ডিম পিঁয়াজি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও আপুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।আশা রাখি সবাই সবার পরিবার নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন।

IMG_20220202_145612.jpg

বর্তমান সময়ে প্রচণ্ড শীত পড়েছে মোটামুটি সব জায়গায়।করোনার পরিমাণটি অনেক বেড়ে গেছে যা আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি।করোনার প্রাদুর্ভাব যেভাবে বেড়ে চলেছে। এতে আমাদের সকলের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।করোনা এবং শীত এ দুটির হাত থেকে পরিবার এবং নিজেকে প্রতিহত করতে গেলে স্বাস্থ্যসম্মত খাবারের বিকল্প নেই।তাই এই সময় আমাদের সকলের ভিটামিন সি এবং প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি খাওয়া উচিত আর এই দুইটি উপাদানই পারে আমাদেরকে করোনা এবং শীতের হাত থেকে দূরে রাখতে।বর্তমানে প্রচন্ড পরিমানে শীত পড়ে যাওয়ায় আমাদের খাবারের প্রতি অনেকেরই অরুচি বা অনীহা চলে এসেছে। আর খাবারের প্রতি অরুচি বা অনীহা দূর করনের জন্য খাবারের মধ্যে পরিবর্তন এবং মেনুতে একটু ব্যতিক্রম কিছু করলে আমার মনে হয় খাবারের প্রতি এই অনীহা ভাব আর থাকবে না।আমি সবসময়ই একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। জানিনা আমার বিষয়গুলি আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পারে বা পেরেছে।তবে মহান সৃষ্টিকর্তা বলেছেন তোমার শেষ সময়টুকু পর্যন্ত তুমি চেষ্টা করো,ঠিক সেই কথার ওপর আস্থা রেখেই চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাবো শেষ পর্যন্ত।আজকে আমি "ডিম পিঁয়াজি" রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি রেসিপিটি কে সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তাই আর কথা না বাড়িয়ে এবার রেসিপির পুরো প্রসেস নিয়ে আপনাদের সাথে আলাপ করবো।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। ডিম।
২। কাঁচা মরিচ।
৩। পিঁয়াজ।
৪। মরিচ গুঁড়ো।
৫। জিরা গুঁড়ো।
৬। হলুদ গুঁড়ো।
৭। লবণ।
৮। তৈল।

received_1037054293821257.jpegreceived_280224344054667.jpeg
received_364119735171247.jpegreceived_696276291371501.jpeg
received_237624931906280.jpegreceived_831204078281028.jpeg

received_981263136142633.jpeg

-------প্রস্তুত প্রণালী--------

-------------প্রথম ধাপ--------------

received_459249049177186.jpegreceived_1304828803315192.jpeg

পিঁয়াজের ছাল পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পিঁয়াজগুলো কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

---------------দ্বিতীয় ধাপ---------------

received_5357118191009702.jpeg

কাঁচা মরিচের বোটা গুলো ফেলে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মরিচের মাঝখান দিয়ে একটি করে চির দিয়ে নিয়েছি।

---------------তৃতীয় ধাপ--------------

received_345474157451022.jpeg

ডিম সিদ্ধ করে নিয়ে ডিমগুলোর ছাল পরিষ্কার করে নিয়েছি।

--------------চতুর্থ ধাপ----------------

received_2926063901039059.jpegreceived_255545123393762.jpeg

received_974294680126338.jpeg

ফ্রাইপেন গরম হয়ে গেলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো হালকা তৈল দিয়ে এরমধ্যে ডিমগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি।

---------------পঞ্চম ধাপ------------

received_515061553265785.jpegreceived_905338930162743.jpeg

received_698776811533381.jpeg

এবার ফ্রাইপ্যানে কাঁচা মরিচ, পিঁয়াজ কুঁচি, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং তৈল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি।

---------------ষষ্ঠ ধাপ---------------

received_483802209809341.jpegreceived_634806737603332.jpeg

এবার মসলাগুলো কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে হালকা পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্না বসিয়ে দিলাম।

--------------সপ্তম ধাপ--------------

received_1526313664421146.jpegreceived_466133425185224.jpeg

এবার ফ্রাইপ্যানের ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পরে আবার ফ্রাইপ্যান ঢেকে দিয়ে রান্না বসিয়ে দিলাম।

-------------অষ্টম ধাপ-------------

received_303835435107993.jpegreceived_1054467768451513.jpeg

IMG_20220202_145633.jpg

এবার ফ্রাইপ্যানের ঢাকনা খুলে নাড়াচাড়া করতে করতে পিঁয়াজ এবং ডিম গুলো যখন একদম গায়ে গায়ে লেগে গেলে। তখনই হয়ে গেল আমার "ডিম পিঁয়াজি" রেসিপি। আর এই রেসিপি পরিবেশনের জন্য রেডি করে তার একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।আমি কবিতা লিখতে, নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটি বাংলা ভাষাকে শ্রদ্ধা করে, ভালবাসে, সম্মান করে তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।আমি আপনাদের সামনে "ডিম পিঁয়াজি " রেসিপি উপস্থাপন করেছি যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তাহলে আপনার মুল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।

----------খোদা হাফেজ-------

Sort:  
 3 years ago 

ডিম আমার খুবই পছন্দে। এটা যেভাবি রান্না করা হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনার ডিমের পেঁয়াজি রান্নাটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে আর এটাও মনে হচ্ছে যে খেতে খুবই মজার হবে। কালার টাও বেশ দারুন এসেছে ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

জি ভাই অনেক মজাদার ছিল।

 3 years ago 

মজাদার ডিম রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আমার ডিম রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 3 years ago 

ডিম পিয়াজি রেসিপিটি অসাধারণ লাগছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে মনে হয় সুস্বাদু হবে। একদম ইউনিক একটা পোস্ট করেছেন আপু ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডিম পিয়াজি নামটি প্রথম শুনলাম। আপু আপনার তৈরি রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।

 3 years ago 

আমি মনে করি ডিম পিঁয়াজি একটি মজাদার রেসিপি। আমি বেশ কয়েকবার বাসায় তৈরি করে খেয়েছি। আমার খুবেই ভালো লেগেছে। আপু আপনি অনেক সুন্দর করে ডিম পিঁয়াজি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

আপনার মন্তব্যটি আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

ডিমের এই রেসিপি টার নাম আমার কাছে একদম নতুন লেগেছে। তবে ডিম পেঁয়াজি রেসিপি তে পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া হয়। তবে দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

 3 years ago 
ডিম পেঁয়াজ খেতে যে এত দারুন লাগে। বলার কথা না ।দারুণভাবে আপনি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
 3 years ago 

গঠনমুলক বক্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডিম ভুনা বরাবরই আমার খুব ফেভারিট আপনি খুব লোভনীয় ভাবে ডিম ভুনা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ইচ্ছে করছে একটা তুলে খেয়ে নিই শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডিম আমার খুবই পছন্দের। ডিমের যে কোন তরকারি রান্না করলে সেটি খেতে খুব ভালো লাগে আমার কাছে। আপনার ডিম পেঁয়াজ এর রেসিপি আমার কাছে ভালো লেগেছে। আমিও মাঝে মাঝে এভাবে বাসায় রান্না করে খাই। খেতে খুবই মজাদার হয়। আপনার ডিমের রেসিপি কালার টি খুবই চমৎকার হয়েছে।

 3 years ago 

গুছিয়ে মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

ওয়াও আপু আপনার তৈরি করা ডিুম পিয়াজুর রেসিপি দেখতে তো দারুণ লাগছে।ডিমের রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে মনে হয় খুবই মজা হয়েছে। সত্যি আপু আজকের রেসিপিটা চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64