স্বরচিত কবিতা ||| খোকা তুই তো নেই আগের মত ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে রমজানের শুভেচ্ছা। আশা করছি সকলে সকলের পরিবারকে নিয়ে সুস্থভাবে দিনযাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হয়েছি আমার কবিতার নাম "খোকা তুই তো নেই আগের মত"।পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ ও প্রকৃত বন্ধু হচ্ছে মা। মায়ের মতো পৃথীবিতে আপন কেউ নেই কেউ হতেও পারবে না। আমাদের এই ভুবনে যদি খাঁটি ভালোবাসা থাকে তবে সেটি একমাত্র মায়ের ভালোবাসা। একটি মা তার সন্তানকে ছোট থেকে বড় করে।সেই বাচ্চার আচার-আচরণ সবকিছুই একটি বাবার থেকে ভাবমূর্তি গুলো মা বেশি বুঝতে পারে। সন্তানের আচার-আচরণ আবেগ-অনুভূতি মায়ের চোখকে ফাঁকি দিতে পারে না। মায়ের ভালবাসাটাই ব্যতিক্রম। তার বুকের মাঝে যেন বিশাল আকাশ পরিমাণ ভালোবাসা রয়েছে।পৃথিবীর সমস্ত ভালোবাসা একত্র করলেও মায়ের ভালোবাসার কাছে কোন মূল্য হবে না । একটি মা পারে একটি সন্তানকে আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে । আসলে মায়ের ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। মা কে এই পৃথিবীতে বিধাতা একটি মূল্যবান রত্ন হিসেবে পাঠিয়েছেন। আমি সেই মা ও সন্তানকে নিয়ে একটি কবিতা আপনাদের মাঝে হাজির করেছি।চলুন আর কথা না বাড়িয়ে "খোকা তুই তো নেই আগের মত" কবিতাটায় কি আবেগ অনুভূতি নিয়ে ব্যক্ত করেছি তা দেখে নেওয়া যাক।
খোকা আজ কতদিন পড়ে
নয়নভরে তোকে দেখে
মনটা আমার ভরে গেল
খোকা তুমি নেই
নেই তো আগের মত।
ছোট্ট বেলার সেই শিশুর মতো
বায়না করতি অনেক কিছু লাগবে বলে
ওড়নার এক কিনারা প্যাছতি
সেই কী তুই আমার খোকা?
এখন আর মেলাতে পারিনা!
ছোট্টবেলার সেই ছোট্ট শিশু ।
অস্থির ও চঞ্চলতায় থাকতি সারাটা দিন
আমি থাকতাম তোর পিছু পিছু
কোথায় গিয়ে কি করিস
দুষ্টমির বিচার আমায় দিস
মাথা ঘুরে সর্বক্ষণে
তোর বিচার করলে পরে ।
এই কি তুই সেই ছেলে
আমার অস্থির রাখতি বলে
আজও আমি পারিনা মিলাতে
এখনকার খোকাও ছোট্টবেলার খোকা
কি এত কষ্ট তোর
আমায় বলতে পারিস।
তোর নীরবতা আমায় ভাবায়
চোখে কেন জানি বৃষ্টি ঝরায়
তোর মনটা খারাপ থাকলে পরে
বুকটা আমার কেঁপে ওঠে
যত কষ্ট যত দুঃখ
বলতে পারিস মাকে
পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু
মা ছাড়া অন্য কেহ নহে।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- স্বরচিত কবিতা "খোকা তুই তো নেই আগের মত"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
ঠিক বলেছেন আপু পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ ও প্রকৃত বন্ধু হচ্ছে মা। মায়ের সাথে অন্য কারোর ভালোবাসার তুলনা করা যায় না। যাই হোক মা ও সন্তানকে নিয়ে আজ আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার নামের সাথে কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন।ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।
খোকা তুই তো নেই আগের মত চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনি ঠিক বলেছেন আপু মায়ের মতো আপন কেউ নেই। আপনার কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
আজকে আপনি দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনি বরাবরই কবিতা ভালো লেখেন। মা কথাটি খুবই ছোট হলেও এর বিশালতা অনেক। তাঁর মত ভাল আমাদেরকে কেউ কখনো বাসতে পারবে না নিঃস্বার্থভাবে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আপু।
অসাধারণ কবিতা লিখেছেন আপু সন্তানকে নিয়ে পড়ে অনেক ভালো লেগেছে। আমি আপনার সাথে একমত এই পৃথিবীতে একমাত্র পবিত্র ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। অন্যান্য ভালোবাসার মধ্যে অনেক ভেজাল আছে সবাই স্বার্থের জন্য কাছে পেতে চাই কাছে আসে। এত কষ্ট করে সন্তানকে বড় করে যদি সে সন্তান বদলে যায় তাহলে মেনে নেওয়া খুব কষ্টের। খোকাকে নিয়ে লেখা কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।
আসলে মায়ের ভালোবাসা অবসময় অসীম এটা সত্য।
আর আপনার আজকের কবিতাটি খুবই বাস্তবসম্মত। আমাদের সমাজে এমন ছেলে মেয়ে অনেক অহরহ যারা বড় হওয়ার পর মায়ের ভালোবাসাকে ভুলেই যায়।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
আসলেই মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না আপু। পৃথিবীতে একমাত্র মা ই সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ্ বেশ সুন্দর গোছালো আর বাস্তবতার ছোঁয়া দিয়ে একটি কবিতা লিখেছেন তো আপু। আমার তো কবিতার প্রতিটি লাইন বেশ ভাল লেগেছে। তবে নিচের লাইন গুলো কিন্তু অসাধারণ-
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।