DIY ||| এসো নিজে করি ||| রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা।
হ্যালো আমার বাংলা ব্লগের আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আপনাদের মাঝে ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে যে যেমনি হই না কেন আমরা যদি আমাদের পোশাক সাজসজ্জা এবং মনের দৃঢ় সাহস নিয়ে সঠিক পথে চলতে পারি তাহলে আমাদের সবাইকে স্মার্ট লাগে। সবাই চায় নিজেকে সুন্দর দেখাতে। সবার মাঝে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে নিজেকে । বাইরে ঘুরতে যাওয়ার সময় আমরা যদি যে কোনো পোশাকের সঙ্গে চোখে একটি সানগ্লাস পরি দেখতে কিন্তু অসাধারণ লাগে। রঙ্গিন চশমা যেমন সবকিছু রঙিন লাগে এবং নিজেকেও দেখতে অনেক আকর্ষণীয় লাগে। সানগ্লাস পরলে ফেস এর লুকটা একটু অন্যরকম সৌন্দর্য ফুটে উঠে। নিজেকে দেখতে ভালো লাগলে অন্যরকম একটি ভালো লাগা জন্মে মনে। তাইতো "রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা" ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা" টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুতপ্রণালী দেখে নেওয়া যাক।
উপকরন সমুহঃ-
১।রঙ্গিন কাগজ।
প্রথমে আকাশী কালার একটি রঙ্গিন কাগজ নিয়ে চওড়া জায়গার এক কিনারে ধরে ভাজ করে নিয়েছি।
এবার সেই রঙিন কাগজটি নিচে চশমার আকৃতি করে উপরের অংশটি ভাঁজ করে নিয়েছি।
উপরে সেই মোটা অংশটি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি।
চশমার সৌন্দর্যবর্ধনের জন্য লাস্ট আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি।
এবার চশমার চোখের নিচের দিকের পালা । চশমার গ্লাসে সৌন্দর্য্যের জন্য নিচের দিকে কাগজ মোড়ে দিয়েছি।
এবার উপরের ভাঁজ করা কাগজের অংশ ডান সাইডে চশমার হ্যান্ডেল করে নিয়েছি।
বাম সাইডে ঠিক একইভাবে ভাঁজ করে চশমার হ্যান্ডেল বানিয়ে নিয়েছি। আর এভাবেই হয়ে ইগেল আমার "রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা" ডাই। এবার এই"রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা" ডাইই এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- ডাই পোস্ট "রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। কাগজ দিয়ে খুব সুন্দর একটি চশমা তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। যা দেখে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করি সহযোগিতা করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে ডিজিটাল চশমা তৈরি দারুন হয়েছে। সত্যিই এই ধরনের কাজ নিজের দক্ষতা বাড়ায় যেমনটা আপনি খুব সুন্দরভাবে করে দেখালেন। আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের কাজ করতে।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অসাধারণ লাগে।আর আপু আপনি দেখছি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে অনেক সুন্দর একটি রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা তৈরি করে দেখেছেন।শুভকামনা রইল অনেক সুন্দর ছিল চসমা।
মন্তব্য করে সহযোগিতায় কারার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তৈরি ডিজিটাল চশমাটি অনেক সুন্দর লাগছে আপু। আর সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে সেটা অনেক ভালো লাগে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার পোস্টটি ভাল লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।
আপনি একদম আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন আপু। ছোটবেলায় আমরা নারিকেলের পাতা দিয়ে এই ধরনের চশমা তৈরি করে খেলা করতাম।
আমার পোস্টটি দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়েছে এটি জেনে খুশি হলাম।
আপু আপনি রঙিন কাগজের ডিজিটাল চশমা তৈরি করেছেন। যদিও চশমা চোখে দিলে আর কিছু দেখা যাবে না। তারপরও বলবো রঙিন কাগজ দিয়ে আপনি খুব দক্ষতার সাথেই তৈরি করেছেন। এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজেকে স্মার্ট করে সাজাতে চাইলে আসলেই আমাদের পোশাক আশাক দিকে নজর দেওয়াটা অনেক বেশি জরুরি। বাহিরে কোথাও ঘুরতে গেলে আমরা সকলেই চশমা অথবা সানগ্লাস ইউজ করি এতে করে স্মার্টনেস অনেকটাই বেড়ে যায়। আপনি খুবই চমৎকারভাবে একটি রঙিন কাগজের ডিজিটাল চশমা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি সত্যিই মুগ্ধ। ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের চশমা তৈরি করে শেয়ার করার জন্য।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।
আমি বেশ কিছুদিন আগে রঙিন কাগজ দিয়ে এমন একটি চশমা বানিয়েছিলাম। চশমাটা দেখতে খুবই ভাল লেগেছিল। আজকে আপনার চশমাটাও দারুন হয়েছে। ধন্যবাদ আপু।
আপনার কাছে পোস্টটি ভাল লেগেছে এটি আমার জন্য বড় পাওয়া।
আপু আপনি আজকে আমাদের মাঝে রঙ্গিন কাগজে ডিজিটাল চশমা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি চশমা দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে প্রথমে অভিজ্ঞতা প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুনে তো অনেক ভালো লাগলো আপনার ড্রেসের সাথে সানগ্লাস মিলিয়ে পড়েন বেশ ভালো একটি চমৎকার কাজ। আসলে সানগ্লাস পড়লে অনেক বেশি ভালো লাগে নিজেকে আমিও প্রায় সময় চশমা ছাড়া বাইরে যায় না।আপনি তো চমৎকার একটি ডিজিটাল চশমা তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে দেখতে অসাধারণ লেগেছে।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।