DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজের একটি নকশা।

in আমার বাংলা ব্লগ7 months ago

*আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_726781162748351.jpeg

আমি আপনাদের মাঝে আর একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে রঙিন কাগজের একটি নকশা নিয়ে হাজির হয়েছি।মানুষের জীবনটা যেন কেমন কখনো ধূসর, কখনো রঙ্গিন আবার কখনো বা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়।প্রতিটি মানুষের জীবনের গতিবেগ বোঝা আসলেই কঠিন। আজকাল যুগে মানুষের উপর থেকে দেখে বোঝা বড় দায় তার ভিতরে কি চলছে এবং সে মানুষ হিসেবে কেমন?

এ ভুবনে ভালো-মন্দ মিলিয়ে সব কিছু চলে।অন্ধকারের পরে যেমন আলোর ঝিকিমিকি প্রস্ফুটিত হয় তেমনি ভালোর পরে মন্দও থাকে। তবে সহজ সরল বলে কিছু মানুষ আছে। তারা শুধু সরলতা ও নিজের মান সম্মানের ভয়ে শুধু ঠকেই যাচ্ছে। আর মানুষরূপি কিছু পশু আছে তারা শুধু নিজেকেই দেখছে আর ভালো মন্দ বিচার না করে নিজের তৃষ্ণা মিটাচ্ছে। আসলে এ সকল মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত।অনেক কিছু লিখে ফেললাম আসলে বাস্তব কথা বলতেও ভালো লাগে লিখতেও ভালো লাগে। চলুন এবার আসল কথায় যাওয়া যাক।আগের যুগে বিয়ে বাড়িতে সেরকম লাইটিং ব্যবস্থা কমিউনিটি সেন্টার এই ধরনের কিছু ছিল না। কোন বিয়ে বাড়ির আয়োজন করলে তারা রঙ্গিন কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা বানিয়ে ঘর সাজাত,ঘরটি রঙ্গিন কাগজ দিয়ে নকশা কেটে সেগুলো আটকাতো।তবে সেই সময় অনেক আনন্দ ছিল মজা ছিল এবং কারোর ভিতরে সেরকম অহংকার লোভ লালসা ছিল না। যায় দিন ভালো আসে দিন খারাপ আসলেই কথাটা ঠিক এবং এটাই বাস্তব। আমি আজ আপনাদের মাঝে "রঙিন কাগজের একটি নকশা" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে "রঙিন কাগজের নকশা"টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।পেন্সিল।
৩।স্কেল।
৪।কাঁচি।

received_1034216897786408.jpeg

received_753891326755950.jpeg

received_873348987906834.jpeg

received_1431384534109555.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_899704088213974.jpeg

প্রথমে রঙিন কাগজ দুই সাইডে সমান রেখে ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_278404891496382.jpeg

এবার কাগজটিকে মাথা থেকে শেষ প্রান্তে ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_1032328208000648.jpeg

ত্রিভুজাকৃতি কাগজটির ঠিক মাঝে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আর এক সাইডে মাথা থেকে ওই ভাঁজের অংশটি সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি।

চতুর্থধাপ

received_733039085030814.jpeg

একই ভাবে পরের সাইডে ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_319447207628904.jpeg

received_381279194273672.jpeg

এবার দুই সাইডে ভাঁজ করে সেই মাঝের অংশটিও তার ভেতরে ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_878094547305659.jpeg

এবার একটি পেন্সিল ও স্কেল দিয়ে এক সাইডে সমান করে এঁকে নিয়েছি নকশার জন্য।

সপ্তম ধাপ

received_7367746209936135.jpeg

ঠিক একইভাবে অপর সাইডেও এঁকে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1057422242232916.jpeg

এবার এটি কাঁচির সাহায্যে সেই নকশাগুলো এক সাইড থেকে কেটে নিয়েছি ।

নবম ধাপ

received_758771695633062.jpeg

সেম একি ভাবে অপর সাইডেও কেটে নিয়েছি ।

দশম ধাপ

received_1140370313614122.jpeg

নকশাগুলো কেটে নেওয়ার পর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজের একটি নকশা"।এবার এই "রঙিন কাগজের একটি নকশা" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজের একটি নকশা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 7 months ago 

এখনকার মানুষ অনেক কঠিন এবং প্রতিদান নির্মমতার মাপকাঠি অতিক্রম করে যাচ্ছে। তবুও আমাদের সচেতন হয়ে জীবন যাপন করতে হবে।
যাইহোক রঙিন কাগজের তৈরি যেকোন কিছু আমার ভীষণ ভালো লাগে। আপনার পেপার কাটিং ভালো ছিল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে এই নকশা তৈরি করলেন। আপনার নকশা তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি নকশা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙ্গিন কাগজের একটি নকশা তৈরি করেছেন এবং এই কাজটি করতে অনেকে দক্ষতা লাগে ও ধৈর্য লাগে। ঠিকঠাক ভাবে ভাঁজগুলি সম্পূর্ণ না হলে এই কাজ করতে কখনই সম্ভব হয়ে ওঠে না এবং আপনি খুব দক্ষতার সহিত কাজটি করেছেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে একটি কাগজের তৈরি নকশা শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই পোস্ট তৈরি করতে হলে কাইচি দিয়ে কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে এটি আমার জন্য বড় পাওয়া।

 7 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি নকশা করেছেন।অনেক সুন্দর লাগছে আপনার করা নকশা টা। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 7 months ago 

রঙিন কাগজের অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন ৷ এটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে , আমার কাছে ভীষণ ভালো লেগেছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর দক্ষতায় একটি সুন্দর নকশা ডিজাইন তৈরি করে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

কাগজের নকশাগুলো তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। কাগজ কেটে খুব সুন্দর নকশা তৈরি করেছেন। যদিও নকশা গুলো তৈরি করতে সময় কম লাগে তবে ভাঁজ গুলো খুব সাবধানে দিতে হয়। আপনার তৈরি করা কাগজের নকশাটি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি নকশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

আমার ডাই পোষ্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 7 months ago 

আপু আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা বানানো সহজ কিন্তু কাটার সময় খুব সাবধানে কাটতে হয়। একটু ভুল হলেই আবার প্রথম থেকে করতে হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা শেয়ার করার জন্য।

 7 months ago 

সুন্দর মন্তব্য করে কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা নকশা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44