আমার বাংলা ব্লগ|| প্রতিযোগিতা-১৭||| ১০% বেনিফিশায়ারী shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই বিধাতার অশেষ কৃপায় ভালই আছেন।

received_404913821267592.jpeg

অনেক দিন অপেক্ষার পর আমাদের জীবনে চলে এলো আনন্দের সেই দিনটি। যে দিনটির জন্য আমরা এক মাস ধরে সিয়াম সাধনার পর অপেক্ষা করি সেই দিনটি হচ্ছে ঈদের দিন। ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ এটা আমরা সবাই জানি। আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়া।

IMG_20220504_190018.jpgIMG_20220504_190000.jpg

এই খুশি টাকে আমরা একজন আরেক জনের সাথে শেয়ার করে নেই।যত দুঃখ বেদনা আছে সব ভুলে মিশে রই সবাই একই সাথে।ধনী-গরীবের ভেদাভেদ ভুলে ঈদের দিন সবাই মিলে মিশে দিন কাটায় সবাই একই সাথে । যত কষ্ট মনে থাকে সবই আমরা ভুলে গিয়ে একজন আরেক জনের হাতে হাত মিলিয়ে ঈদ মোবারক জানাই।

IMG_20220504_182543.jpgIMG_20220504_182236.jpg
IMG_20220504_182220.jpgIMG_20220504_182214.jpg

এই ঈদের দিনের কথা কি আর বলব এই দিনের মতো যদি প্রতিটা দিন আমাদের জীবনে আসতো তাহলে মানুষের মনে থাকত না কোন দুঃখ, থাকতো না কোন কষ্ট, থাকতো না একজন আরেক জনের প্রতি হিংসা বিদ্বেষ।বিধাতা আমাদের মাঝে এই দিনটি এত মধুর করে দিয়েছেন যে,এই দিনে আমরা সবাই সবার।

IMG_20220504_183707.jpgIMG_20220504_183645.jpg

IMG_20220504_183640.jpg

আমাদের সবার শরীরের রক্ত লাল আমরা সবাই মানুষ। আমি একটা কথাই জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আনন্দের খুশিটাকে সবার সাথে ভাগ করে নেওয়াটাই হলো ঈদ।আমার কাছে ঈদ মনে হয় নিজের খুশিটাকে সবার মাঝে বিলিয়ে দেওয়াই ঈদ।

IMG_20220504_183019.jpgIMG_20220504_182954.jpg
IMG_20220504_182639.jpgIMG_20220504_182603.jpg

এবার ঈদের দিনটি কিভাবে কাটালাম তার সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো কারন আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো । ঈদের দিন খুশির দিন সেই দিনটি সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম।আকাশে ছিল প্রচুর মেঘ, এই বুঝি বৃষ্টি হবে । যা ভাবলাম তাই হলো, একটু পরেই চলে এলো বৃষ্টি কিন্তু দিন সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আমি আমার মতো বাসার সমস্ত কাজ কমপ্লিট করলাম।রান্না শেষে আমি নিজেও একটু ফ্রেশ হলাম।

received_760938605287500.jpeg

IMG_20220503_142901.jpg

সালামির লোভ কার নেই সে ছোট হোক বা বড় হোক কোন ব্যাপার না আনন্দ তো আনন্দই । বুদ্ধি করে আমি আমার বেবির বাবাকে সালাম করলাম সঙ্গে সঙ্গে সে আমাকে এক হাজার টাকার একটি নোট দিয়ে দিলো আমি এতেই অনেক খুশি।

IMG_20220504_185715.jpg

তারপর বিকালে এক সময় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সবাই মিলে একটু বাইরে গেলাম । এমনিতে ঈদের দিন বাইরে প্রচন্ড ভিড় রেস্টুরেন্টে এবং পার্কে।তার পরেও বাচ্চাদের নিয়ে পার্কে ঢুকলাম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাচ্চাদের খেলার জোনে প্রবেশ করলাম এরপর একটি একটি করে আমার বাচ্চারা প্রতিটিতে খেলল এবং অনেক আনন্দ উপভোগ করলো। এতে আমার অনেক ভালো লেগেছে।আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের আনন্দ মানেই বাবা-মার আনন্দ আর বাচ্চাদের খুশি মানেই বাবা-মার খুশি।এরপর পার্ক থেকে বের হয়ে বাচচারা পুচ্ছকা, চটপটি এবং কোলড্রিংস খাওয়া সম্পূর্ণ করে বাসার পথে রওনা হলাম।

IMG_20220504_185144.jpgIMG_20220504_183752.jpg
IMG_20220504_183624.jpgIMG_20220504_183623.jpg

IMG_20220504_183619.jpg

আমাদের কমিউনিটি থেকে খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত।

IMG_20220504_185807.jpg

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই পোস্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

আসলেই আপনি ঠিক বলেছেন ঈদের দিনের মত যদি প্রতিটি দিন আমাদের জীবনে আসতো ,তাহলে কতই না সুন্দর জীবন পেতাম আমরা। ঈদ পরবর্তী ঘোরাঘুরি আনন্দ আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পরিবারকে থেকে খুবই ভালো লাগছে। ঈদে আপনার সন্তানরা খুব মজা করেছে দেখেই বোঝা যাচ্ছে। ঈদ-পরবর্তী ঘোরাঘুরিও আনন্দ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এইজন্য উৎসব গুলোকে আমার বেশি ভালই লাগে।কারণ সিন বৈষম্য ভেঙ্গে সব ভেদাভেদ ভেঙ্গে দেয়।খুব চমতকার লিখেছেন,সেই সাথে ঘুরাঘুরির মুহূর্ত গুলো দারুন ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক দিন অপেক্ষার পর আমাদের জীবনে চলে এলো আনন্দের সেই দিনটি

আসলেই আপু এই দিনটির জন্যে আমরা দীর্ঘ একটি মাস রোজায় থাকি আর অপেক্ষা করতে থাকি দিনটির জন্য। আর অবশেষে যখন দিনটি চলে আসে তখন আমাদের আনন্দের কোন সীমা থাকে না। আপনি আপনার সন্তানদের সাথে সেই আনন্দ উপলব্ধি করার জন্য আজকে বাচ্চাদের কে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন। আর ঈদের সালামি সে লোভ তো সবারই রয়েছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাচ্চাদের সাথে নিয়ে বেশ আনন্দের সময় পার করেছেন আপু। আমার খুব ভালো লাগলো আপনার কনটেস্টে অংশগ্রহণ করা দেখে। দোয়া করি যেন প্রত্যেকটা দিন আপনার এমন সুন্দর আনন্দঘন হয়ে থাকে।

 2 years ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে ঈদের দিনের মতো সবদিন যদি সবার আনন্দে কাটতো তাহলে বেশ ভালো হতো।
যাক প্রতিযোগিতায় চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। পুরো পরিবারের জন্য দোয়া রইল 🥀
প্রতিটি দিন হাসি আর আনন্দে কাটুক 🤗

 2 years ago 

মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 60239.77
ETH 2896.71
USDT 1.00
SBD 2.45