DIY ||| এসো নিজে করি ||| চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_1331854390841956.jpeg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের মাঝে চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমেডি নিয়ে হাজির হয়েছি। সবাই চায় নিজেকে সুদর্শন ও সুন্দর রূপের অধিকারী। নিজেকে সুন্দর লাগা এবং নিজের ভেতর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমাদের রয়েছে নানান ধরনের কসমেটিক। এ কসমেটিক আমরা ব্যবহার করলে হয়তো আমাদের কিছুক্ষনের জন্য সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু ভেতর থেকে সৌন্দর্য ফুটে উঠে না। আজকাল বাজারে কোন প্রোডাক্টটির উপরে আমরা বিশ্বাস পাবো। প্রথমে যে প্রোডাক্টটি বের হয় সেই প্রোডাক্টটি কিছু অসাধু ব্যবসায়ী নকল করছে এবং রীতিমত কেমিক্যাল দিয়ে সেই প্রোডাক্টটি ব্যবহারের অনুপযোগী করে সেটি বাজারজাত করছে। কিন্তু আমরা কিভাবে বুঝব কোনটা ভালো কোনটা খারাপ । একি মোরকে একইভাবে একই দেখতে তারা বিক্রি করছে। এই প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আমরা যদি ঘরোয়া ও প্রাকৃতিক কিছু রেমিডি ইউজ করি তাহলে আমাদের শরীর ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কোন ক্ষতি হবে না।আমি আপনাদের মাঝে চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি কোন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ারও সম্ভাবনা নেই।

চুল পরিষ্কার রাখতে আমরা প্রতিদিন চুলের যত্ন নেওয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করি। কিন্তু এই শ্যাম্পু শুধু চুলকে পরিষ্কার রাখে এবং এর সাথে যুক্ত আছে বিভিন্ন রকমের কেমিক্যাল যা চুলের উপকারী নয়। চুলকে দীর্ঘ মেয়াদী মজবুত রাখতে ও চুলের উপকারের জন্য দরকার মেহেদী ।অনেক সময় বাইরে থেকে চুলকে মসৃণ দেখালেও ভেতর থেকে চুল দুর্বল থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি মেহেদি ব্যবহার করি তাহলে এই চুলের দুর্বলতা সেরে যাবে।চুলের যত্নে আমরা বিভিন্ন প্রকার কন্ডিশনার ইউজ করি কিন্তু মেহেদী কে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার।খুশকি দূর করতে মেহেদী অনেক উপকারী। চুলকে সুন্দর পরিপাটি মসৃণ সুস্থ রাখতে হলে সপ্তাহে একবার হলেও মেহেদি ব্যবহার করা উচিত। এই মেহেদির ব্যবহারের ফলে চুলের অনেক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং অনেক উপকৃত হওয়া যায়।

চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি নিয়ে হাজির হয়েছি তা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।মেহেদি পাতা।
২।চা।
৩।নারকেল তৈল।
৪।অ্যালোভেরা।

received_702146941994766.jpegreceived_261754423670325.jpeg

received_1123162332361332.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔘প্রথম ধাপ🔘

received_1088221882242154.jpeg

প্রথমে মেহেদি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি।

🔘দ্বিতীয় ধাপ🔘

received_1159575211867692.jpegreceived_976323663830798.jpeg]

এবার সেই মেহেদি পাতাগুলো ও অ্যালোভেরা একত্রে ব্লেন্ড করে নিয়েছি।

🔘তৃতীয় ধাপ🔘

received_789978125909384.jpeg

এবার একটি পাত্রে চা করে নিয়েছি।

🔘চতুর্থ ধাপ🔘

received_963900798457180.jpeg

এবার সেই চা ঠান্ডা করে নিয়েছি।

🔘পঞ্চম ধাপ🔘

received_434479368951117.jpeg

received_684173060381331.jpeg

ব্লেন্ড করা মেহেদী গুলোর ভিতরে সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে নিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি"।এবার এই "চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 last year 

আসলে আজকাল নকল প্রসাধনীর ভিড়ে আসল জিনিস খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনি খুব চমৎকারভাবে ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেয়ার জন্য একটি প্রাকৃতিক উপাদান তৈরি করেছেন। প্রতিটি উপাদান আমার কাছে চুলের জন্য বেশ উপকারী মনে হয়েছে। আশা করি এটা মেয়েদের জন্য খুব উপকারী একটি পোস্ট হয়েছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার চুলের প্রাকৃতিক উপাদান তৈরি করে দেখানোর জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

অ্যালোভেরা মেহেদি পাতা, চা নারিকেল তেল সবকিছু একসাথে মিক্সড করে চুলের ন্যাচারাল ঘরোয়া রেমিডি তৈরি করেছেন। ঘরোয়া উপায়ে কিভাবে চুলের যত্ন নিতে হয় তার একটি রেমেডি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

হুমমমম আপু আজকাল দিনে ভালো ইউনিক জিনিস পাওয়া বেশ কষ্টের ৷ আর চুলের যত্ন নেওয়া উচিত কারন শরীরের বাহিক্য সৌন্দর্যের জন্য চুল একটা অংশ ৷ তবে এখনকার দিনে বাইরে বের হলে যে ধুলাবালি তাতে চুলের অবস্থা খারাপ ৷ যা হোক ভালো লাগলো আপনার আজকের পোষ্ট টি ৷ নিজ বাড়িতে চুলের যত্ন নেওয়া ভালো বিষয়ে লিকেছেন ৷

 last year 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগছে।

 last year 

ঠিক বলেছেন আপু সৌন্দর্যের জন্য আমদেরকে যে নানা রকম প্রসাধনী ব্যাবহার করা হয় সে প্রসাধনীর প্রতি কোন আস্তা নেই।নকলে ছেয়ে গেছে কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা বড়ো দায়।আপনি চমৎকার ঘরোয়া ও প্রকৃতিক পদ্ধতিতে মেহেদী পাতা,চা,নারকেল তেল ও এলোভেরা দিয়ে চমৎকার পদ্ধতিতে একটি ঘরোয়া রেমিডি শেয়ার করেছেন আপনি।ধাপে ধাপে চমৎকার পদ্ধতিতে শেয়ার করেছেন চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি।ধন্যবাদ আপনাকে সুন্দর রেমিডি টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

একদম ঠিক বলেছেন আপু বর্তমান সময়ে বাজারে এত ধরনের প্রসাধনী কোনটা রেখে কোনটা কিনব খুঁজে পাই না। আবার সব জায়গা থেকে কেনার ও সাহস হয়। এত নকলের ভিড়ে আসল চেনাই মুশকিল। তাছাড়া ঠিকই বলেছেন এরকম ঘরোয়া উপায় যদি বাসায় তৈরি করে নেয়া যায় তাহলে খুব ভালো হয়। এতে চুলের কোন ক্ষতি হয় না। আজকের ঘরোয়া রেমিডিটি খুব ভালো লেগেছে আমার কাছে। সবগুলো উপকরণ ই চুলের জন্য খুব উপকারী মনে হলো।

 last year 

সব সময় পাশে থেকে গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

মেহেদি পাতা এবং অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আপনি খুব সুন্দর এবং উপকারী একটি ঘরোয়া রেমেডি শেয়ার করেছেন। অল্প উপকরণে দারুন একটি জিনিস তৈরি করেছেন আপনি। দেখে ভালো লাগলো। চুলের জন্য আসলেই অনেক হেল্পফুল হবে।

 last year 

অবশ্যই আপু এটি চুলের জন্য অনেক সাহায্যকারী একটি রেমেডি।

 last year 

চুলের যত্নে ন্যাচারাল ঘরোয়া রেমিডি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চুলের যত্নের জন্য আপনি খুবই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমিও মনে করি যে এমন জিনিস ব্যবহার করাটা চুলের জন্য খুবই ভালো।

 last year 

এ ধরনের রেমিডি চুলে ব্যবহার করা অনেক ভালো।

 last year 

আপু আমরা নকল জিনিসের ভিড়ে হারিয়ে গিয়েছি তাইতো ভালো জিনিস কোনটা খুঁজেই পাইনা। তবে আমার মনে হয় সব ধরনের ব্যবহার সামগ্ৰী যদি এভাবে বাসায় তৈরি করে ব্যবহার করা যেতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গের পাশাপাশি চুলের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। এভাবে যদি প্রতি সপ্তাহে একবার চুলের যত্ন নেওয়া হয় তাহলে চলু দেখতে যেমন মসৃণ লাগবে তেমনি চুলের গোঁড়াও শক্ত হবে আর মাথার খুশকি দূর হবে। আপনি আজ খুবই উপকারী একটি ঘরোয়া পদ্ধতি শেয়ার করেছেন। সবগুলো উপকরণ চুলের জন্য খুবই উপকারী।

 last year 

গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

মেহেদী এলোভেরা ও চা দিয়ে অনেক সুন্দর একটি হেয়ার প্যাক তৈরি করেছেন আপনি। এই ধরনের প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে চুলে লাগালে চুল অনেক বেশি ভালো থাকে এবং অনেক সুন্দর থাকে।

 last year 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 85259.28
ETH 1915.67
USDT 1.00
SBD 0.74