DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ফুল।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। প্রত্যাশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। কিন্তু আমি কিছুদিন হলো প্রচন্ড অসুস্থ । জানিনা কেন মেডিসিন খাওয়ার পরেও সৃষ্টিকর্তা আমাকে সুস্থতা দান করছেন না।

received_703726071797998.jpeg

চলে যাই আসল কথায়, আমরা যে কাজই করি না কেন সব কাজের কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতি অনুসরণ করে যে কোন কাজ সঠিকভাবে করে যাওয়াই সেই কাজের সার্থকতা । অর্থের সাথে যে কাজ সংঘটিত আমি মনে করি সেটা একপ্রকার চাকরির মতোই। আর বর্তমান সময়টা এমন হয়েছে মানুষের ইনকামের সাথে তাদের চাহিদা অনুযায়ী সবকিছুর যোগান দেওয়া সাধারণ জনগণের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। আত্মসম্মান ও মর্যাদা বোধ সবার আছে। তাইতো আত্মসম্মানের ভয়ে সাধারণ জনগণরা নিজেদের আর্থিক অবস্থার কথাও প্রকাশ করতে ভয় পায়। আসলে সমাজে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো এমন এক জায়গায় পৌঁছে গেছে।তারা পারছে না কিছু সহ্য করতে এবং পারছেনা অন্যের মাঝে মনের ভাব প্রকাশ করতে। তাই আমি মনে করি সবাইকে পরিশ্রম করে যেতে হবে এবং কাজ করতে হবে সততার সাথে।আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি "রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ফুল"।চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ফুল"টি কিভাবে তৈরি করেছে তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।গাম।
৩।কাঁচি
৪।কৌটা।
৫।পেন্সিল।

received_1071045030551610.jpegreceived_2786501801500020.jpeg
received_1040553274057478.jpegreceived_274348895413238.jpeg

received_6689237294523367.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_3493145274347363.jpeg

প্রথমে রঙ্গিন কাগজটিকে চার ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_2863363493805698.jpeg

received_3610565845891852.jpeg

এবার সেই চার ভাঁজ করা কাগজটিকে একটি কৌটার মাধ্যমে কলম দিয়ে গোল করে এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_694835642048831.jpegreceived_4310497339175712.jpeg

received_1300058350901564.jpeg

এবার গোল বৃত্তগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1350267085869683.jpegreceived_1692017974607027.jpeg
received_819758806282370.jpegreceived_1357453095150389.jpeg

বৃত্তগুলো চার ভাঁজ করে নিয়েছি ।

পঞ্চম ধাপ

received_295770269855513.jpeg

received_1031447294556714.jpeg

চার ভাঁজ করে নেওয়ার ভিতরে আরেকটি করে ভাঁজ করে নিয়েছি এবং কাঁচি দিয়ে সেই অনুপাতে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_832176525575085.jpeg

received_1656418558176230.jpegreceived_332239906036372.jpeg

এবার কেটে নেওয়া গোল বৃত্তগুলো গাম দিয়ে লাগিয়ে চোখা করে ফুলের শেপ করে নিয়েছি ।

সপ্তম ধাপ

received_1950167045355698.jpeg

received_597674302333881.jpegreceived_1387038291856610.jpeg

এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি ফুল করে নিয়েছি। পরে ফুলের পাপড়ি গুলো কে হাতের সাহায্যে ফুলিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1384643872402402.jpeg

received_1291979674792571.jpegreceived_237646505531771.jpeg

এবার একটি একটি করে পাপড়ি লাগিয়ে নিয়েছি গাম দিয়ে।

নবম ধাপ

received_1071276720918817.jpeg

received_1000702714515283.jpeg

এবার সবুজ কালার আর একটি রঙিন কাগজ নিয়ে পাতার সেভ করে কেটে নিয়েছি ।

দশম ধাপ

received_997655238189278.jpeg

received_177196925404064.jpeg

ফুলের গাছ বানানোর জন্য একটি স্টিক বানিয়ে নিয়েছি।

এগারো তম ধাপ

received_329540222820039.jpeg

ইস্টিকের ওপরে কেটে নিয়েছি এবং ফুলটিকে তার সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি ।

বারো তম ধাপ

received_857227052163131.jpegreceived_763202642228276.jpeg

received_328152103006233.jpeg

এবার ডালের সাথে দুটো পাতা লাগিয়ে দিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ফুল"।এবার এই "রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ফুল" ডাই এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় ফুল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় একটু বেশি লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

জি আপু আপনি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন ডাই তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য ধরে করতে হয়।

 11 months ago 

একদম ঠিক বলেছেন আপু। আমার তো মনে হয় নিম্নবিত্তদের থেকে বর্তমান সময়ের মধ্যবিত্তদেরই কষ্ট বেশি। কারন নিম্নবিত্তরতা লোকজনের কাছে চেয়ে নিতে পারে। মধ্যবিত্ত সেটাও পারেনা। যাই হোক আপু আজকে আপনার রঙিন কাগজে ফুলটি খুবই সুন্দর হয়েছে। গাছের মধ্যে রেখে ছবি তোলার কারণে সত্যিকারের ফুলের মত লাগছে।

 11 months ago 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 11 months ago 

আসলেই কর্মস্থলে সঠিকভাবে কাজ করার মাঝে সার্থকতা রয়েছে। এটা ঠিক এই যুগে চাহিদা অনুযায়ী ইনকাম করতে পারছেন না।যাই হোক আপনার তৈরি কাগজের ফুল টা বেশ সুন্দর হয়েছে। বেশ সময় নিয়ে তৈরি করেছেন। কালারটাও বেশ দারুন ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 11 months ago 

খুব সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপু আপনি আজকে খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ফুল তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। এই ফুল তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ফুলটি আপনি অ্যালোভেরা গাছের মধ্যে ছবি তুলেছেন বলে দেখতে আরো ভালো লাগছে। সবমিলে চমৎকার একটি ফুল তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে একদমই অসাধারণ একটি ফুল তৈরি করে ফেলেছেন আপনি। এই ফুলটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য৷

 11 months ago 

আমার ডাই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে বানানো ফুলটি চমৎকার হয়েছে আপু।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা ও দরুন লগলো।সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ওয়াও আপনি তো অনেক সুন্দর ফুল বানিয়েছেন। আমার কাছে পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। একদম শেষে আপনি একটি গাছের সাথে ফুলটি রেখে দিয়েছেন, হঠাৎ করে কেউ দেখলে হয়তো ভুল করবে সত্যি সত্যি এটি কোন সত্যিকারের ফুল কিনা।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে বানানো চমৎকার হয়েছে।অ্যালোভেরা গাছের উপরে রেখে ফটোগ্রাফি করাতে মনে হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল বানিয়েছেন। চমৎকার ছিল আপু। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়

 11 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

সত্যি আপু বর্তমান সমাজে মধ্যবিত্তরা সবচেয়ে বেশি কষ্টে আছে।আসলে এরা কোন দিক যেতে পারে না। যাইহোক আপু আপনার রঙিন কাগজের ফুলটি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 11 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে ফুলগুলো বানানো একটু কষ্ট। কারণ ফুল গুলো কাটা খুব সাবধানে কাটতে হয়। বিশেষ করে অ্যালোভেরা গাছের সাথে ফটোগ্রাফি করার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। তবে আপু আপনি ঠিক বলেছেন বর্তমান সময়ে মানুষের ইনকাম থেকে মানুষের অন্যান্য চাহিদা বেশি। এই কারণে মানুষ কুল কিনার পাইতেছে না। যাইহোক রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

সব সময় প্রতিটি পোস্টে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48