DIY.এসো নিজে করি/ টিনটিন বাবুর পড়ার চেয়ার টেবিল।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন।

গত ২বছর গেল পড়াশোনার বিষয়টা আমাদের অনেক ভাবিয়েছে। তাই এখন বাচ্চাদের পড়াশোনার বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস হওয়া প্রয়োজন ।কারণ আজকে যে বাচ্চা আগামী দিনে সে হবে আমাদের দিকনির্দেশক। তাই বাচ্চাদের পড়াশোনার প্রতি আমাদের মনোযোগ ফিরিয়ে আনতে হবে। আবার বাচ্চাদের পড়াশোনার প্রতি বেশি চাপ প্রয়োগ করা যাবে না কারণ কোমলমতি ব্রেইনে যদি চাপ দেওয়া হয় তাহলে সেটি সঠিক পথে নাও যেতে পারে। তাই বাচ্চাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সবচেয়ে বড় জিনিস বাচ্চাদেরকে যদি ভালোবেসে কোনো কথা বা কোন কাজ করতে বলেন সেটি সে অধীর আগ্রহে করে। তাই আজকে আমি আপনাদের সামনে টিনটিন বাবুর পড়ার টেবিল চেয়ার উপস্থাপন করতে যাচ্ছি।জানিনা কেমন হয়েছে তবে আপনারা জানেন কেমন হয়েছে।
তাই আর কথা না বাড়িয়ে চলেন যায় কিভাবে টিনটিন বাবুর টেবিল চেয়ার তৈরি করেছি তা আপনাদের দেখাবো।

IMG_20211031_142856.jpg

উপকরণ সমূহঃ-

১। লাল, সবুজ, গোলাপি এবং মিশ্র কালারের কাগজ।

২। কাটুন বক্সের কিছু অংশ।

IMG_20211030_120320.jpg

৩। গাম।

৪। কাঁচি।

৫। কাঠ পেন্সিল।

৬। এন্টি কাটার।

৭। স্টিল স্কেল।

IMG_20211031_145529.jpg

----------প্রস্তুত প্রণালী-------------

------------------প্রথম ধাপ --------------------

IMG_20211030_121000.jpg

IMG_20211030_120528.jpg
কাটুনটাকে স্কেল দিয়ে মার্জিন করে নিয়েছি এবং সেটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এটা টেবিলের ওপরের জন্য ।

--------------দ্বিতীয় ধাপ--------------------

IMG_20211030_122102.jpg

IMG_20211030_121731.jpg
এবার কার্টুনটাকে টেবিলের পায়ের মাপ দিয়ে মার্জিন করে নিয়েছি এবং সে গুলো সুন্দর করে কেটে আলাদা করে নিয়েছি।

-----------------তৃতীয় ধাপ---------------------

IMG_20211030_125700.jpg
মিশ্র কালার রঙিন কাগজটি কেটে নিয়ে কাটুন পেপারের ওপর গাম দিয়ে লাগিয়ে নিয়েছে।

-----------------চতুর্থ ধাপ-----------------------

IMG_20211030_172503.jpg

IMG_20211030_171458.jpg

রঙিন কাগজে টেবিলের পায়ার মাপ দিয়ে সেটাকে কেটে আলাদা করে। সেই রঙিন কাগজ কাটুন পেপারের ওপরে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি ।

-------------------পঞ্চম ধাপ--------------------

IMG_20211030_172911.jpg

IMG_20211030_172702.jpg

এবার রঙিন কাগজ দিয়ে প্যাঁচানো পাগুলো টেবিলের নিচে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

-------------------ষষ্ঠ ধাপ-------------------

IMG_20211031_120621.jpg

IMG_20211031_115330.jpg

রঙিন কাগজ লম্বা করে কেটে নিয়ে টেবিলের নিচ দিয়ে পায়া গুলো সুন্দর ভাবে একটার সঙ্গে আর একটা জড়িয়ে নিয়েছি গাম দিয়ে।

-----------------সপ্তম ধাপ ----------------------

IMG_20211031_142225.jpg
এভাবে তৈরী হয়ে গেল টিনটিন বাবুর পড়ার টেবিল।

-----------------অষ্টম ধাপ-----------------------

IMG_20211030_123356.jpg

IMG_20211030_123224.jpg

IMG_20211030_122540.jpg

এবার চেয়ারের পিছনের অংশ কার্টুন পেপারে পেন্সিল দিয়ে একেঁ সেটাকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে আলাদা করে নিয়েছি।

-----------------নবম ধাপ------------------

IMG_20211031_121532.jpg
এবার রঙিন কাগজ কেটে পিছনের অংশে কাটুন পেপারের ওপর লাগিয়ে নিয়েছি।

-------------------দশম ধাপ------------------

IMG_20211031_135753.jpg

IMG_20211031_125945.jpg

IMG_20211031_122413.jpg

IMG_20211030_124442.jpg

IMG_20211030_124324.jpg

IMG_20211030_124032.jpg

IMG_20211030_123734.jpg
চেয়ারের পা এবং দুই হাতল মার্জিন করে কেটে নিয়েছি এবং সেই মাপে রঙিন কাগজ কেটে গাম দিয়ে মুড়িয়ে নিয়েছি।

---------------এগারো তম ধাপ ----------------

IMG_20211030_123549.jpg

IMG_20211031_121354.jpg

এবার বসার জন্য কাটুন পেপারে একেঁ নিয়ে ভালো করে কেটে নিয়েছি।রঙিন কাগজ সেই মাপ দিকে কেটে গাম দিয়ে কাটুন পেপারের উপর লাগিয়ে নিয়েছি।

--------------বারো তম ধাপ -----------------

IMG_20211031_142021.jpg
এবার চেয়ারের পিছন অংশ,পা গুলো এবং হাতদুটো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল টিনটিন বাবুর চেয়ার তৈরি ।

---------------তেরো তম ধাপ -----------------

IMG_20211031_150741.jpg

টেবিল এবং চেয়ার বানাতে গিয়ে যে রঙিন কাগজের টুকরো এবং কার্টুনের টুকরো বের হয়েছিল সে গুলো দিয়ে ছবি রাখার ওয়াল স্ট্যান্ড তৈরি করেছি টিনটিন বাবুর জন্য।

---------------চৌদ্দ তম ধাপ ------------------

IMG_20211031_142739.jpg

সাদা কাগজ দিয়ে কিছু বই এবং খাতা টিনটিন বাবুর জন্য তৈরি করেছি।

------------পনেরো তম ধাপ -------------------

IMG_20211031_142920.jpg

এবার চেয়ার, টেবিল এবং ছবি আকার অল স্ট্যান্ড সেট করে বই খাতা রেখে দিলাম। এভাবে টিনটিন বাবুর পড়ার জায়গা সাজিয়ে গুজিয়ে একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন পেশায় স্কুল শিক্ষিকা। বাচ্চাদের পড়াতে অনেক ভালোবাসি। আমি একজন মুক্ত মনের মানুষ। বাঙালি হিসেবে নিজেকে সবার কাছে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর আমার বাংলা ব্লগ বাঙালির কথা বলে এবং বাংলা ভাষাকে শ্রদ্ধা করে, সম্মান করে তাই আমার বাংলা ব্লগকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি অনেক বড় পরিবার আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক বেশি গর্বিত মনে করি। আজকে আমি টিনটিন বাবুর পড়ার টেবিল চেয়ার তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আপনাদের কাছে আমার এই হাতের কাজটি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন।

---------সবাইকে ধন্যবাদ ---------

Sort:  
 3 years ago 

দূরদান্ত ডাই প্রজেক্ট ছিল। প্রতিটি ধাপ সুন্দর সাজিয়েছেন। কাজটি খুব কষ্টসাধ্য ছিল। তারপরও সব নিখুঁত ছিল। খুব ভালো লাগলো আপু চালিয়ে যান 。◕‿◕。
অনেক দোয়া রইল 🥀

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য আমার কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিলাম ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনি চেয়ার-টেবিল খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আমি প্রথমে দেখে মনে করছিলাম যে সত্যি কারের চেয়ার টেবিল। পরে দেখলাম যে আপনি এটি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার কাছে চেয়ার-টেবিলটি ভালো লেগেছে এটা শুনে অনেক ভালো লাগলো আর আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো উৎসাহিত করবে।

 3 years ago 

সুন্দর হয়েছে চেয়ার ও টেবিলটি।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিষয়টি।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইল ☺️

 3 years ago 

অসাধারণ মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

টিনটিন বাবুর পড়ার টেবিল অনেক সুন্দর হয়েছে তৈরি। আমার সামনে পরীক্ষা এই রকম চেয়ার টেবিল লাগবে। আপু আমার জন্য বানিয়ে দিয়েন এই রকম চেয়ার টেবিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।আপনার মুল্যবান মন্তব্য করার জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর পড়া টেবিলটি অসাধারণ লাগছ। খুবই সুন্দর করে আপনি চেয়ার টেবিল তৈরি করেছেন। আপনারা তৈরির ধাপ গুলো আমার কাছে খুব সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু সত্যিই চেয়ার এবং টেবিল টা খুব কিউট হয়েছে।

টিনটিন বাবাই এর জন্য খুব উপকারী একটি জিনিস আপনি তৈরি করেছেন কারণ পড়ালেখা করার জন্য চেয়ার এবং টেবিলের প্রয়োজন খুবই বেশি।

এত সুন্দর একটি বিষয় আপনার মাথায় এসেছে এটা সত্যি অবাক করা আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার সহযোগিতামূলক মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আর এটা অনেক চেষ্টা করে তৈরি করেছি। আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুবই সুন্দর করে আপনি চেয়ার টেবিল তৈরি করেছেন। টিনটিন বাবাই এর জন্য খুব উপকারী একটি জিনিস আপনি তৈরি করেছেন। সত্যিই এক কথায় অসাধারণ সাথে আপনার উপস্থাপনা টা দারুন ছিল আপনার জন্য শুভকামনা

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তৈরি টেবিল চেয়ার টি খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে সত্যি সত্যি টেবিল চেয়ার তৈরি করেছেন। প্রতিটি ধাপের বিস্তারিত বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন ,যেটি খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি পড়েছেন এবং দেখেছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি খুবই সুন্দর ভাবে টিনটিন বাবুর জন্য চেয়ার ও টেবিল তৈরি করেছেন।যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে চেয়ারটা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি নিখুঁতভাবে দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

কি অসাধারণ চিন্তাধারা সত্যি আপু মুগ্ধ হয়ে গেলাম। টিনটিন বাবুর জন্য চেয়ার টেবিল তৈরি করছেন পড়ার এবং খুবই ভালো লাগলো প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসম্ভব সুন্দর আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। এমন সহযোগিতামূলক মন্তব্য পেলে কাজের আগ্রহ অনেক গুন বেড়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64865.94
ETH 3547.45
USDT 1.00
SBD 2.33