DIY ||| এসো নিজে করি ||| নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১৩।
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি যে যেখানে আছেন সকলে সকলের পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমি আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আমার বাংলা ব্লগে ব্লগিং করতে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আসলে এই ব্লগিং না করতে পারলে, না লিখতে পারলে, ভালো লাগে না। তাই তো যে কাজই করি না কেন আর যে কাজেই জড়িয়ে থাকি না কেন এই বাংলা ব্লগের পেছনে কিছু সময় না দিতে পারলে কেমন যেন সবকিছু অপূর্ণতা থেকে যায়। তাইতো আমি যখনই সময় পাই চেষ্টা করে যাই আমার বাংলা ব্লগে কিছু নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। নিজেকে আকর্ষণীয় দেখাতে এবং সবার মাঝে ভালোভাবে প্রেজেন্ট করতে কে না চায়। সুন্দর ও আকর্ষণীয় পোশাক প্রতিটি মানুষকে অপরূপ করে তোলে।পোশাক প্রতিটি মানুষের ব্যক্তিত্বের একটি অংশ। কারণ আজকাল পোশাকের উপরে ডিপেন্ড করে মানুষ মানুষকে মূল্যায়ন করে থাকে। এটা আমার কথা নয় এটা সামাজিক পারিপার্শ্বিক দিক থেকে লক্ষ্য করলে দেখা যায়। বাস্তবতা নিয়ে সবাই ভাবে তাই তো বাস্তব কথাগুলো বলতে ভালো লাগে। ধরে নিন আপনি পাগলের বেশে পুরাতন বা ছেঁড়া কোন পোশাক পড়ে কোথাও দাঁড়িয়ে রইলেন। কিন্তু তার আশেপাশে অনেক মানুষ থাকবে সেই মানুষগুলো আপনাকে কোন মূল্যায়ন করবে না। যদি আপনার পোশাকের চাকচিক্য সৌন্দর্য এবং স্মার্টনেস থাকে তাহলে আপনাকে অনেকেই সম্মান দিবে।তাই বলি পোশাক একটি মানুষের ব্যক্তিত্বের প্রধান পরিচয়। আমি আজ আপনাদের মাঝে একটি নতুন পোশাকের ডিজাইন নিয়ে হাজির হয়েছি।পোশাকের ডিজাইন গুলো আমার অনেক ভালো লাগে করতে। যখন সেই ডিজাইনগুলোর নকশা কাপড়ে প্রভাব ফেলে এবং কাপড়টি পরিপূর্ণ কমপ্লিট হয়। তখন দেখতে অসাধারণ লাগে। আমার একটি ডিজাইন অন্য কেউ পছন্দ করে অর্ডার করেছে। তখন ভাবতে অনেক ভালো লাগে যে আমার ডিজাইন পূর্ণতা পেয়েছে।
উপকরণসমূহঃ-
১। লাল খয়ারি রং।
২। কালো রং।
৩। এন কে।
৪। ব্লক।
৫। ব্রাশ।
৬। ট্রে।
৭। টেবিল।
প্রথমে শাড়িটির আঁচল টেবিলে বিছিয়ে ছোট্ট ফুল ডিজাইনের ব্লকে কালো রং দিয়ে বক্স তৈরি করে নিয়েছি।
শাড়ির আঁচলের বক্সের মধ্যে এবার ফুল গাছ ব্লক দিয়ে সুন্দর একটি ডিজাইন করে ফেলেছি।
এইবার জমিনের নিচের পার এবং উপরের পার দিয়ে ফুল গাছ ডিজাইন ব্লকে লাল খয়েরি রং দিয়ে ডিজাইন করে নিয়েছি।
এবার আঁচলের পর থেকে জমিনের মাঝে স্টার ফুল আকৃতির ডিজাইনের ব্লকে কালো রং লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি পুরো শাড়ির জমিটিতে।
এবার ডিজাইন করা শেষ হলে শাড়িটিকে রৌদে শুকানোর জন্য দিয়েছি ৩/৪ ঘন্টা।
রোদ থেকে শাড়িটি নিয়ে এসে সুন্দর করে আয়রন দিয়ে রং গুলো পুড়িয়ে নিয়েছি। যাতে শাড়িটির রং উঠে না যায়।
এবার শাড়ীটির কালারের সাথে টেইলারিং সুতা ম্যাচিং করে কিছু টারর্সেল তৈরি করে নিয়েছি।আর প্রতিটি টারসেলে একটু ম্যাচিং সুতা দিয়ে বাঁধুনি দিয়েছি যাতে সুন্দর দেখায়।এরপর এই টারসেল গুলো শাড়ীর আচঁলে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এইভাবে হয়ে গেল আমার "নিজের তৈরি শাড়ির ডিজাইন নং-১৩"।এবার এই " নিজের তৈরি শাড়ির ডিজাইন নং-১৩" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- ডাই "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১৩"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আপনার তৈরি করা শাড়ির ডিজাইনটি খুব চমৎকার ছিল আপু। একদিন আপনার প্রজেক্ট দেখতে আসতে হবে। খুব চমৎকার ছিল আপু ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
চলে আসেন আপু একদিন আমার প্রজেক্ট দেখাতে পারলেও ভালো লাগবে।
অনেক সুন্দর করে দেখছি শাড়ির মধ্যে ডিজাইন অংকন করেছেন আপনি। আপনার এরকম দক্ষতা মূলক কাজ সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। শাড়ির মধ্যে এরকম ডিজাইন গুলো করলে সেগুলো অনেক বেশি ভালো হয়। আর তা যদি নিজের হাতে করা যায় তাহলে তো কোন কথাই নেই। নিজের মনের মত রং দেওয়া যায়। সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।
আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।
আপনার আইডিয়া দারুণ ছিল। শাড়ির মধ্যে খুব সুন্দর ডিজাইন করেছেন আপনি। শাড়ির ডিজাইন গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের কাজগুলো আমি সামনাসামনি কখনো দেখিনি। শাড়িতে ডিজাইন করার প্রতিটি দাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। শাড়িটি পড়লে বেশ সুন্দর লাগবে। এত সুন্দর একটি শাড়ির ডিজাইন আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জি আপু এই শাড়িগুলো পড়ার পরে আরো বেশি ডিজাইনটি ফুটে ওঠে।
এই কথাটা আপনি ঠিকই বলেছেন আপু, এখনকার মানুষদের আসলে পোশাকের ভিত্তিতেই তাদের পার্সোনালিটি বিচার করা হয়। এজন্য পোশাকটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান সময়ে। এর আগেও মনে হয় একদিন দেখেছিলাম যে আপনি শাড়িতে এরকম সুন্দর ডিজাইন করেন। আর আজকের করা ডিজাইনটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আপু। বেশ ভালো লাগছে আমার কাছে।
বেশ গুছিয়ে সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা।
অসাধারণ আপু বেশ চমৎকার শাড়ীর ডিজাইন করেছেন আপনি। নিজে ডিজাইন করা শাড়ি পড়ার অনুভূতি খুব অন্যরকম। আপনার শাড়ীর ডিজাইন খুবই অসাধারণ হয়েছে। এই ধরনের শাড়ীর ডিজাইন করতে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাই এই ডিজাইন করতে অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধারণ করে করতে হয়।
আপনার শাড়ির ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে দেখতে তো আপনি ১৩ টা শাড়ির ডিজাইন করে ফেললেন। সবগুলোই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। আশাকরি এইভাবে আরো সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন আমাদের সাথে শেয়ার করবেন।
অবশ্যই আপু যে ডিজাইনগুলো করি আমার বাংলা ব্লগে পোস্ট করার চেষ্টা করি।
আপনার তৈরি শাড়ি এর আগেও অনেকবার দেখেছি। আজকে ১৩ নাম্বার শাড়ি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে সম্পূর্ণটা ডিজাইন করেছেন আপনি। নকশাগুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আপনার এরকম দক্ষতা মূলক কাজ আমাদের সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমার ডিজাইন করা শাড়িটি আপনার ভালো লেগেছে এটি শুনে অনেক ভালো লাগলো।
ওয়াও! আপনার দক্ষতা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি সত্যিই একজন ক্রিয়েটিভ মানুষ। আপনি খুবই নিখুঁতভাবে শাড়ির মধ্যে ডিজাইন করেছেন। দেখতে সত্যিই দারুণ লাগছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আজকে আপনি আমাদের মাঝে দারুন একটি কাজ করে দেখিয়েছেন। যেখানে দেখলাম আপনি খুব সুন্দর করে একটি কাপড়ের ডিজাইন করে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনার এই সুন্দর দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট।
সুন্দর বলবো না তবে সুন্দর কিছু করার চেষ্টায় আছি।