DIY ||| নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০২ ||| 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় পরিবার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিটি সম্মানিত সদস্যবৃন্দকে জানাই একরাশ লাল গোলাপের শুভেচ্ছা ও আমার হৃদয়ের ভালোবাসা।

received_4645317235570413.jpeg

আমার জানা মতে ডিজাইন পারে না এমন মানুষ দেখিনা। কারণ আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সব সময় কিছু না কিছু ডিজাইন করছি যেটা আমরা জানি না।যেমন একজন খেটে খাওয়া রিক্সাওয়ালার বাসায় যখন কোন অতিথি আসে ঠিক তখনই রিক্সাওয়ালা ও তার বউ বা পরিবারের সবাই মিলে চেষ্টা করে তার কুড়ো ঘরটিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলার জন্য এবং সুন্দর করে তোলেও। তারা প্রথমে ঘরের ফার্নিচার গুলো কে সাজায়, এরপর সেই ফার্নিচারগুলো পরিষ্কার করে, যাতে আরও আকর্ষণীয় দেখায়।এরপর বিছানার কাপড় গুলো পরিষ্কার করে, বিছিয়ে নেয় তাতে ঘরটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আবার থালি বাসন গুলো পরিষ্কার থাকলেও আবার পরিষ্কার করে নেই। এভাবে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে রাখে যে তার অতিথি এসেছে তার প্রশংসা করে কিন্তু ওই রিক্সাওয়ালা বোঝেনা সে একজন ডিজাইনার হতে পারত।তাই আমিও ঠিক ওই রিক্সাওয়ালার মত একজন ডিজাইনার আর আমার ডিজাইন যদি আপনাদের ভাল লাগে বা মনোযোগ আকর্ষণ করে তবে অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন।আজকে আমি আপনাদের মাঝে আবার একটি ডাই পোস্ট নিয়ে হাজির হচ্ছি।আমার পোস্টটির নাম "নিজের তৈরি শাড়ীর ডিজাইন-২"।এবার চলেন ডিজাইনটি কিভাবে তৈরি করেছি তা নিয়ে কথা বলা যাক।

উপকরণসমূহঃ-

১। কমলা।
২। নীল
৩। এন কে।
৪। ব্লক।
৫। ব্রাশ।
৬। ট্রে।
৭। টেবিল।

IMG_20220712_232441.jpgIMG_20220712_232432.jpg
IMG_20220712_232422.jpgIMG_20220712_232413.jpg

received_579159080314840.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🥻প্রথম প্রক্রিয়া🥻

orca-image-1696372406.jpeg

শাড়িটি টেবিলে বিছিয়ে প্রথমে একটি বড় ব্লক দিয়ে কমলা কালার রং নিয়ে শাড়ীর আচলে ছয়টি সুন্দর ডিজাইন করেছি।

🥻দ্বিতীয় প্রক্রিয়া🥻

এবার শাড়ীর পারে গোল চাকার উপর ছিটানো ব্লক দিয়ে নীল কালার রং নিয়ে ডিজাইন করেছি যাতে শাড়ীটি সুন্দর এবং আকর্ষণীয় দেখায়।

🥻তৃতীয় প্রক্রিয়া🥻

received_1698516833842454.jpegreceived_722386882180499.jpeg

received_764779621626131.jpeg

এবার আঁচলের পরে থেকে পুরো ৪গজ গোল গোল ছোট ব্লকে নীল কালার রং নিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি পুরো শাড়ীর জমিনটি।

🥻চতুর্থ প্রক্রিয়া🥻

received_605271744224042.jpeg

received_354320966875941.jpeg

এইবার ডিজাইন সম্পূর্ণ হলে শাড়ীটিকে রৌদ্রে বেশ কিছুক্ষন শুকিয়েছি যাতে শাড়ীর রং পাকা হয়।

🥻পঞ্চম প্রক্রিয়া🥻

received_1117371649184630.jpeg

এরপর শাড়ীটিকে আয়রন দিয়ে সুন্দর করে আয়রন করে নিয়েছি যাতে রং পাকা হয়ে যায় বা যাতে কোনো ভাবেই ব্লকের রং উঠে না যায়। আর এই ভাবেই হয়ে গেল আমার "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০২" ফিনিশ হল।এবার ফিনিশ করা "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০২" এর একটি সম্পন্ন ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০২"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ..........

Sort:  

Your post was upvoted by @hustleaccepted
Hustle Accepted

hustle accepted.png

We're inviting you to join our communities at:

Hustle Accepted III Quit Porn III Quit Drugs III Q&As III Life-Changing Quotes

 2 years ago 

আপু আপনার নিজের হাতের এই শাড়ির ডিজাইন দেখতে খুবই সুন্দর হয়েছে। এরকম ব্লক করা শাড়ি গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দ হয়েছে আপনার এই শাড়ির ডিজাইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ডিজাইন আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া আপু।

 2 years ago 

আপু আপনার হাতের কাজ দেখে আমি সত্যিই অবাক। আপনি খুব সুন্দর করে একটা শাড়িতে ব্লকের কাজ করেছেন। আপনার শাড়ির কালার টি যেমন সুন্দর তেমন সুন্দর কালারের কাজ আপনি করেছেন। আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আমি চেষ্টা করছি আপু দোয়া করবেন।

 2 years ago 

এক কথায় অসাধারন আপু। আপনি খুব সুন্দর করে একটি শাড়ি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ কারুকাজ। সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে সহযোগিতা মুলক মন্তব্য পেলে উৎসহ অনেক অনেক অংশে বেড়ে যায় ভাই।

 2 years ago 

আপু আপনি নিজের তৈরি শাড়ির ডিজাইন করেছেন। আপনার হাতের ডিজাইন দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। নিজের তৈরি করা জিনিস গুলো পড়ার মজাই আলাদা। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সময় ও ধৈর্য নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আমার কাছে আপনার নিজের হাতে করার ডিজাইনটি অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। নিজের তৈরি করার শাড়ির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে নিজের তৈরি শাড়ির ডিজাইন অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন দেখে আমি সত্যি অবাক হয়েছি আপনি খুবই সুন্দর ডিজাইন করেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন অংকন আপনি আমাদের মাঝে পরবর্তীতে ও শেয়ার করবেন আশা করি।

 2 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাই দোয়া করবেন ভবিষ্যতে আরো ভালো কিছু উপস্থাপন করতে পারি যেন।

 2 years ago 

আপনি নিজের হাতে খুব সুন্দর ভাবে শাড়ির ডিজাইন করেছেন। আমি তো দেখে পুরাই মুগ্ধ। এক কথায় অসাধারণ হয়েছে আপনার শাড়ির ডিজাইন। খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করলেন। বেশ ভালো লাগলো দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার অভিজ্ঞতা দেখে ভীষণ ভালো লেগেছে আমার। আপু শাড়িতে ডিজাইন আপনি নিজে করেছেন বিষয়টা জেনে আমার খুবই ভালো লেগেছে। আপনার ডিজাইন করার শাড়ি দেখে প্রশংসা না করে থাকতে পারলাম না। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডিজাইন নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি আপু। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ।

 2 years ago 

আপনার এই কথাটা আমার দারুণ লাগল আমরা সবাই ডিজাইন পারি তবে সেটা ক্ষেএবিশেষে। আপনার তৈরি শাড়ির ডিজাইন টা সত্যি চমৎকার লাগছে।। অনেক সুন্দর করেছেন ডিজাইন টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু ঠিক বলেছেন ডিজাইন পারেনা এমন কেউ নেই। সবাই দেখছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রতিনিয়ত আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। আজকে আপনার এই শাড়ির ডিজাইন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই প্রথম এমন সুন্দর ও ইউনিক পোস্ট দেখেছি। আপনি খুব সুন্দর ভাবে শাড়ির উপরে এই ডিজাইনগুলো করেছেন। অনেক কিছু অজানা ছিল আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম। যদি কখনো ডিজাইন করি তাহলে আপনার এই পোস্ট আমার কাজে আসবে। ধন্যবাদ এত ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মুল্যবান সময় নষ্ট করে এতো সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67773.53
ETH 2617.28
USDT 1.00
SBD 2.71