আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২১ ||| শেয়ার কর তোমার ইউনিক পটলের রেসিপি ||| পটল আলু ও ডিমের দোরমা.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা।আশা রাখি সবাই আল্লাহর রহমতে মঙ্গল ভাবে দিনযাপন করছেন আপনাদের পরিবার নিয়ে। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

IMG_20220817_230427.jpg

আমার বাংলা ব্লগে আমাদের @rme দাদা ও মডারেটর ভাই ও বোনেরা আমাদের জন্য সব সময় কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকেন।আমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক আনন্দ ও শান্তি পাই মনে। আর এই কনটেস্ট প্রতিযোগিতার জন্য আমরা সবাই নতুন নতুন রেসিপি দেখার সুযোগ পাই।আর কোন রেসিপি সম্পর্কে যদি কারো জানা না থাকে তাহলে আমরা এখান থেকে সেই প্রিয় রেসিপিটি সংগ্রহ করে বাসায় ট্রাই করি ও পরিবারের সাথে অনেক আনন্দে খেতে পারি। এর সাথে নিজ নিজ পরিবারকে আমার বাংলা ব্লগের কথা জানাতে পারি।আমার বাংলা ব্লগ এবারও আমাদের জন্য আরেকটি প্রতিযোগিতা-২১ ইউনিক পটলের রেসিপির আয়োজন করেছেন।আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে অনেক ধন্য মনে করছি।এবার এই প্রতিযোগিতায় আমি আপনাদের সামনে "পটল আলু ও ডিমের দোরমা" রেসিপি নিয়ে হাজির হয়েছি।জানিনা আমার রেসিপিটি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। তবে আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য শ্রম এবং মেধা দিয়ে রেসিপিটিকে অনেক ইউনিক এবং ব্যতিক্রম করে তোলার জন্য।চলুন আর কথা না বাড়িয়ে এই "পটল আলু ও ডিমের দোরমা" রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার পুরো প্রক্রিয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক।

🛒উপকরণ সমূহঃ

১।পটল।
২।বাদাম।
৩।কাঁচা মরিচ।
৪।পেঁয়াজ।
৫।হলুদ গুঁড়ো।
৬।জিরা গুঁড়ো।
৭।রসুন।
৮।সরিষা।
৯।লবণ।
১০।তৈল।
১১। আদা।
১২। মিষ্টি জিরা।
১৩। ময়দা।
১৪।ডিম।
১৫। আলু।
১৬। এলাচ।
১৭। গোল মরিচ।
১৮। লবঙ্গ।

received_1706841386348450.jpegreceived_398694342181552.jpeg
received_1349634899177497.jpegreceived_2234289016745458.jpeg
received_648533296695231.jpegreceived_1700181867049007.jpeg
IMG_20220817_214126.jpgIMG_20220817_212637.jpg
IMG_20220817_211507.jpgIMG_20220817_211337.jpg

received_375819771221366.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

♨️প্রথম প্রক্রিয়া♨️

received_5622357861163798.jpegreceived_1219334565580469.jpeg

প্রথমে পটলের উপরটা সুন্দর করে চাকু দিয়ে চেঁছে নিয়েছি।

♨️দ্বিতীয় প্রক্রিয়া♨️

IMG_20220817_211810.jpgIMG_20220817_211807.jpg

এবার পটলের এক সাইট ছোট করে কেটে নিয়েছি এবং আর এক সাইড একটু বড় করে কেটে নিয়েছি।

♨️তৃতীয় প্রক্রিয়া♨️

IMG_20220817_211959.jpgIMG_20220817_211957.jpg

IMG_20220817_213015.jpg

পটলের বড় কাটার সাইডে একটি চাকু দিয়ে ভিতরের সম্পূর্ণ বিচিগুলো বের করে নিয়েছি।

♨️চতুর্থ প্রক্রিয়া ♨️

IMG_20220817_215023.jpg

কাঁচা মরিচগুলোর বোটা ফেলে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে পাঠাতে পিষে নিয়েছি।

♨️পঞ্চম প্রক্রিয়া♨️

IMG_20220817_214948.jpgIMG_20220817_213554.jpg

পেঁয়াজের খোসা পরিষ্কার করে নিয়ে পেঁয়াজগুলো পানিতে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো পাঠাতে পিষে নিয়েছি।

♨️ষষ্ঠ প্রক্রিয়া ♨️

IMG_20220817_214535.jpg

বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিয়ে বাদামগুলো পাঠাতে পিষে নিয়েছি।

♨️ সপ্তম প্রক্রিয়া♨️

IMG_20220817_215132.jpg

রসুনের কোয়া গুলো আলাদা করে কোয়ার খোসা ছাড়িয়ে নিয়ে রসুনগুলো সুন্দর করে পিষে নিয়েছি পাঠাতে।

♨️ অষ্টম প্রক্রিয়া♨️

IMG_20220817_215205.jpg

আদার খোসা চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আদাগুলো ধুয়ে নিয়েছি।এরপর আদাগুলো পাঠাতে সুন্দর করে পিষে নিয়েছি।

♨️নবম প্রক্রিয়া♨️

সরিষা গুলো সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাঠাতে সুন্দর করে পিষে মিহি করে নিয়েছি।

♨️দশম প্রক্রিয়া♨️

IMG_20220817_215057.jpg

এবার মিষ্টি জিরা গুলো সুন্দর করে পাঠাতে পিষে একদম মিহি করে নিয়েছি যাতে রান্নাতে দিতে সুবিধা হয়।

♨️এগারো তম প্রক্রিয়া♨️

received_596711571951767.jpeg

এইবার ময়দা নিয়ে ময়দার মধ্যে পরিমাণ মত পানি নিয়ে সেটির সুন্দর একটি মিশ্রন তৈরী করে নিয়ে ছোট ছোট অংশে বিভক্ত করে নিয়েছি।

♨️বারো তম প্রক্রিয়া ♨️

received_819183812779442.jpegreceived_1203772313799480.jpeg

received_807484637292788.jpeg

এবার ডিম এবং আলু এক সাথে সিদ্ধ করে নিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে নিয়েছি এবং আলুর খোসা পরিষ্কার করে নিয়ে আলু ও ডিম একসঙ্গে চটকিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি।

♨️তেরো তম প্রক্রিয়া♨️

received_5830036950349478.jpeg

এবার ফ্রাইপেনে মরিচ বাটা, হালকা হলুদ,পেঁয়াজ কুচি এবং তৈল দিয়ে আলু এবং ডিমের মিশ্রণটি সুন্দর করে ভেঁজে খোমার তৈরি করে নিয়েছি পটলের ভিতরে দেওয়ার জন্য।

♨️চৌদ্দ তম প্রক্রিয়া♨️

IMG_20220817_221939.jpg

এবার এই ডিম ও আলুর খোমারগুলো পটলের ভিতরে সুন্দর করে চামুচের সাহায্যে ঢুকিয়ে নিয়েছি।

♨️পনেরো তম প্রক্রিয়া♨️

IMG_20220817_222639.jpg

এবার এই পটলের মুখ গুলো সুন্দর করে ময়দার মিশ্রণ দিয়ে আবদ্ধ করে দিয়েছি।

♨️ষোল তম প্রক্রিয়া♨️

received_1093509411261709.jpeg

এবার কড়াইয়ে তৈল দিয়ে তৈলটা গরম হয়ে গেলে এই পোটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেঁজে নিয়েছি।

♨️সতেরো তম প্রক্রিয়া♨️

IMG_20220817_224702.jpg

এইবার ফ্রাইপেনে কাঁচা মরিচ, পেঁয়াজ কুঁচি, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাদাম বাঁটা, সরিষা বাটা, মিষ্টি জিরা বাটা,এলাচ,গোল মরিচ, লবঙ্গ, রসুন বাটা, আদা বাটা, লবণ, তৈল এবং পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মসলাগুলো কষিয়ে নিয়েছি।

♨️আঠারো তম প্রক্রিয়া♨️

IMG_20220817_224822.jpgIMG_20220817_224801.jpg

এবার এই কষানো মসলার মধ্যে প্রতিটি পটল সুন্দর করে একটি একটি করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না বসিয়ে দিয়েছি।

♨️উনিশ তম প্রক্রিয়া♨️

IMG_20220817_230354.jpg

এবার ফ্রাইপেনের ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে যখন ঝোল গুলো একদম পটলের গায়ে গায়ে লেগে গেল ঠিক তখনই হয়ে গেল আমার *"পটল আলু ও ডিমের দোরমা"রেসিপি।এবার পরিবেশনের জন্য রেডি করে "পটল আলু ও ডিমের দোরমা" রেসিপির একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- রেসিপি "পটল আলু ও ডিমের দোরমা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপিটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 

ইতিমধ্যে বেশ কিছু পটলের রেসিপি দেখেছি । আপনি ডিম দিয়ে খুব সুন্দর করে রেসিপিটি দেখেছেন আপু । মনে হয় খেতেও খুবই মজা হয়েছে । আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি বর্ণনা করেছেন ।

 2 years ago 

জি ভাই অনেক মজার ছিল।

 2 years ago 

আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে রেসিপিটি। আর নিঃসন্দেহে এটা খেতে সুস্বাদু হয়েছে 😋
দারুন ছিল উপস্থাপনা আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন৷খুব ভালো লাগলো দেখে
আপনার করা ইউনিক পটলের পটলে আলু ও ডিমের দোরমা রেসিপি টা সত্যি অনেক সুন্দর হয়েছে ৷

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

পটলের অনেকগুলো ইউনিক রেসিপি দেখতে পেয়েছি। আপনারটা অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর করে রেসিপিটি করেছেন। সত্যিই ভিন্ন ধরনের রেসিপি দেখলে অনেক ভালো লাগে আপনার টা বেস্ট ছিল।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ওয়াও পটল, আলু ও ডিম দিয়ে আপনার তৈরি করা দোরমাটি দেখতে এতটাই সুন্দর ও সুস্বাদু লাগছে যে জিভে জল আসার উপক্রম।এত সুন্দর ও ইউনিক একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

পটল ডিম ও আলু দিয়ে খুবই মজাদার পটলের দোরমা রেসিপি শেয়ার করেছেন। দেখে খুবই লোভনীয় লাগছে। ইউনিক রেসিপি যা কখনো আগে খাওয়া হয়নি। তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার রেসিপি টা যে চমৎকার হয়েছে তার কোন সন্দেহ নেই। আশা করি খুব সুস্বাদু হয়েছে। তবে আমার সবচেয়ে বেশি ভয় লেগেছে বড় বড় ঝাল গুলো দেখে, কারণ আমি ঝাল একেবারে সহ্য করতে পারি না।

 2 years ago 

ঝাল দেখে ভয়ের কিছু নেই ঝাল গুলো শুধু ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে ভাই।

 2 years ago 

সত্যিই এই পটল রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে ।আপনি মনে হয় খুবই সুস্বাদুভাবে এই রেসিপিটি তৈরি করেছেন দেখেই জিভে জল এসে গেল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39