ভালোবাসার অপরূপ নিদর্শন ফুল

স্বাগতম @steem-for-future

আসসালামুআলাইকুম বন্ধুরা। শুভ সকাল। প্রতিদিনের মত আজকেও সবাই ভাল আছেন নিশ্চয়ই। আমিও আজ অনেক বেশি ভালো আছি।বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার অতীব ভালোলাগা এবং ভালোবাসার একটি বস্তু নিয়ে। আহা ঠিকই ধরেছেন!!!

ফুল

ফুল একটি ভালোবাসার অপরূপ নিদর্শন।পৃথিবীতে ফুল ভালবাসেনা এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধনী গরিব ছোট বড় বৃদ্ধ সবাই খুব ভালোবাসে।

জেফুল ভালবাসেনা সে মানুষ হত্যা করতে পারে। সুতরাং ফুল আমাদের পবিত্র তাকে রক্ষা করে এবং আমাদের ভালবাসতে শেখায়।

পৃথিবীতে শত শত রঙের ফুলের দেখা মেলে।লাল নীল সবুজ হলুদ গোলাপি আরো নাম না জানা অনেক ফুলের রং রয়েছে আমাদের পৃথিবীতে।

তাই ফুলকে ভালোবাসা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য
20210701_082433.jpg

ফুল আমাদের ভালবাসতে শেখায় এবং পবিত্র হতে শেখায়। ফুল আমাদের পবিত্রতা রক্ষা করতে সাহায্য করে।পৃথিবীতে শত শত ধরনের ফুলের সমারোহ থাকলেও বাংলাদেশের সবথেকে সুন্দর মনে করবো আপনি দেখতে পাবেন।

20210701_082441.jpg

ফুলের বিভিন্ন প্রকার ব্যবহার

ফুল আমাদের দেশে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। শুধু আমাদের দেশ বললে ভুল হবে। পৃথিবীর প্রায় সব জায়গাতেই কমবেশি ফুল ব্যবহার করা হয়ে থাকে।বিশেষ করে বিয়ের বাড়িতে বাসর ঘর সাজাতে এবং গায়ে হলুদ এর সময় ফুল ব্যবহার করা হয় ব্যাপকভাবে। তাছাড়াও বিয়ের গাড়িতে মাইক্রো সাজাতে ফুলের ব্যবহার করা হয়ে থাকে।

20210701_082438.jpg

অর্থনীতির ক্ষেত্রে ফুলের ব্যবহার

ফুল শুধু ভালোবাসার প্রতীক বললে ভুল হবে।ফুল চাষ করে অনেক ভাবে লাভবান হওয়া সম্ভব হয়ে ওঠে। ফুল চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব হয়।এবং গুণগত মান ফুল চাষ করে সেগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়ে থাকে। সুতরাং ফুল একটি অর্থকারী ফসল হিসেবে পরিচিত
20210701_082433.jpg

বেকারত্ব নিরসনে ফুল

একজন গেরস্থ যদি ফুলের বাগান তৈরি করে তাহলে সেখান থেকে আরও দশটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে যায়।সুতরাং এখান থেকে প্রচুর পরিমাণে বেকারত্ব দূর করা সম্ভব হয়ে থাকে।

20210701_082529.jpg

ফুলের নাম

পৃথিবীতে শত শত ফুল রয়েছে।তার মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য ফুলের নাম বর্ণনা করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের বাংলাদেশে শাপলা, গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, বকুল, গাধা, বেলি,জবা এবং ইত্যাদি অনেক নাম জানা এবং অজানা ফুলের সমারোহ রয়েছে আমাদের এই স্বরলিপির দেশে।
20210701_082513.jpg

20210701_082511.jpg

20210701_082502.jpg

20210701_082459.jpg

20210701_082457.jpg

20210701_082453.jpg

20210701_082447.jpg

20210701_082444.jpg

ছবির ধরনফুল এবং আমাদের বাংলাদেশ
ক্যামেরায় ছিলেন@steem-for-future
ক্যামেরামোবাইল ফোন
লোকেশনগাজিপুর বাংলাদেশ

ফুল ভালোবাসার প্রতীক। তাই কখনোই ফুল ছাড়া উচিত নয়। ফুল গাছের জিনিস গাছে সুন্দর। সুতরাং অযথা কেউ গাছ থেকে ফুল ছিঁড়বেন না। তবে সেটি যদি অর্থকারী ফসল হিসেবে ব্যবহার করেন তাহলে সেটি আলাদা কথা।

অবশেষে বলতে চাই

ফুল কে ভালবাসুন এবং ফুলের মত নিজেকে পবিত্র হিসেবে গড়ে তুলুন এই বিশ্ববাসীর কাছে। আর সব সময় #amarbanglablog এর সাথে থাকুন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ধন্যবাদ ভাই, ফটোগ্রাফিগুলো সুন্দর ছিলো এবং তার সাথে লেখাগুলো। তবে এতো অধিক ফটো শেয়ার না করে শুধুমাত্র সেরাগুলো করলেই চলবে। তবে মোবাইল ফোনের মডেল অবশ্যই লিখবেন।

 3 years ago 

ভালো তুলেছেন ছবিগুলো এবং ভাল লিখেছেন যাই হোক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.031
BTC 61586.28
ETH 2569.21
USDT 1.00
SBD 2.55