DIY ||| আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩২ ||| এসো নিজে করি ||| হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের ভাই ও বোনদের জীবনের সফলতা কামনা করছি এবং সবার জন্য রইল আমার দোয়া। আশাকরি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

received_195707393072943.jpeg

আমি আজ আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে।আসলে বাংলা ব্লগে এই ধরনের প্রতিযোগিতায় আমরা যদি অংশ গ্রহণ করি তাহলে অনেকটাই ভালো লাগে।এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি। প্রতিযোগিতায় সবাই মিলে উপস্থিতি থাকলে ভালো লাগে। কিন্তু আমার মাঝে মাঝে যখন অংশ গ্রহণ করতে পারি না তখন খুব খারাপ লাগে। সব সময় আমার বাংলা ব্লগে খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়,যেটা আমাদের সবারই খুব ভালো লাগে। হারজিত প্রত্যেকটা ব্যাপারেই থাকবে তাই বলে যে এখানে আমরা আমাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরব না এটা নয়। আজ সকালের নাস্তা সেরে তারপরে বারোটার দিকে বসেছি এই প্রতিযোগিতার জন্য ডাই প্রজেক্ট নিয়ে। কাজ করতে করতে কখন যে বিকাল তিনটে বেজে গেছে আমি বুঝতেই পারিনি। তারপরও কাজ শেষ হয়নি। আমার মাথায় একটা চিন্তা ছিলো যে আমি আজ এই কাজটি কমপ্লিট করেই আজ পোস্ট করব। অনেক কষ্ট করে কাজটি কমপ্লিট করেছি এবং অনেক পরিশ্রম ও গেছে। কারণ ডাই পোস্টগুলো এমনই আজ অর্ধেকটা কেটে রাখলে পরের দিন সেগুলো আর মেলানো সম্ভব হয় না হয়তো বা ছোট জিনিস হারিয়ে যেতে পারে।চলুন আর কথা না বাড়িয়ে "হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার" এই ডাই পোস্টটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহ:-

১। হার্ড বোর্ড।
২। পেন্সিল।
৩। কাঁচি।
৪। মার্কার পেন।
৫। জেল পেন
৬। স্কেল।
৭। গাম।
৮। এন্টিকাটার।
৯। আইসক্রিমের কাঠি।
১০। জরির সুতা।

received_238506595281036.jpegreceived_445142901102580.jpeg
received_239367351851934.jpegreceived_709193104266533.jpeg
received_6114323345327538.jpegreceived_674732124453650.jpeg
received_971228093870466.jpegreceived_1190993501547829.jpeg

received_3478503695695234.jpeg

🎸প্রস্তুত প্রণালী🎸

🎸প্রথম ধাপ🎸

received_222965736870795.jpeg

প্রথমে একটি হার্ডবোর্ড নিয়ে পেন্সিল দিয়ে গিটারের উপরের অংশ একে নিয়েছি।

🎸দ্বিতীয় ধাপ🎸

received_889407368846697.jpegreceived_153706234215523.jpeg

received_2769804406488609.jpeg

এবার আরেকটি হার্ডবোর্ড নিয়ে গিটারের নিচের অংশটি একে কেটে নিয়েছি।

🎸তৃতীয় ধাপ🎸

received_1460074798095087.jpeg

গিটারের প্রথম অংশটির মাঝে একটি ছোট গ্লাস দিয়ে গোল বৃত্ত করে একে নিয়েছি ।

🎸চতুর্থ ধাপ🎸

received_183995194352658.jpeg

received_181902407894971.jpeg

মাঝের সেই গোল বৃত্ত এন্টি কাটার দিয়ে কেটে নিয়েছি।

🎸পঞ্চম ধাপ🎸

received_6106906829331754.jpeg

এবার গিটারের দুটি অংশকে একত্রে লাগানোর জন্য একটি লম্বা করে কাগজ কেটে নিয়েছি।

🎸ষষ্ঠ ধাপ🎸

received_731872728486984.jpeg

লম্বা কাগজটির ভেতর থেকে একটি কাগজ উঠিয়ে নিয়েছি যেন কাগজটা পাতলা হয় এবং লাগাতে সুবিধা হয়।

🎸সপ্তম ধাপ🎸

received_943463076772970.jpeg

received_162550409973811.jpeg

এবার গিটারের নিচের অংশটিতে পাতলা কাগজ দিয়ে সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি ।

🎸অষ্টম ধাপ🎸

received_577557560763365.jpeg

received_196472416326382.jpeg

উপরের অংশটি এবার সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🎸নবম ধাপ🎸

received_105476535819324.jpeg

এবার গিটারের উপরের অংশটি পেন্সিল দিয়ে এঁকে লম্বা আকৃতি করে কেটে নিয়েছি।

🎸দশম ধাপ🎸

received_583278027019786.jpeg

গাম দিয়ে গিটারের নিচের অংশ ও উপরের লম্বা অংশটি লাগিয়ে নিয়েছি।

🎸এগারো তম ধাপ🎸

received_605207207646692.jpeg

received_1371905366897162.jpeg

received_1295073154684836.jpeg

এবার গিটারের উপরের অংশটি তে লাগানোর জন্য মার্কার পেন দিয়ে কাগজগুলো কালার করে নিয়েছি।

🎸বারো তম ধাপ🎸

received_1568040613674637.jpeg

received_596686325363834.jpeg

received_2043133906041180.jpeg

গিটারের সামনে ও পিছনে তার লাগানোর জন্য দুই সাইডে ছোট ছোট দুটো কাগজের টুকরো করে নিয়েছি এবং গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🎸তেরো তম ধাপ🎸

received_1150220555661765.jpeg

এবার আইসক্রিমের কাঠি সুন্দর করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়া কাঠি গুলোকে ছোট কাগজের টুকরোর পাশে ছিদ্র করে লাগিয়ে দিয়েছি।

🎸চৌদদ তম ধাপ🎸

received_1063325355060318.jpeg

received_225550606603726.jpeg

সিলভার কালার জেল পেন দিয়ে কালো কাগজের৷ মধ্যে গোল গোল করে এঁকে নিয়েছি।

🎸পনের তম ধাপ🎸

received_765698255133514.jpeg

received_173774118751144.jpeg

এবার গিটারের কাঠির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জরির সুতো দিয়ে লাগিয়ে নিয়েছি ।

🎸ষোল তম ধাপ🎸

received_1574632646351457.jpeg

গিটারের মাথায় সিলভার কালার জেল পেন দিয়ে আরেকটু সুন্দর করে ডিজাইন করে নিয়েছি যাতে গিটারটি দেখতে সুন্দর লাগে আর এই ভাবেই হয়ে গেল আমার "হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার"।এই বার এই "হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই পোস্ট "হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

আপনার চিন্তাশক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। একই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হলো আবার আপনার ছেলেও খুশি হয়ে গিয়েছে দেখছি এটা পেয়ে। কার্ডবোর্ড ব্যবহার করে দারুন একটা গিটার তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।

 last year 

ঠিক বলেছেন ভাই আমার বাবু গিটারটি পেয়ে অনেক খুশি হয়েছে।

 last year 

সত্যিই মুগ্ধ হয়েছি আপনার হার্ডবোর্ডের তৈরি গিটার দেখে। অনেক সুন্দর হয়েছে অনেক দক্ষতা দেখিয়েছেন এটা তৈরীর মাধ্যমে। বিশেষ করে সুন্দর করে ডিজাইন করেছেন অনেক ভালো লাগলো আপু।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার ধন্যবাদ ভাই।

 last year 

আপু প্রতিয়োগিতায় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ৷ আপনি অনেক সুন্দর একটি গিটার তৈরি করেছেন ৷ আপনার গিটার তৈরির প্রস্তুত প্রণালী দেখেই বোঝা যাচ্ছে এটা তৈরিতে আপনার কতটা সময় এবং ধৈর্য লেগেছে ৷ আপনার চেষ্টা খুবই সুন্দর এবং আর্কষনীয় হয়েছে আপু ৷ তবে কালার করলে হয়তো আরো বেশি সুন্দর হতো ৷ এমনিতেও অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷

 last year 

আপনার সহযোগিতামূলক মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এধরনের কাজগুলো ভীষণ সময় সাপেক্ষ কাজ। আর একটু ভুল হলেই সব এলোমেলো হয়ে যায়। যাক আপনি কার্ড বোর্ডের চমৎকার একটি গিটার তৈরি করেছেন। বেশ সুন্দর দেখাচ্ছে এটি।
আপু হার্ড বোর্ড এবং কার্ড বোর্ডের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যেটা দিয়ে গিটার তৈরি করেছেন, এটি কার্ড বোর্ড। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই তবে নিজের মতো করে চেষ্টা করেছি।

 last year 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি গিটার তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্যের সহকারে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গিটার তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার কার্ডবোর্ড দিয়ে তৈরি গিটার বানানো টা দারুন হয়েছে আপু। তবে যে যাই বলুক না কেন আপনার বাবু কিন্তু অনেক খুশি হয়েছে। বাচ্চারা ঠিক যেটা চাই সেটা পেয়ে গেল মায়ের হাতের তৈরি গিটার। কার্ডবোর্ড দিয়ে এত কিছু বানানো যায় তা আমি আগে জানতাম না প্রতিযোগিতার মাধ্যমে জানতে পেরেছি। আমার বাংলা ব্লগে এমন সুন্দর কিছু প্রতিযোগিতা আয়োজন করেন ইউনিক ইউনিক অনেক পোস্ট দেখতে পাই। আপনার জন্য শুভকামনা রইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 last year 

জি আপু আপনার সঙ্গে আমি একমত প্রতিযোগিতায় অনেক কিছু নতুন নতুন বিষয় শিখা যায়।

 last year 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি গিটার বানিয়েছেন। আপনার গিটার দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে কাজের আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য। আপনি খুবই সুন্দর করে কার্ডবোর্ড দিয়ে গিটার তৈরি করেছেন। যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার খুবি সুন্দর হয়েছে। সত্যি আপনার ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

হার্ড বোর্ডের তৈরি সুন্দর গিটার দেখে অনেক ভালো লেগেছে। আপনার ধাপে ধাপে তৈরি করা দেখে শিখে নিলাম।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66504.03
ETH 3578.30
USDT 1.00
SBD 3.03