DIY/দাদা ও বৌদির জন্য সোফা।

in আমার বাংলা ব্লগ3 years ago

শীত শীত ভাব খেজুরের রসের বড়ই অভাব। তাই সবাইকে খেজুরের রসের শুভেচ্ছা।

আজকে সকালে ঘুম থেকে উঠার পরে একটি বিষয় আমাকে নাড়া দিলো। আমি অনেক কবিতা, গল্প, ডাই পোস্ট করেছি। কিন্তু আমার সবচেয়ে পছন্দের মানুষ দাদা ও বৌদিকে নিয়ে কখনো কোন পোস্ট করিনি।টিনটিন বাবুর জন্য একটি পড়ার চেয়ার টেবিল তৈরি করেছিলাম সেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই আজকে আমি এমন একটি জিনিস তৈরি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেটি হল " দাদা ও বৌদির জন্য সোফা "।আর যদি আমার এই সোফাটি দাদা ও বৌদির পছন্দ হয় তাহলে আমার কষ্টের সার্থকতা হবে। তাই আর কথা না বাড়িয়ে চলেন ফোসাটি কিভাবে তৈরি করেছি তার পুরা প্রস্তুত প্রণালীটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি।

IMG_20211110_124625.jpg

প্রয়োজনীয় উপকরণঃ-

১। কাটুন পেপার।

২। রঙিন কাগজ।

৩। কাঁচি।

৪। কাঁঠ পেন্সিল।

৫। এন্টি কাটার।

৬। গাম।

৭। চকলেটের খোসা।

IMG_20211111_162053.jpg

----------প্রস্তুত প্রণালী------------

----------------প্রথম ধাপ -------------------

IMG_20211101_120848.jpg

IMG_20211101_123043.jpg
৩ইঞ্চি লম্বা এবং ১.৫ইঞ্চি প্রশস্ত করে কার্টুন পেপার মার্জিন করে নিয়ে। এন্টি কাটার দিয়ে সুন্দর করে কেঁটে আলাদা করে নিয়েছি।

-----------------দ্বিতীয় ধাপ---------------------

IMG_20211101_122859.jpg

IMG_20211101_123048.jpg

এবার হেলান দেওয়ার জন্য ৩ ইঞ্চি লম্বা এবং ১ ইঞ্চি প্রশস্ত মাপ দিয়ে মার্জিন করে নিয়েছি। এরপর এন্টি কাটার দিয়ে কেঁটে আলাদা করে নিয়েছি।

-----------------তৃতীয় ধাপ--------------------

IMG_20211102_140635.jpg

IMG_20211102_140644.jpg

বসার ও হেলান দেওয়ার কার্টুন পেপার দুটিকে রঙিন কাগজ দিয়ে এবং গাম দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি।

------------------চতুর্থ ধাপ--------------------

IMG_20211101_124420.jpg

IMG_20211102_140705.jpg

সোফার নিচে বক্স করার জন্য কাটুন পেপারের মার্জিন করে নিয়েছি চারটি টুকরো এবং এগুলো রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি।

-----------------পঞ্চম ধাপ----------------------

IMG_20211102_142458.jpg
সোফার নিচে এই চারটি টুকরো এমন ভাবে লাগিয়েছি যেন সোফাটি একটু উচু হয়ে যায়।

--------------------ষষ্ঠ ধাপ--------------------

IMG_20211102_164431.jpg

সোফার দুই সাইডে দুটো হাতলের জন্য কার্টুন পেপার কাটিং করে নিয়েছি।

-----------------সপ্তম ধাপ --------------------

IMG_20211102_165301.jpg

IMG_20211102_170653.jpg

IMG_20211102_170909.jpg

সোফার হাতল দুটিতে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি।চিকিমিকি রঙিন কাগজ কেঁটে নিয়ে তা হাতোলের উপর দিয়ে লাগিয়েছি সুন্দর্য বৃদ্ধির জন্য।

------------------অষ্টম ধাপ ---------------------

IMG_20211102_165902.jpg

IMG_20211102_170853.jpg

IMG_20211102_170900.jpg

চিকিমিকি কাগজ ডিজাইন করে কেটে নিয়েছি এবং এটি বসার এবং হেলান দেওয়ার পাট দুটিতে সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

-------------------নবম ধাপ---------------------

IMG_20211102_171530.jpg

IMG_20211102_171936.jpg

এবার বসার এবং হেলান দেওয়ার অংশ দুটি গাম দিয়ে আটকে নিয়েছি। হাতল এক সাইডে গাম দিয়ে আটকিয়ে নিয়েছি এবং পরের হাতলটি অন্য সাইটে আটকিয়ে নিয়ে সোফা তৈরির কাজ শেষ করলাম।

-------------------দশম ধাপ---------------------

IMG_20211102_172645.jpg
একটি টি টেবিলের আকৃতি করে কার্টুন পেপার কেটে নিয়ে তাতে চকলেটের কাগজ লাগিয়ে নিয়েছি।

------------এগারো তম ধাপ ------------------

IMG_20211102_172753.jpg

IMG_20211102_172740.jpg

IMG_20211102_172830.jpg
এবার টি টেবিলের জন্য দুইটি টুকরা কেঁটে নিয়ে সেগুলো টি টেবিলের নিচে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

--------------- বারো তম ধাপ ------------------

IMG_20211102_172843.jpg
এই ভাবেই টি টেবিলের কাজ সম্পন্ন করে একটি পরিপূর্ণ টি টেবিল হয়ে গেল।

---------------- শেষ ধাপ-------------------

IMG_20211102_182332.jpg

এবার সোফার সামনে একটি টি টেবিল দিয়ে পরিপূর্ণ একটি সোফার ছবি দিলাম।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা। আমি বাংলা ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগ বাংলা ভাষাকে অনেক সম্মান প্রদান করে এবং বাংলা ভাষায় মতামত প্রকাশ করাকে উৎসাহ প্রদান করে। তাই নিজেকে একজন বাংলা ব্লগার হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আজকে আমি আপনাদের সামনে "দাদা ও বৌদির জন্য সোফা" তৈরি করে উপস্থাপন করেছি। যদি আপনাদের আমার পোস্টটি ভাল লেগে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না।

---------ধন্যবাদ সবাইকে -------

Sort:  

এত সুন্দর সুন্দর আইডিয়া কিভাবে আসে আপনার মাথায়? অনেক কিউট একটা সোফা বানিয়েছেন আপু, বানানোর ধাপগুলো খুব ভালো ছিলো। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

চেষ্টা করছি ভালো কিছু করার জন্য ভাই। আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো কিছু করতে পারবো আশা রাখি।

 3 years ago 

আপু আপনি আমার জন্য সোফাটি পার্সেল করে দেন। অনেক সুন্দর হয়েছে আপনার সোফা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো ভাই।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ

বাহ আপু, দাদা ও বৌদির জন্য উপহার স্বরুপ সুন্দর সোফা তৈরি করেছেন আপনি। যা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। ভালো লাগবে না কেন অনেক সুন্দর হয়েছে যে। ধন্যবাদ খুব সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জানিনা কতটুকু পেরেছি তবে চেষ্টা করেছি ভাই।

এক কথায় খুব সুন্দর হয়েছে।দাদা ও বৌদির জন্য সোফা শুধু বানালে হবে আমাদের জন‍্য একটি বানান আপু।যাইহোক অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনার জন‍্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ আপু দাদা বৌদির জন্য বানানো সোফা তো বেশ হয়েছে। খুবই সুন্দর করে বানিয়েছেন এবং উপস্থাপনাটা ও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি মুল্যবান মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ বাহ খুব সুন্দর একটা জিনিস বানিয়েছেন তো দাদা ও বৌদির জন্য। আপনার সৃজনশীলতার প্রশংসা না করে উপায় নেই। দারুন। ভাল থাকবেন। শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ ভাই।

আপু আপনার দাদা বৌদির তৈরি করা সোফাটি বেশ সুন্দর হয়েছে।দেখে আমার অনেক ভালো লাগলো।আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করছেন।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। এতো সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

ইউনিক একটা আইডিয়া, কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর সোফা বানিয়েছেন আমি আগে কখনো দেখেনি আপু শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32