DIY || রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট || 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে সালাম। আশা রাখছি বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা বিধাতার রহমতে ভালই আছেন । আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো থাকলে আমারও ভালো লাগে। আমি আপনাদের জন্য আজ কোন রেসিপি কবিতা নিয়ে আসেনি আজ এসেছি একটি ডাই পোস্ট নিয়ে। ডাই পোস্ট তৈরি করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করে পোস্টটি তৈরি করতে হয় । যদি অসাবধানতার কারণে কাগজটি ছিড়ে যায় তাই সেই সাবধানতার কৌশল অবলম্বন করে সেই ডাই পোস্টটি তৈরি করতে হয় । আমাদের ঘরকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে অনেক জিনিস ব্যবহার করতে হয়। বিভিন্ন ভাবে রুমকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তুলতে হয় । আমরা মেয়ে বা ছেলেরা যেই হই না কেন ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা নিজেরাই ঘরে বসে অনেক জিনিস তৈরি করে নিতে পারি। একটি রুমের দেয়ালে যদি কিছু ওয়ালমেট তৈরি করে সাজিয়ে দেই তাহলে সেই ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। তাইতো আমি আজ আপনাদের জন্য রঙিন কাগজ ও চিকিমিকি কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি । আমার ওয়ালমেট এর নাম "রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট"। চলুন আর কথা না বাড়িয়ে এই ওয়ালমেট কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেখে নেয়া যাক।

received_422647856476942.jpeg

উপকরণ সমূহঃ-

১।চার কালার রঙিন কাগজ।
২।চিকিমিকি কাগজ।
৩।গাম।
৪।কাঁচি

received_953290852006157.jpegreceived_565637538266145.jpeg

received_1433028060475024.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🖼️প্রথম প্রক্রিয়া🖼️

received_558826259174681.jpegreceived_1191765624941016.jpeg
received_566387851679492.jpegreceived_562499288761714.jpeg

প্রথমে কাগজগুলো একটা মেজারমেন্ট করে কেটে নিয়েছি।

🖼️দ্বিতীয় প্রক্রিয়া🖼️

received_331165539207394.jpegreceived_5328785780536973.jpeg
received_1200612017418466.jpegreceived_693841178375901.jpeg

এই মেজারমেন্ট করা কাগজ গুলো গাম দিয়ে সুন্দর করে এক একটিকে স্টিক তৈরি করে নিয়েছি।

🖼️তৃতীয় প্রক্রিয়া🖼️

received_787451522420388.jpeg

এবার তিনটি স্টিক দিয়ে একটি ত্রিভুজ তৈরি করেছি।

🖼️চতুর্থ প্রক্রিয়া🖼️

received_1259634158109642.jpeg

received_3228923967388416.jpeg

এই ত্রিভুজের মাঝে বিভিন্ন কালার স্টিক একটি সমান মেজারমেন্ট করে একটি একটি করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🖼️পঞ্চম প্রক্রিয়া🖼️

received_535532224936582.jpegreceived_2982763148682173.jpeg

এবার রঙিন কাগজ মেজারমেন্ট করে এই মেজারমেন্ট করা কাগজ দিয়ে একটি প্রজাপতি বানিয়ে নিয়েছি।

🖼️ষষ্ঠ প্রক্রিয়া🖼️

received_3262519204017909.jpeg

এবার আরেকটি কাগজ মেজারমেন্ট করে কেটে নিয়ে এই প্রজাপতির সুং বানিয়ে নিয়েছি।

🖼️পঞ্চম প্রক্রিয়া🖼️

received_280193987625924.jpeg

এবার চিকিমিকি কাগজটিকে সুন্দর করে ফুলের আকৃতি করে কেটে নিয়েছি কয়েকটি।

🖼️ষষ্ঠ প্রক্রিয়া🖼️

received_987775981930840.jpeg

এবার চিকিমিকি ফুলগুলোকে সুন্দর করে ত্রিভুজে লাগিয়ে দিয়েছি।

🖼️সপ্তম প্রক্রিয়া🖼️

received_1063400557593908.jpeg

এবার ত্রিভুজের ঠিক উপরের মাথায় এই প্রজাপতিকে সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি আর তখনি হয়ে গেল আমার "রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট"।এবার এই "রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট" র একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ-ডাই("রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট")।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু কাগজের তৈরি জিনিস তৈরি করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয় । না হলে কাগজ ছিঁড়ে যেতে পারে । আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে আপু । তবে খুব সুন্দর করে আপনি বানিয়েছেন । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আপনার প্রজাপতির ওয়ালমেট দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার এই পোস্ট ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

ওয়াও!! প্রিয় আপু মনি আপনি রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট তৈরীর প্রতিটি ধাপ খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন যা দেখে সত্যিই আমি মুগ্ধ না হয়ে পারলাম না অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

 2 years ago 

বাহ রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতির ওয়ালমেট তৈরি করে ফেললেন আপু। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর এবং ইউনিক একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রজাপতির এই ওয়ালমেট সত্যি খুব সুন্দর হয়েছে। বেশ সুন্দর একটি প্রজাপতি এবং তার নিচে এত সুন্দর একটি ডিজাইন ।বেশ চমৎকার হয়েছে আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার প্রজাপতির ওয়ালমেট টি সত্যিই চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে ।আর আপনি ঠিকই বলেছেন আমরা নিজেরা চাইলেই নিজেদের ঘরকে সুন্দর করতে পারি বিভিন্ন জিনিস তৈরি করে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আমাদের ঘরকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে অনেক জিনিস ব্যবহার করতে হয়

একদম যথার্থ বলেছেন আপু এই ধরনের জিনিস যদি তৈরি করার পরের ঘরে সাজিয়ে রাখা যায় তাহলে আমাদের ঘর আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

আপনি আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে দেখালেন কিভাবে একটি প্রজাপতির ওয়ালমেট তৈরি করতে হয়। প্রজাপতির ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের রঙিন কাগজের ব্যবহার করেছেন

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

কাগজ পেঁচিয়ে পেঁচিয়ে স্টিক বানিয়ে সেগুলো দিয়ে বানানো ত্রিভুজটি দারুন হয়েছে। ত্রিভুজটির উপরে প্রজাপতিটি দেয়ার কারণে এই ওয়ালমেট টিকে খুবই আকর্ষণীয় লাগছে।
চমৎকার কালার কম্বিনেশন হয়েছে ওয়ালমেটটির।
চমৎকার ওয়ালমেট বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজ আপনার মাধ্যমে নতুন কিছু শিখতে পেলাম আপু। রঙিন কাগজ দিয়ে প্রজাপতি ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটে উঠেছে। নিখুঁত ভাবে পুরো ধাপ গুলো বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর প্রজাপতির ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56