ফটোগ্রাফি |||| ভিন্ন ধরনের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং সুন্দর ভাবে জীবন অতিবাহিত করছেন।আমিও আপনাদের দোয়ায় ও মহান সৃষ্টিকর্তার করুণায় অনেক ভালো আছি পরিবারসহ।

আমি আজকে আপনাদের মাঝে ব্যতিক্রম একটি পোস্ট নিয়ে হাজির হতে যাচ্ছে।আমি সব সময় আপনাদের মাঝে রেসিপি,ডাই,কবিতা এবং ডিজাইন নির্ভর কিছু পোস্ট নিয়ে হাজির হয়।কিন্তু আজকে আমি আপনাদের মাঝে একটি ব্যতিক্রমধর্মী ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হতে যাচ্ছি।আপনারা সবাই জানেন আমি একটি ছোট্ট উদ্যোক্তা। তাই উদ্যোক্তা হওয়ার কারণে ফটোগ্রাফি করা আমার পক্ষে সম্ভব হয় না।কিন্তু চিন্তা করলাম যে যদি সব ধরনের পোস্ট উপস্থাপন না করি তাহলে কেন যেন একটু ফাঁকা ফাঁকা মনে হয়।তাই আজকে আমি আপনাদের মাঝে "ভিন্ন ধরনের ফটোগ্রাফি" নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে এই "ভিন্ন ধরনের ফটোগ্রাফি" কি করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করি।

IMG_20230623_183516.jpg

ব্রিজ

যোগাযোগ করতে গেলে যদি আমরা সড়ক পথে করি তাহলে অবশ্যই ব্রিজ অন্যতম একটি মাধ্যম।তাই এই ব্রিজটি দেখে আমার এত ভালো লেগেছে যে ক্যামেরা বন্দী করতে আমি দ্বিধাবোধ করি নাই।হয়তো বা আমার ক্যামেরা বন্দী অত ভালো না তবে আমি আমার সর্বোচ্চটা দিয়েই ক্যামেরা বন্দী করেছি।

IMG_20230629_113735.jpg

গাছের শিকড়

ঈদের সময় আমরা সবাই ফেসবুকে একটি বিষয় পোস্ট করি সেটি হল শিকড়ের টানে বাড়ি ফিরে চলা।আর এই বিষয়টি আমার মাথায় যখন ধরা পড়েছে তখন আমি গাছের এই শিকড়ের ছবিটি তুলতে ভুল করি নাই। আমার মনে হয় এই ছবিটি আমাদের অনেককেই ঠিক ছোটবেলার কিছু বিষয় মনে করিয়ে দিবে।

IMG_20230629_140825.jpg

গ্রামীণ মেঘাচ্ছন্ন প্রকৃতি

যখন আকাশে বৃষ্টি আসার আগে কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তখন গ্রামের এই দৃশ্যটি চোখে পড়ার মতো।আর যখন এই দৃশ্যটি আমার চোখে পড়ল তখন আমি ক্যামেরা বন্দী করে নিলাম আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের সামনে উপস্থাপন করবো বলে।

IMG_20230629_114041.jpg

কবরস্থান

আমরা সব সময় বিভিন্ন জায়গায় কবরস্থান গুলোতে ইট সিমেন্ট দিয়ে ঘেরাও দিতে দেখেছি অনেক সুন্দর ভাবে।কিন্তু গ্রামে এই কবরস্থানটি বাঁশ দিয়ে এত সুন্দর ভাবে ঘেরাও দিয়েছে যে ভিতরে কোন গরু ছাগল যেতে পারবে না। আর এই বিষয়টি আমার নজর কেড়েছে তাই এই ছবিটি উঠাইতে একটু দেরি করি নাই।

IMG_20230621_080008.jpg

ফাঁকা জমি

ধান কাটার পরে জমিগুলো ফাঁকা পড়ে থাকে। আর এই ফাঁকা জমিগুলোতে কিছু ঘাস জন্মায় সেই ঘাস গুলোকে গরু বেঁধে রেখে মোটাতাজা করে।এই গরু বাধা অবস্থায় এই জমিটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এই ফাঁকা জমিটির একটি ছবি আমার মুঠো ফোনে ধারন করেছি।

IMG_20230629_164358.jpg

নৌকা

আমি এক সময় নদীর সাইড দিয়ে হাঁটছিলাম। এমন সময় একটি নৌকা নদীর সাইড দিয়ে যাচ্ছে। এই বিষয়টি দেখে আমার নজর কারে আর আমার মুঠোফোনে নৌকাসহ নদীর একটি ছবি ক্যামেরা বন্দী করি।

আজকের মত এখানেই শেষ করছি আবার কখনো অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোন রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "ভিন্ন ধরনের ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

আরে আপু আপনি তো দেখছি অনেক গুনে গুনান্বিতা একজন সাবল্বী মানুষ। আপনি একাধারে একজন উদ্যোক্তা, একজন ফটোগ্রাফার আবার একজন ব্লগারও । আপনার এতো ক্রেয়েটিভিটি কিন্তু আমায় মুগ্ধ করে। ভালোই করেছেন তো একটু ভিন্ন কিছু করার চেষ্টা করাই তো আমরা গ্রাম বাংলার অপরূপ রূপ বৈচিত্র আপনার মাধ্যমে দেখে চোখ জুড়াতে পারলাম। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য্য ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

আপনার মন্তব্যটি পড়ে কাজের প্রতি অনেক আগ্রহ বেড়ে গেলো আপু।

 last year 

আপু আপনার ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আর হ্যাঁ আপু কে বলেছে আপনার ফটোগ্রাফি করা অতটা ভালো না, আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লেগেছে। বিশেষ করে নদীর পাশে হেঁটে বেড়ানোর সময় আপনি নদীতে নৌকা ছুটে চলার যে ফটোগ্রাফিটি করেছেন তা দুর্দান্ত হয়েছে। আপু,ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে কাজে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

জি আপু আমরা জানি আপনি একজন উদ্যোক্তা। আরে উদ্যোক্ত হওয়ার কারণে সেভাবে আপনি ফটোগ্রাফি করতে পারেন না। তারপরও আজকে আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে নদীর বুকে নৌকার সাথে সাথে যে নৌকাটি চলছে এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 last year 

গ্রামীণ প্রকৃতি আসলেই সবার নজর কাড়ে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি ।মেঘাচ্ছন্ন আকাশ যখন একটি ছেলে গরু নিয়ে বাড়ি ফিরছে তা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।
এছাড়াও নৌকা দেখে আমার অনেক ভালো লাগছে।

 last year 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 last year 

বরাবরই আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হন। আপনার এই বিভিন্ন ধরনের পোস্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের এই ফটোগ্রাফি পোস্ট আমার কাছে অসাধারণ লেগেছে, দারুন ভাবে আপনি ফটোগুলোকে ক্যাপচার করেছেন। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটি শুনে অনেক ভালো লাগলো।

 last year 

আপনি খুব সুন্দর কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গ্রামীণ প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে। নৌকার ফটোগ্রাফি টি ও আমার কাছে খুবই ভালো লেগেছে। দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য করে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সত্যিই কিছু ভিন্নধর্মী ফটোগ্রাফি আপনি আজ আমাদের সাথে শেয়ার করেছেন। দেখতে বেশ ভালো লাগলো ফটগ্রাফিগুলো।গাছের ফটোগ্রাফিটি বেশ অন্যরকম অর্থ নিয়ে হাজির হলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেকটি ছবি অসাধারন হয়েছে, বিশেষ করে গ্রামীণ মেঘাচ্ছন্ন প্রকৃতির দৃশ্য টি ও নৌকার দৃশ্যটি অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপনাটি ও অসাধারন লেগেছে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটা দৃশ্য ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে গাছের শিকড়, নদীর নৌকা, ফাকা মাঠ, শূন্য আকাশ সব মিলিয়ে অনেক ভালো লাগার মত ফটোগ্রাফি করেছেন।

 last year 

আমার ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 last year 

ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত।প্রকৃতি এবং নদীর ফটোগ্রাফি অসাধারণ ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86273.50
ETH 3305.14
USDT 1.00
SBD 2.81