DIY ||| এসো নিজে করি ||| পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড় ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই দূর-দূরান্ত থেকে বাংলার এপারে ওপারে ও আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা বিধাতার রহমতে ভাল আছেন পরিবারকে নিয়ে। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতার রহমতে ভালো আছি।

IMG_20221011_210003.jpg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি যখনই কোন নতুন কিছু তৈরি করি তখনই আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য আমার মন অস্থির হয়ে থাকে। কখন আমি আমার ভাই বোনদের মাঝে নতুন জিনিস নিয়ে হাজির হব।আমরা যখন কোথাও ঘুরতে বা বেড়াতে যাই তখন স্বাভাবিক ভাবে আমাদের নতুন কিছু ড্রেস পড়তে হয় এবং সেই পোশাক যদি আকর্ষণীয় না দেখায় তাহলে সে ড্রেসের কোন মূল্য থাকে না। তাই একটি ড্রেস কে বা ড্রেসের সৌন্দর্য বাড়ানোর জন্য ড্রেসের জন্য দরকার ভালো ডিজাইন।এই ডিজাইন ও কালার কম্বিনেশন যদি সুন্দর না হয় তাহলে সেই ড্রেসের কোন মূল্য থাকে না, দেখতেও অতটা ভালো লাগে না।আমি আজ আপনাদের সামনে একটি ড্রেসের ডিজাইন তুলে ধরার চেষ্টা করলাম।আপনারা সবাই কম বেশি জানেন যে আমি ছোট্ট একটি বিজনেস করি আর ছোট একজন উদ্যোক্তা হিসেবে প্রতিটি কাজ নিজেকেই করতে হয় কেননা নিজেকে নতুন রূপে তৈরি করে তোলার জন্য।ঠিক সেই জন্য আজকে আমি নিজে একটি ডিজাইন করেছি সেই ডিজাইনটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি।আজকের ডাই পোস্টটির নাম "পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড়"।আর কথা না বাড়িয়ে চলুন "পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড়" ডিজাইন কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। পেন্সিল।
২। রাবার।
৩। স্কেল।
৪। বোতলের মুখ।

received_554913483061975.jpegreceived_512601090326128.jpeg
received_1111584962882314.jpegreceived_459667516142702.jpeg

পস্তুুত প্রণালী

প্রথম ধাপ

received_823702282396575.jpeg

একটি খালি বোতলের মুখ দিয়ে গোল বৃত্ত এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_800145741217859.jpeg

গোল বৃত্তের মাঝখানে স্কেল দিয়ে ফুল অংকন এর জন্য দাগ এঁকে নিয়েছি ।

তৃতীয় ধাপ

received_1165580724374565.jpegreceived_470757515015073.jpeg

received_434608468805909.jpeg

এবার গোল বৃত্তের মাঝখানে যে দাগ গুলো দিয়েছি সেই দা গুলোতে সুন্দর করে প্রত্যেকটা বৃত্তের ভিতরে পাপড়ি একে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_5876999262334244.jpeg

পাপড়ি গুলো আকার পর দুই সাইডের বৃত্তের জ্যা অঙ্কন করে নিয়েছিলাম বৃত্তটি রাবার দিয়ে মিশিয়ে দিয়েছে।

পঞ্চম ধাপ

IMG_20221011_203216.jpg

সব ফুল কমপ্লিট হওয়ার পরে উপর থেকে একটি ফুলের ডাল নিচ পর্যন্ত এঁকে দিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20221011_203428.jpg

এরপর সাইডের আরো দুটি ফুলের ডাল ডিজাইন করে নিয়েছি ।

সপ্তম ধাপ

received_1280654389361157.jpeg

এবার দুই সাইডের ডিজাইন আকাঁর পর নিচের ফুলগুলো আবারও বাঁকা করে দুই সাইডের সবগুলো ফুলের ডাল অঙ্কন করে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20221011_205504.jpg

এবার ফুলের পাপড়ি ও ডাল অঙ্কনের পর ভিতরের ফুলগুলো পেন্সিলের স্কেচে পাপড়িগুলো হালকা করে ফুল অংকন করেছি।

নবম ধাপ

IMG_20221011_210005.jpg

এভাবে ফুলের পুরো ঝারটি সুন্দর করে পেন্সিল স্কেচ করে অংকন করেছি আর এই ভাবেই হয়ে গেল আমার "পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড়"।এবার কাজ সম্পন্ন হয়ে গেলে "পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড়" এর একটি সম্পন্ন ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ।

আমার পরিচয়।📌

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই "পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড়"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ডিজাইন তৈরির সব ধাপ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

Sort:  
 2 years ago 

পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড় বাহ্ দারুন হয়েছে। নতুন একটি ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল গুলোকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ দারুণ নাম দিয়েছেন তো পেন্সিল এর খোঁচায় খুব চমৎকার ঝাঁড় তৈরি করে ফেলেছেন ফুলের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো তবে একটু কালার ছিটিয়ে দিলে বা আর্টের মধ্যে রং মিশিয়ে দিলে আরো বেশি ভালো লাগবে ধন্যবাদ আবারো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 
পোস্টের বিষয় টা শুনে অনেক মজা পেলাম আপু,যে পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড়।আপনি এই ফুলের ঝাড়টি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না, পেন্সিলের খোচায় আবার ফুলের ঝার হয় নাকি! কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম, পেন্সিলের খোঁচায়ও ফুলের ঝাড় তৈরি করা সম্ভব হয়। খুবই দারুণভাবে ফুলের ঝাড় অংকনের প্রতিটি ধাপ শেয়ার করেছেন। আপনার এই অংকন দেখে খুব সহজেই আমরা তৈরি করতে পারব। পেন্সিল দিয়ে ফুলের ঝাড় অঙ্কন উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লেগেছে।

 2 years ago 

পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড় টাইটেলটা পড়ে কেন জানি বেশ হাসি পাচ্ছিল। তবে একদম ঠিক বলেছেন আপু পেন্সিলের খোঁচায় সুন্দর একটি আর্ট তৈরি হয়েছে। ড্রেসের উপর এভাবে ডিজাইন করলে দেখতে বেশ ভালই লাগবে। আসলে ড্রেসের ডিজাইনগুলো যদি ভালো না হয় তাহলে আকর্ষণীয় লাগে না।

 2 years ago 

আপনার মন্তব্যটি আমার অনেক পছন্দ হয়েছে আপু।

 2 years ago 

পেন্সিলের খোঁচায় ফুলের ঝাড় টাইটেল টা দারুণ হয়েছে আপু।পেন্সিল দিয়ে খুব সুন্দর ফুলের ঝাড় অংকন করেছেন।ফুলের ঝার দেখতে খুব ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর করে ফুলের ঝাড় তৈরি করেছেন। আপনার দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার আট করার দক্ষতা অনেক বেশি। খুব চমৎকারভাবে আর্টিস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর আট পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই‌।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে কিছু আঁকা বাঁকা ডালে শেষ পর্যায়ে অনেক সুন্দর ফুল তৈরি করে দিছেন। তবে সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59305.10
ETH 2602.12
USDT 1.00
SBD 2.44