আমার পরিচিতি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আশা করি “আমার বাংলা ব্লগ”এর সকল সদস্যবৃন্দ মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সর্বশক্তিমান আল্লাহপাক যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন তার অপরিসিম ক্ষমার মর্জিতে ভালো আছি। আজ আমি আমার প্রিয় “আমার বাংলা ব্লগ”এর সাথে আমার পরিচয়টা উপস্থাপন করতে এসেছি।
চলুন আমার পরিচয় সম্পর্কে জানি।
আমি মোঃ সাজ্জাদ হোসেন জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। স্টিমিটে আমার ইউজার আইডি “Sazzad69”। আমার বাড়ী খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামে। তবে কর্মসূত্রে আমি ২০০৫ সাল থেকে যশোহর শহরে বসবাস করছি। আমার জন্মতারিখ ২৬শে নভেম্বর ১৯৬৯ সাল। আমার পড়ালেখার শুরু গ্রামের স্কুলে এবং ১৯৮৪ সালে আমার প্রিয় স্কুল “নলদি ব্রাহ্মনডাঙ্গা শ্যামা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়”থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ণ হই। পরবর্তিতে পড়ালেখার জন্য শহরে গমন করি এবং ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে তৎকালিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতোকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছি। এছাড়াও আমি ২০২১ সালে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির “ডব্লিউ, পি, কেরি স্কুল অফ বিজনেস” থেকে “লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট ফর ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট”এ মিনি মাস্টার্স সম্পন্ন করেছি। এখন আমি একই বিশ্ববিদ্যালয়ের “থান্ডারবার্ড স্কুল অফ গ্লোবাল ম্যনেজমেন্ট”এ অনলাইনে “মাস্টার অফ অ্যাপ্লাইড লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট” বিষয়ে (এম এ এল এম) অধ্যায়ন করছি।
কর্মজীবনে একজন উন্নয়ন কর্মী হিসাবে আমার রয়েছে ২৫ বৎসরেরও বেশী পেশাদারী অভিজ্ঞতা। বেশীরভাগ সময়েই আমি ইউএসএআইডি এর অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের কৃষি উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়নের জন্য মার্কেট সিস্টেম এপ্রোচে বা বাজার ব্যবস্থা পদ্ধতিতে কাজ করেছি। এছাড়াও আমি ডিএফআইডি, অস্ট্রেলিয়ানএইড, ডানিডা, ইউরোপিয়ান ইকোনোমিক কমিশন ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কৃষিবিষয়ক উন্নয়ন প্রকল্পে কাজ করেছি। পাশাপাশি আমি কৃষিবিয়য়ক ব্যবসার সাথেও যুক্ত আছি। আমরা ২ ভাই ও ২ বোন এবং ব্যক্তিগত জীবনে আমার পিতামাতা, স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে আমার ছোট সংসার।
অনলাইন প্লাটফর্মে নিজেকে সম্পৃক্ত করার আগ্রহ থেকেই আমি অনলাইন কার্যক্রম শিখতে এবং আমার মূল পেশার পাশাপাশি নতুন কিছু করার কথা ভাবছিলাম। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং পদ্ধতি প্রশিক্ষনের একটি বিজ্ঞাপন দেখতে পেয়ে ডিজিটাল আইটি ইন্সটিটিউটে ভর্তি হয়েছি। আইটি ইন্সটিটিউটে আমার নিয়মিত ক্লাস চলাকালীন স্টিমিট ফোরামের সাথে পরিচিত হয়েছিলাম এবং এই ফোরামে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী হয়ে ইউটিউবে ও ফেসবুকে এই ফোরোমের বিভিন্ন ব্লগ সম্পর্কে খোজ নিতে থাকি। এরই এক পর্যায়ে ইউটিউবে স্টিমিট ফোরামে “আমার বাংলা ব্লগ”এর খোজ পাই এবং দেখতে পাই এই ফোরামে “আমার বাংলা ব্লগ”একটি খ্যাতিমান ফোরাম।
আমি আরও জানতে পারলাম যে, “আমার বাংলা ব্লগ”ভেরিফাইড সদস্যের রেফার্ড ছাড়া নতুন সদস্য নিচ্ছে না। আমাকে রেফার্ড করার মতো স্টিমিট এ কোন সদস্য নাই। সুতরাং আমার মতো নতুন সদস্যদের যদি “আমার বাংলা ব্লগ”এ সুযোগ দেয়া হয় তাহলে ব্লগের অভিজ্ঞ সদস্যদের সহযোগীতায় নিজের মেধাকে কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করতাম।
একজন বাঙ্গালি হিসাবে এই বাংলা ফোরামের সদস্য হতে পারলে নিজেকে ধন্য মনে করবো। এই ফোরামের মডারেটর থেকে এডমিন সহ সবাই ফোরামের সদস্যদের প্রতি যথেষ্ট সদয় এবং অনেক বেশী সহায়ক। সদস্যদের প্রয়োজন অনুযায়ী তারা সর্বদা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। অনেক অভিজ্ঞ ও দক্ষ সহায়কপূর্ণ এই ফোরামে যোগদান করতে পারলে আমি খুব আনন্দিত হব। এই ফোরামে আমার দক্ষতা বাড়ানোর জন্য অভিজ্ঞদের নিকট থেকে আরও সহায়তা আশা করছি যাতে মর্যাদার সাথে বিশ্ব প্লাটফর্মে পৌছতে সক্ষম হই। আমি সবসময় নিজেকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনার প্রশংসা করি যাতে সমস্যাগুলির সমাধান করে নিজেকে সংশোধন করতে পারি। আমি যদি কখনও কোন ভুল করে ফেলি তাহলে দয়া করে আমাকে সংশোধন করে ফোরামের সাথে মানিয়ে চলতে সহায়তা করবেন এটা ফোরামের সকল বন্ধুদের প্রতি আমার আবেদন।
অবসর সময়ে আমি বই এবং যেকোন জ্ঞানমূলক নিবন্ধ পড়তে ও গান শুনতে ভালোবাসি। আমি ক্রিকেট ম্যাচের ভক্ত, টিভিতে ক্রিকেট খেলা দেখতে ও নতুন নতুন জায়গায় ভ্রমন করতে পছন্দ করি। এই পর্যায়ে আমি আমার পরিচয় পর্বের সমাপ্তি ঘোষণা করছি।
পরিশেষে সবাইকে শুভ কামনা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনি খুবই সুন্দর ভাবে আপনার পরিচিতিমূলক পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করি আপনি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলে কাজ করতে পারবেন। আপনার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।
আপনার জন্য শুভকামনা রইল। আপনার বেপারে জানতে পেরে খুবই ভাল লাগলো। আশা করি আমার বাংলা ব্লগ আপনার এবং আমার মত মানুষ কে সুযোগ করে দিবেন ভাল কিছু করে দেখানোর জন্য।
অনেক সুন্দরভাবে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন। তবে আমরা আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া অন্য কোনো মেম্বার গ্রহণ করছি না।
আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে।