👨‍⚕️👩‍⚕️🏥 স্বাস্থ্যই সম্পদ 🏥👩‍⚕️👨‍⚕️

মানুষ মাত্রই অসুস্থতা

আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি।রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খুব গরম কিংবা খুব ঠান্ডা তে কাজ করার ফলে আমাদের শরীরের যেকোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে

আর এই যে কোন সমস্যা দূর করার জন্য অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।এখন বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের বিভিন্ন সময় সর্দি কাশি জ্বর গলাব্যথা এবং অন্যান্য যেকোন সমস্যা দেখা দিতে পারে।

আরে সকল সমস্যা নিরসনের জন্য আমাদের অবশ্যই একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
20210621_120738_mfnr.jpg
বন্ধুরা উপরের যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি আমার ডাক্তারের একটি পিক ক্যাপশন।

আমার ছোট চাচী বিশেষ ধরনের এক সমস্যার জন্য তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের শরণাপন্ন হয়ে ছিলাম

ডাক্তারের কাছে যাবার পর বেশ কিছু পরীক্ষা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ডাক্তারের সেই নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম
20210621_120731.jpg
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা একই ব্লাড টেস্ট এবং একটি ডিজিটাল এক্সরে পরীক্ষায় অংশগ্রহণ করি।ডাক্তার খুব সুন্দর ভাবে সেই পরীক্ষার রিপোর্ট গুলো দেখে ছিল এবং নির্দেশনা অনুযায়ী ফিকশন করে পুনরায় আবার ওষুধের ব্যবস্থা করে দিয়েছিল।

সকলের প্রতি আকুল আবেদন

আপনার যখনি অসুস্থ হয়ে যাবো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং যথাযথ চিকিৎসা করবেন। কোন রোগটি ছোট নয়।ছোট রোগ থেকে ধীরে ধীরে আপনার শরীর অবশ হয়ে যাবে এবং আপনি বড় যে কোন রোগে আক্রান্ত হতে পারেন।সুতরাং আমি মনে করি যে কোন রোগের ক্ষেত্রে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া টাই একান্ত জরুরী এবং কর্তব্য।

ধন্যবাদ জানাই

@rme @amarbanglablog @photoman @booming01 সুন্দর একটি কমিউনিটি উপহার দেওয়ার জন্য

![2021সেবা নিন সুস্থ থাকুন, অসহায় এবং দুস্থ মানুষের পাশে এগিয়ে যান

------ 🏥👩‍⚕️👨‍⚕️সেবা নিন সুস্থ থাকুন👨‍⚕️👩‍⚕️🏥

Sort:  
 3 years ago 

ভালোই বলেছেন এবং ভালই লিখেছেন ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 70213.83
ETH 2453.22
USDT 1.00
SBD 2.38