এটা ঠিক বলেছেন ভাই আমরা নিজেদের পরিস্থিতি গুলোকে সব সময় মনে করি কঠিন কিন্তু অন্যের পরিস্থিতিটা মনে হয় সহজ।এখন প্রতিটি মানুষের চোখ সব সময় উপরের দিকেই যায় নিচের দিকে কেউ তাকিয়ে দেখে না তার থেকে আমি ভালো আছি।লোভ হিংসা অহংকার যাদের মনের মধ্যে থাকবে তারা কখনোই ভালো কিছু করতে পারবে না।অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।