আমার অনুভূতি ||| শীতের তীব্রতা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা পরিবারসহ সুস্থ এবং ভালোভাবে জীবন অতিবাহিত করছেন আশা রাখি।আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এবং সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ অনেক সুন্দর ভাবে জীবন অতিবাহিত করছি।

IMG_20221224_193045.jpg

গত কয়েকদিন হল এত শীত পড়েছে যেটা সকলের পক্ষে সহ্য করা সবার পক্ষে সম্ভব উঠছে না।অনেকে এই শীতে অনেক গরম পোশাক পরিধান করে বাসার বাহিরে ও ভিতরে কাজ পরিচালনা করছেন।

IMG_20221224_193026.jpg

কিন্তু সবার পক্ষে তো আর এই সব গরম পোশাক কেনা সম্ভব না।না পারছে তারা গরম পোশাক কিনতে,না পারছে তারা গরম পোশাক পরিধান করতে। তাদের এই তীব্র শীতে জীবন অনেকটা অতিষ্ঠিত হয়ে পড়েছে।

IMG_20221224_193020.jpg

অনেকেই এই শীতের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।কারো গরমের চাইতে শীতে ভ্রমণ করা নাকি অনেক শরীরের জন্য ভালো।কিন্তু এই শীতে ভ্রমণ করা তাদের জন্যই ভালো যারা গরম পোশাক কেনার ক্ষমতা রাখেন।

IMG_20221224_193055.jpg

তবে আমার জানা মতে গরমে মানুষ মারা গিয়েছে এমন খবর কখনো পত্রিকায় আসতে দেখি নাই। তবে শীতের মধ্যে অনেক মানুষ তীব্র শীতে মারা গিয়েছে এমন খবর অনেক সময় পত্রিকায় আসতে দেখেছি।

IMG_20221224_193051.jpg

তবে আমার চোখে অনেক কে শীতের মধ্যে বিভিন্নভাবে নিজের শরীরকে গরম করতে অপচেষ্টা করতে দেখেছি। তারা বিভিন্ন জায়গা থেকে খড়কুটো কুড়িয়ে নিয়ে এক জায়গায় করে আগুন লাগিয়ে সেই আগুন তাপিয়ে নিজের শরীরটাকে উষ্ণ করার চেষ্টা করেন।এমন মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।

আর আমরা এমন অন্ধ হয়ে গিয়েছি যে আমাদের এই ধরনের মানুষকে ওইভাবে আমরা থেকে নিয়ে চিন্তা ভাবনা করি না। আমাদের প্রত্যেকের উচিত অবহেলিত নিরীহ মানুষের দিকে এবং তাদেরকে নিয়ে চিন্তা করা আমাদের দরকার।

IMG_20221224_193047.jpg

পরিশেষে একটি কথাই বলবো আমাদের সকলেরই উচিত এরকম অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের অতি জরুরী।আমার মাথায় হট করে এ ধরনের একটি বিষয় আসলো যে এরকম কিছু ছবি সংরক্ষণ করে পরে ঐ বিষয়কে লক্ষ্য করে কিছু ছবি সংরক্ষণ করে সেই সম্পর্কে কিছু লেখা উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- আমার অনুভূতি "শীতের তীব্রতা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

সকাল ৬ টায় প্রাইভেট যেতাম,নাইট গার্ডরা দু-তিনজন মিলে রাস্তার পাশে এভাবে আগুন পোহাতো।মাঝে মাঝে আমিও তাদের সাথে শামিল হতাম।
ভাল্লাগতো বিষয়টা।শীতের দিনে এই মুহুর্তের বিকল্প নেই।শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু ঠিক বলেছেন গরমে মানুষ মারা যাওয়া ঘটনা শুনা যায়নি কিন্তু তীব্র শীতে অনেক সময় মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এখন কয়েকদিন ধরে একটু ঠান্ডা পড়েছে। কিন্তু গ্রামের অনেক মানুষের এই ঠান্ডা সহ্য করার মতো গরম কাপড় নেই। তারা খড়কুটো দিয়ে আগুন পোহানোর জন্য রাতের বেলা দলবেঁধে বসে থাকতো। ধন্যবাদ আপু সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আগুন জ্বালিয়ে শীত নিবারণের এই দৃশ্যটি গ্রাম অঞ্চলেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আসলে তারা অনেক গরিব হবার ফলে শীতের পোশাক কিনতে পারে না, যার কারণে তারা আগুন জ্বালিয়েই শীত নিবারণ করে থাকে। ছোটবেলায় আমিও এইভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেছি অনেকবার।

 2 years ago 

জি ভাই আগুন জ্বালিয়ে এরকম দৃশ্য গ্রামেই দেখা যায়।

 2 years ago 

আপু আমি যখন গ্রামে ছিলাম। ঠিক শীতকাল এলে আমরা সবাই মিলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এভাবে আগুনের মশাল জালাতাম। আমরা সবাই মিলে অনেক সুন্দর ভাবে সময়টা উপভোগ করতাম। আপনার পোস্ট ভিজিট করে মনে পরে গেল। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার লেখার মাধ্যমে আপনার আগের দিনের কথা মনে করিয়ে দিতে পেরেছি এজন্য নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39