আমার অনুভূতি ||| আড়ং বুটিকস্-৬।
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?আশা রাখি সকলেই সবার পরিবারসহ অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের ভালোবাসায় ও আল্লাহর রহমতে পরিবারসহ অনেক ভালো আছি এবং সুন্দর সময় অতিবাহিত করছি।
আজকে আমি আপনাদের মাঝে আমার উদ্যোক্তা জীবনের কিছু বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি।জানিনা আমার এই উদ্যোক্তা জীবনের কথা গুলো আপনাদের কতটুকু ভালো লাগে বা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায়।তবে আমি সবসময় চিন্তা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার একটি পরিবার আর এই পরিবারের সঙ্গে আমার প্রতিটি বিষয়ে শেয়ার করব এটাই স্বাভাবিক।কারণ পরিবারের কাছে যেকোনো জিনিস শেয়ার করলে তার ভাল মন্দ মন্তব্য পাওয়া যায় আর সেই ভালো-মন্দ ফিডব্যাক নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই।আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আমার উদ্যোগের নাম আড়ং বুটিকস।
উদ্যোক্তা জীবনে যেমন কষ্ট আছে তেমনি আনন্দ আছে।তবে আনন্দের চেয়ে কষ্টের পরিমাণ হয়তোবা একটু বেশি আমার মনে হয়।কারণ আমার এই উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা থেকেই কথাটি বললাম।কারণ আমাদের মত ছোট উদ্যোক্তাদের দেখা যায় বছরের বারটি মাসের মধ্যে প্রায় নয়টি মাস পরিশ্রম এবং ধৈর্য্য ধারণ করে উদ্যোগের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়।
গত প্রায় দুই মাস ধরে আমার উদ্যোগে ভালো কোন অর্ডার ছিল না যার কারণে আমার উদ্যোগের সাথে জড়িত সকলেরই জীবন অনেক কষ্টে কাটছিল।যেটা নিয়ে আমি প্রত্যেকটি জায়গায় যোগাযোগ করেছি এবং কাজের জন্য প্রত্যেকের কাছে আমার উদ্যোগের পুরো বায়োডাটা দিয়ে রেখেছি যার কারণে বর্তমান সময়ে একটু কাজের অর্ডার পেয়েছি যেটা নিয়ে মোটামুটি একটা ব্যস্ত সময় অতিক্রম করছি আমরা।
বর্তমান সময়ে আমরা কিছু পাঞ্জাবি নিয়ে কাজ করছি যে পাঞ্জাবি গুলোতে হাতের কাজের পরিমান খুব বেশি না তবে মোটামুটি একটা মানানসই ডিজাইন তারা দিয়েছে যেটাকে নিয়েই আমরা কাজ করছি।তবে আড়ং বুটিকস সবসময় হাতের কাজটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি।তাই আমাদের কাজের কোয়ালিটিতে আমরা কখনো একটুও ছাড় দেই না।কারণ আড়ং বুটিকস একটি কথা বিশ্বাস করে সেটি হল কোয়ালিটিতে কোন ছাড়া নেই এবং দামে একটু হলেও কম থাকবে।
বর্তমান সময়ে আমারদের মত ছোট ছোট বুটিক হাউসগুলো অনেকটাই কাজের প্রেসারে পড়েছে কারণ আগামী ঈদকে লক্ষ্য করে অনেকে অর্ডার প্লেস করছে যে অর্ডারগুলো খুব বেশি কোয়ান্টিটির না।যার কারণে ডিজাইনের পরিমাণ অনেক বেশি আর বেশি ডিজাইন নিয়ে কাজ করতে গেলে অনেক সময় কোয়ালিটি ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে কারণ এক একটি ডিজাইনের কাজ এক এক ভাবে করতে হয় আর সঠিকভাবে কাজটি না করতে পারলে সেই কাজটির কোয়ালিটি ধরে রাখা খুবই কঠিন।
আজকের মত এখানেই শেষ করছি তবে আবারো কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- আমার অনুভূতি "আড়ং বুটিকস্-৬"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আপনার উদ্যোক্তা ঘটনাটি আমার ভালো লাগলো অনুপ্রেরণা পেলাম, আমি আড়ং থেকে পাঞ্জাবি কিনে থাকি। এরকম ডিজাইনের পাঞ্জাবি না হলেও এই ফেব্রিকের একটা পাঞ্জাবি আমার কালেকশনে রয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমার এই ডিজাইন এর মত আপনারও পাঞ্জাবি কালেকশনে রয়েছে।
আপনার উদ্যোক্তার কথা গুলো শুনে ভীষণ ভালো লাগলো। আসলে আপু কিছুদিন কাজ থাকবে আবার থাকবে না। এ নিয়েই এগিয়ে যেতে হবে। আশাকরি এখন বেশ ভালো কাজ রয়েছে এবং এই কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। সামনে ঈদ আসতেছে দোয়া রইলো ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
জি ভাই বলেছেন। দোয়া করবেন ভাই আমাদের জন্য।
প্রতিটি ব্যবসায় খারাপ সময় আসে এবং ভালো সময়ও আসে। তবে এক্ষেত্রে অবশ্যই প্রচুর ধৈর্য্য থাকতে হবে। নয়তো বেশিদিন টিকে থাকা যায় না। আপনার প্রচুর ধৈর্য্য আপু। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যাইহোক অনেকদিন পর পাঞ্জাবীর অর্ডার পেয়েছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। পাঞ্জাবীটা সিম্পল হলেও দেখতে খুব সুন্দর লাগছে। অবশ্যই কোয়ালিটি ধরে রাখতে হবে আপু,তাহলে সফলতা নিশ্চিত। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।