_163619.jpg

IMG_20220108_163601.jpg

এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম।তেল একটু গরম হওয়ার পর সাদা এলাচ,দারুচিনি এবং তেজপাতা দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ভাজতে থাকলাম। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব।

Photo_1641655132590~2.png

প্রক্রিয়া - ০৪

IMG_20220108_164119.jpg

IMG_20220108_164256.jpg

IMG_20220108_164410-01.jpeg

IMG_20220108_165049.jpg

IMG_20220108_165201.jpg

এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর অন্যান্য সব মসলা দিয়ে কষাতে থাকবো। চুলের হিট অবশ্যই কমিয়ে রাখতে হবে। মসলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে এবার মুরগির মাংস দিয়ে দিব এবং কষাতে থাকবো। তরকারির স্বাদ নির্ভর করে সাধারণত কষানোর উপরে।

Photo_1641655132590~2.png

প্রক্রিয়া - ০৫

IMG_20220108_165357.jpg

IMG_20220108_165201.jpg

IMG_20220108_171022.jpg

IMG_20220108_170944.jpg

IMG_20220108_171558.jpg

মাংস কষানো হয়ে গেলে এবার আলু দিয়ে দিব।আলু দেওয়ার পর আরো কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দেবো। এবার চুলার হিট বাড়িয়ে দেব,কিছুক্ষণ পর দেখে নিতে হবে ঝাল-লবণ ঠিক আছে কিনা।

Photo_1641655132590~2.png

প্রক্রিয়া - ০৬

IMG_20220108_173520.jpg

IMG_20220108_190438-01.jpeg

অনেকক্ষণ জ্বাল দেওয়ার পর যখন ঝোলের পরিমাণ কমে আসবে তখন নামিয়ে ফেলবো। যারা ঝোল কম খেতে চান তারা পানির পরিমাণ খুবই কম দিবেন।

Photo_1641655132590~2.png

IMG_20220108_190335-01.jpeg

তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে দেশী মুরগী রান্নার রেসিপি। এই রেসিপিটি মাটির চুলায় রান্না করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাংলা ব্লগ কম্মুনিটি সবাইকে অনেক ধন্যবাদ।



💗💚🌹🌹❤💕🌹💐💗💚💕🌸🌸💐



আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

Sort:  
 3 years ago 

আলু দিয়ে দেশি মুরগির মাংস ভুনা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। ভাইয়া আপনি অনেক সুন্দর করে আপনার রেসিপির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আলু দিয়ে দেশি মুরগির মাংস ভুনা খেতে সুস্বাদু হয়েছে। দেখতেও খুবই লোভনীয় লাগছে। অনেক মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য

 3 years ago 

আলু দিয়ে দেশি মুরগি রেসিপি খুব সুন্দর হয়েছে ।দেশি মুরগির মাংস আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি সম্পন্ন করেছেন। দেখেই তো খেতে ইচ্ছা করছে। আপনি দারুণভাবে রেসিপি পুরো প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

দেশি মুরগি আমার খুব প্রিয়।আপনি দারুন একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।আমার সবথেকে ভালো লাগে কষা কষা মাংস খেতে। এবং রান্নাটি দেখে বোঝাই যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

দেশি মুরগি আমারও অনেক প্রিয়। অনেক ধন্যবাদ আপু

ওয়াও ভাই আপনার এই রেসিপি টা অনেক সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। আর আপনি প্রত্যেকটি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই

 3 years ago 

আলু দিয়ে দেশি মুরগির ঝোল করেছেন খুবই দারুন আর জনপ্রিয় একটি রেসিপি উপস্থাপন করেছেন আপনি।আপনার জন্য শুভ কামনা রইলো।

অনেক ধন্যবাদ

 3 years ago 

দেশি মুরগির মাংসের ভুনা খেতে আমার ভিশন ভালো লাগে। আজকে আপনার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে আলু দিয়ে দেশি মুরগির রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে আপনার জন্য শুভকামনা রইলো

চলে আসেন ভাই। দেশি মুরগি রান্না করে খাওয়াবো।

 3 years ago 

দেশি মুরগি খেতে খুবই সুস্বাদু হয়। তাছাড়া আপনি এটি আলু দিয়ে রান্না করেছেন দেখে মনে হচ্ছে যে খুব মজাদার হয়েছে । তাছাড়া রান্নার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে যে আপনাদের রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

দেশি মুরগীর স্বাদই আলাদা। আপনার আলু দিয়ে রান্না করা দেশি মুরগীর তরকারীর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে খেতে ইচ্ছে করছে। তরকারি রান্না করার পদ্ধতিগুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

মুরগির মাংস আলাদা একটা স্বাদ পাওয়া যায়। আসলেই খেতে অসাধারণ লাগে। তাও যদি হয় আলুর সাথে ভালো সংমিশ্রন ঘটে।আপনি দারুন ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনারা রান্নার ধরনটি খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

লোভনীয় রেসিপি 😋
আহ্ কতদিন যে দেশি মুরগি খাইনা 😋
ঢাকা শহরে তো লাল কক মুরগিরে দেশি বলে চালিয়ে দেয়‌। যাক এই সুস্বাদু রেসিপি দেখে বেশ জোরে খিদে পেয়ে গেলো 😋
একদিন চলে যাবো তোমার বাড়ি।
খুব ভালো ছিল পোস্ট সাজানো।
তুমি ধীরে ধীরে উন্নতি করছো।
শুভ কামনা সবসময়ই রয়েছে এগিয়ে যাও ✨

চলে আসো বন্ধু আমাদের এখানে অনেক দেশি মুরগি পাওয়া যায়। ধন্যবাদ বন্ধু তোমার সুন্দর মতামতের জন্য।তোমার অনুপ্রেরণা পেলে কাজ করার অনেক আগ্রহ পাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39