আত্মনির্ভরশীল ||| আড়ং বুটিক্সের ব্যস্ত সময়।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি। তবে রোজার মাস ও সামনে ঈদের জন্য বেশ ব্যস্ততায় সময় পার করছি।

received_943273747438246.jpeg

আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আপনাদের দোয়ায় প্রতিষ্ঠানটি চলছে বেশ ভালোই। তবে ঈদ আসলে মনে হয় ঘুম হারাম হয়ে যায় কারণ কিভাবে প্রোডাকশনের কাজ শেষ করতে হবে কিভাবে কাজগুলো কমপ্লিট করে সুন্দর একটি প্রোডাক্ট কৃতার হাতে পৌঁছে দিতে পারব সেই চিন্তাটি সবসময় কাজ করে একজন উদ্যোক্তার। তাইতো রোজার আগে থেকেই কিছু অর্ডার ছিল সেগুলো চেষ্টা করেছি কাজের ধারাবাহিকতা ঠিক রেখে কর্মীদের সেন্টারে গিয়ে সেই কাজগুলো তারা কিভাবে করছে তা যাচাই-বাছাই করে দেখা।

received_384881384358577.jpeg

আমি যে প্রোডাক্টগুলো তৈরি করছি সেই প্রোডাক্টের জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই একটি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। কারণ ঈদ মানে একজন উদ্যোক্তার ভালো কিছু পাওয়ার আশঙ্কা।যদিও গতবারে বেশ কিছু শাড়ি অর্ডার ছিল সেগুলো সব প্রোডাকশন করে কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে সব শাড়িগুলো সেল হয়ে গেছে। তবে এবার পাঞ্জাবি ও ওয়ান পিস,এস কে ডি,তাগা বেশ ভালোই অডার ছিল কিন্তু এবার শাড়ির অর্ডার একটু কম ছিল।

received_2980825858721168.jpeg

আর বর্তমানে সবকিছুর যে দাম বেড়ে গেছে তাতে ব্যবসা করাটা আসলে কঠিন অবস্থা হয়ে গিয়েছে। কারণ অনেকেই ভাবে হয়তো আমরা শুধু লাভই করছি কিন্তু তা নয়।কারণ আমাদের সবদিকে তাল মিলিয়ে চলতে হয়।একজন কর্মীর সবকিছু দেখতে হয়। কারণ তাদের বেতনটা ঠিকভাবে দিতে না পারলে আমি আমার প্রোডাকশনের কাজ তাদেরকে দিয়ে কিভাবে চালাবো।

received_2073100183072578.jpeg

প্রথমত আমাদেরকে কর্মীর সুবিধা অসুবিধার দিকে নজর দিতে হয়। তাদের সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহার করি এবং ঠিকভাবে তাদেরকে পরিচালনা না করতে পারি তাহলে আমার প্রোডাকশনেও ভালো কিছু আশা করা যায় না।এক কথায় আমার আড়ং বুটিক্সের বিজনেস একবারে যে জমজমাট তাও নয় আবার একেবারে খারাপ তাও কিন্তু নয়। আপনাদের দোয়ায় চলছে ধীরগতিতে। আমি মনে করি যে কোন কিছু এক লাফে উচ্চস্থানে গেলে সেই স্থান থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। জেনেশুনে বুঝে ধীরগতিতে সামনের দিকে এগিয়ে যাওয়াই ব্যবসার প্রধান পন্থা। আর বিশ্বাস একটি ব্যবসায়ের প্রধান কেন্দ্রবিন্দু।

received_1218939082409461.jpeg

এবার ঈদে চেষ্টা করেছি কিছু প্রোডাকশন আগেই তৈরি করে দেওয়ার জন্য। এর আগেও কিছু মালামাল চলে গেছে তবে আপনাদের মাঝে ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি হঠাৎ মনে হল আমি আমার বাংলা ব্লগে এই মাল চলে যাওয়ার একটি ব্লগ শেয়ার করি তাইতো আজ আপনাদের মাঝে এই ব্লগটি শেয়ার করলাম।বেশ কিছু পাঞ্জাবি রেডি করছিলাম এবং সেগুলো চলে যাবে তার হিসাব মিলিয়ে রাখছিলাম। আসলে রোজার দিন এই কাজগুলো করতে যদিও একটু কষ্ট লাগে তারপরও যার যে কাজ তাকে সেই নিয়ম অনুযায়ী করতেই হবে। পরিশ্রম না করলে জীবনে কোন কিছু করা যায় না। পরিশ্রম জীবনের সফলতা নিয়ে আসে। আর কোন কাজকেই ছোট করে দেখা ঠিক না।যেকোনো ছোট কাজও একটি কর্ম। আমার কিছু প্রোডাকশনের পাঞ্জাবি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো পাঞ্জাবি গুলো কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো মতামত পাব।

received_679984307482272.jpeg

আজ যাচ্ছি আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- আত্মনির্ভরশীল "আড়ং বুটিক্সের ব্যস্ত সময়"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

আসলে আপু এ দুনিয়ায় সকলের চাই স্বাধীনতা। আর স্বাধীনতার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি বিষয়ে উপস্থাপন করেছেন। হয়তো মনের মধ্যে অনেক বিষয়ে এসে দাঁড়াচ্ছে আপনার এই পোস্ট দেখে তবে এই পোস্টগুলো যদি আমাদের পরিবারের বাহ পাড়া-প্রতিবেশী মহিলারা দেখতো বুঝতে তাহলে বুঝতে মানুষের সংগ্রামী জীবন। আপনাদের স্যালুট জানাই দোয়া করব আপনারা ধৈর্য সহকারে আপনাদের কার্যক্রম চালাবেন এবং আল্লাহ এতে সুফল এনে দিবেন। এই কাজে নিয়োজিত আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

 5 months ago 

অনুপ্রেরণা মূলক মন্তব্য করে আমাদের সকলকে কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আসলে আমাদের জীবনে সফলতা অর্জনের লক্ষ্যে আত্মনির্ভরশীলতা একটি বড় বিষয়৷ যদি আমরা আমাদের সফলতার পথকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের অবশ্যই আত্মনির্ভরশীলতা হতে হবে৷ যদি আমরা আত্মনির্ভরশীলতা না হই তাহলে কখনোই আমরা আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারবো না৷ সফলতা কখনোই আমাদের কাছে আসবে না । তাহলে আমরা আমাদের সামনে যেসকল সংগ্রাম গুলো রয়েছে সেগুলো করে যেতে পারব এবং সফলতার শিখরে পৌঁছাতে পারবো৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 5 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্যও অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

পরিশ্রম না করলে আসলেই কোন কিছু করা যায় না। তবে আপু আপনার বিজনেস মোটামুটি ভালই চলছে, এটা জেনে বেশ ভালো লাগলো। বিশেষ করে এই উৎসবের দিনগুলোতে আপনার অনেকটাই ব্যস্ততা থাকে, আর এটাই স্বাভাবিক। তাছাড়া কর্মীদের খেয়াল রাখা এবং তাদের বেতন ঠিকঠাক করে দেওয়া এগুলো কিন্তু ব্যবসার একটা পজেটিভ দিক। তবে বর্তমানে সব জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যবসায় অনেকেরই সমস্যা হচ্ছে । যাইহোক, শুভকামনা রইল আপু আপনার জন্য।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।

 5 months ago 

এই রমজানের ঈদেই মানুষ সব থেকে বেশি পোষাক কিনে থাকে। গত কাল মার্কেটে গিয়েছিলাম। এত পরিমানে মানুষ হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আশা করি এই ঈদের আপনার ভালো ব্যবসা হবে। ভালো কাপড় হলে মানুষ কিনেও বেশি। ধন্যবাদ।

 5 months ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 59541.64
ETH 2637.04
USDT 1.00
SBD 2.45