DIY /এসো নিজে করি / ব্লক প্রিন্ট ডিজাইন নং-০৪.

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ কেমন আছেন?

IMG_20220112_232419.jpg

বর্তমান সময়টা অনেক খারাপ একটি সময় যাচ্ছে বিশেষ করে শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য। তাই এই সময় সবাই সবার পরিবার নিয়ে অনেক ভালোভাবে থাকার চেষ্টা করবেন এবং কোনভাবেই কোন ঠান্ডা খাবার খাবেন না। সবসময় যে খাবারগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন ঠিক সেই খাবার গুলো সব সময় খাওয়ার চেষ্টা করবেন। আর মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি সকল মানবজাতিকে ভাল রাখুক, সুন্দর রাখুক এবং সুস্থ রাখুক এই কামনা করি।

আমি আপনাদের মাঝে আমার উদ্যোক্তা জীবনের অনেক কিছু বিষয় নিয়ে শেয়ার করার চেষ্টা করি।আজকে আমি আপনাদের মাঝে "ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন নং-০৪"শেয়ার করার চেষ্টা করবো।তবে জানিনা আমার এই ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে, কেমন হচ্ছে,দোপাট্টার সঙ্গে এই ডিজাইনগুলো যায় কি না এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে আপনাদের সুচিন্তিত মতামত আশা করি।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। কমলা।
২। গোল্ডেন কালার।
৩। এন কে।
৪। ব্লক।
৫। ব্রাশ।
৬। ট্রে।
৭। টেবিল।

IMG_20220112_230054.jpgIMG_20220112_225151.jpg
IMG_20220112_225110.jpgIMG_20220112_225027.jpg
IMG_20220112_224958.jpgIMG_20220112_224832.jpg

IMG_20220112_225755.jpg

---------- প্রস্তুত প্রক্রিয়া-------

-------------প্রথম প্রক্রিয়া--------------

IMG_20220109_215329.jpgIMG_20220109_215323.jpg
IMG_20220109_215316.jpgIMG_20220109_215231.jpg

দোপাট্টাটি টেবিলে বিছিয়ে প্রথমে চিকন ব্লক দিয়ে গোল্ডেন কালার রং নিয়ে দোপাট্টার আঁচলে এবং দুই পাশে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।

-------------দ্বিতীয় প্রক্রিয়া-------------

IMG_20220109_221529.jpgIMG_20220109_221520.jpg
IMG_20220109_221508.jpgIMG_20220109_221446.jpg

এবার দোপাট্টার আঁচলের মাঝখানে বড় ব্লক দিয়ে গোল্ডেন কালার রং নিয়ে ডিজাইন করেছি যাতে দোপাট্টাটি সুন্দর দেখা যায়।

-----------তৃতীয় প্রক্রিয়া---------

IMG_20220109_222406.jpgIMG_20220109_222334.jpg

IMG_20220109_222327.jpg

দোপাট্টার মাঝের জায়গায় ছোট্ট ব্লকে গোল্ডেন রং দিয়ে মাঝে মাঝে ফুলটি বসিয়ে দিয়েছি যাতে পুরো দোপাট্টার জমিনটিকে ফাঁকা মনে না হয়।

-------------চতুর্থ প্রক্রিয়া------------

IMG_20220110_121313.jpgIMG_20220110_121253.jpg

IMG_20220110_121246.jpg

এবার দোপাট্টার আঁচল এবং দুই পাশে থাকা ফাঁকা জায়গায় কমলা কালার রং দিয়ে একটি ছোট ব্লক বসিয়ে দিয়েছি যাতে পুরা দোপাট্টাটি ডিজাইনে পরিপূর্ণতা আশে।

--------------পঞ্চম প্রক্রিয়া-------------

IMG_20220110_154249.jpgIMG_20220110_154246.jpg

IMG_20220110_154229.jpg

এইবার দোপাট্টাটি কে রৌদ্রে ৪/৫ ঘণ্টা শুকিয়েছি যাতে রং পাকা হয়।

----------------ষষ্ঠ প্রক্রিয়া-------------

IMG_20220112_231920.jpgIMG_20220111_202027.jpg

IMG_20220112_232343.jpg

এরপর দোপাট্টাটিকে আয়রন দিয়ে রং আবার পাকা করে নিয়েছি যাতে কোনো ভাবেই রং উঠে না যায়। আর এই ভাবেই আমার "ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন নং-০৪" ফিনিশ হল।এবার ফিনিশ দোপাট্টার একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি পরিবার যেখানে স্বাধীনভাবে কাজ করতে পারি এবং নিজের লেখা স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারি।তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

--------খোদা হাফেজ-------

Sort:  
 2 years ago 
আপু অনেক সুন্দর করে আপনি ব্লক প্রিন্ট ডিজাইন নং-০৪.আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার কাছে অনেক ভাল লেগেছে এরকম ব্লকের কাজ আমি আগে অনেক করেছি অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু ডিজাউন টা দারুন হয়েছে খুবই ভালো লাগছে দেখতে।ডিজাইন বিষয়ে ততোটা পারদর্শী না তবে চোখের ভালো লাগাই হলো আসল আমার কাছে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65306.74
ETH 3488.89
USDT 1.00
SBD 2.51