DIY ||| এসো নিজে করি ||| অকেজো শপিং ব্যাগ দিয়ে সুন্দর ফুল তৈরি ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আশা রাখছি বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা বিধাতার রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

received_1109677866291292.jpeg

আজ আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের বাসায় পড়ে থাকা অনেক জিনিস দিয়েই কিন্তু নতুন নতুন কিছু ডাই তৈরি করতে পারি।অনেক অকেজো জিনিস দিয়েও কিন্তু অত্যাধুনিক জিনিস তৈরি করে ঘরের সৌন্দর্য বর্ধন করা যায়। ফুল ভালবাসেনা এমন লোক আমার জানামতে পৃথিবীতে নেই। ফুলের সৌন্দর্যের পূজারী সবাই। ফুলকে সবাই ভালবাসে। তাইতো আমি আজ আপনাদের মাঝে একটি ফুলের ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। ঈদ ও বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের চলে এলে আমরা মার্কেটে গিয়ে নানা রকমের শপিং করে থাকি। এই শপিং এর সময় অনেকগুলো গাদাগাদা ব্যাগ আমাদের কাছে বাসায় পড়ে থাকে। আমি সেই শপিং ব্যাগ দিয়ে আজ ফুলের ডাই পোস্ট তৈরি করেছি। আমার ডাইটির নাম "অকেজো শপিং ব্যাগ দিয়ে সুন্দর ফুল তৈরি"। আশা করবো আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে এই ডাই পোস্ট কিভাবে তৈরি করেছি তা নিচে দেখে নেয়া যাক।

উপকরণ সমূহঃ

১।শপিং ব্যাগ ।
২।গাম।
৩।কাঁচি।
৪।পেনসিল।
৫।সুই।
৬।সুতা।

received_774875870364499.jpegreceived_5431820983578270.jpeg
received_554445739758214.jpegreceived_394686505983621.jpeg
received_375363134710933.jpegreceived_756294258961711.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🖼️প্রথম প্রক্রিয়া🖼️

received_3318999488370539.jpeg

শপিং ব্যাগটিকে সুন্দর করে কয়েকটি মেজারমেন্ট করে কেটে নিয়েছি।

🖼️দ্বিতীয় প্রক্রিয়া🖼️

received_604422841203516.jpeg

এবার মেজারমেন্ট করা শপিং ব্যাগটির কাটিংকে সুন্দর করে কয়েকটি ভ্যাজ করে নিয়েছি।

🖼️তৃতীয় প্রক্রিয়া🖼️

received_779252100096026.jpeg

এরপর ভ্যাজ করা শপিং ব্যাগের অংশটিকে মারর্কার দিয়ে সুন্দর করে মার্জিন করে নিয়েছি।

🖼️চতুর্থ প্রক্রিয়া🖼

received_1097113701200526.jpeg

received_798579701310535.jpeg

এবার মার্জিন করা শপিং ব্যাগের টুকরা গুলোকে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি যাতে একটি ফুলের পাপড়ির মত দেখায়।

🖼️পঞ্চম প্রক্রিয়া🖼️

received_751598305959334.jpeg

এরপর এই ফুলের পাপড়ি গুলোর একসাইড কাঁচি দিয়ে কিছু অংশ কেটে ফাঁকা করে দিয়েছি।

🖼️ষষ্ঠ প্রক্রিয়া🖼️

received_5338337442922464.jpeg

received_575400080799198.jpeg

এই ফাঁকা অংশকে আইকা গাম দিয়ে এক জায়গায় যুক্ত করে নিয়েছে আর এটি ফুলের পাপড়ির আকার ধারণ করেছে।

🖼️পঞ্চম প্রক্রিয়া🖼️

received_754240805795222.jpeg

এবার শপিং ব্যাগটিকে একটি মেজারমেন্ট করে একটি অংশকে কেটে নিয়েছি।

🖼️ষষ্ঠ প্রক্রিয়া🖼️

received_742705480314115.jpeg

এবার এই মেজারমেন্ট করা অংশটিকে কাঁচির মাথা দিয়ে অর্ধেক কুঁচি কুঁচি করে এপাশ-ওপাশ কেটে নিয়েছি।

🖼সপ্তম প্রক্রিয়া🖼️

received_1980944638742900.jpeg

এবার এই কাঁচি দিয়ে কাটা অংশটি কে সুন্দর করে গাম দিয়ে এক জায়গায় করে নিয়েছি যা ফুলের পাপড়ির মত দেখাচ্ছি।

🖼️অষ্টম প্রক্রিয়া🖼️

received_1260191864729046.jpeg

এবার প্রতিটি পাপড়ি একটির পর একটি গাম দিয়ে আটকিয়ে নিয়েছি।

🖼️নবম প্রক্রিয়া🖼️

received_5257694850990871.jpeg

এইবার এই ফুলের পাপড়িগুলো একটির পর একটি স্থাপন সম্পূর্ণ হয়ে গেল কাঁচি দিয়ে কাটা ফুলের মাঝের অংশটিকে মাঝখান বসিয়ে দেয় আর এইভাবেই হয়ে গেল আমার "অকেজো শপিং ব্যাগ দিয়ে সুন্দর ফুল তৈরি"। এই বার এই "অকেজো শপিং ব্যাগ দিয়ে সুন্দর ফুল তৈরি" এর একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ-ডাই "অকেজো শপিং ব্যাগ দিয়ে সুন্দর ফুল তৈরি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

যিনি কাজ করতে জানে কাজও তার কাছে হার মানে যেমনটি আপনার কাছে। অকেজো শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়ে আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার চিন্তাভাবনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই এবং অনেক উৎসহ পেলাম।

 2 years ago 

আপনার কাজটি অনেকে ইউনিক ছিল এবং আইডিয়াটি ভালো ছিল।

 2 years ago 

অকেজো শপিং ব্যাগ দিয়ে আপনি খুব সুন্দর ফুল তৈরি করেছেন। তখন গ্রামে গিয়েছিলাম তখন দেখছিলাম কেউ একজন এটা তৈরি করেছিল আমার আসলে ভালই লাগছিল। তবে আমি এটা তৈরী করতে পারি না, আপনি খুব সুন্দর ভাবে এটা তৈরি করার পদ্ধতি বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু এক কথায় অসাধারণ হয়েছে আপনার তৈরি অকেজো শপিং ব্যাগ দিয়ে সুন্দর ফুল তৈরি। ফুলটি দেখতে ভীষন রকম সুন্দর লাগছে। বিশেষ করে লাল রঙের শপিং ব্যাগ ব্যবহার করার কারণে ফুলটি বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। খুব সহজ করে অকেজো শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরির পদ্ধতিটি দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পুরনো শপিং ব্যাগ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারন কারুকাজ দেখেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করে যাচ্ছি ভাই।

 2 years ago 

ঘরে পড়ে থাকা শপিং ব্যাগ দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এতো সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 years ago 

ওয়াও! এটা নিঃসন্দেহে একটা ক্রিয়েটিভ কাজ করেছেন। আপনার এই কাজটি আমার অনেক ভালো লেগেছে আপু। চালিয়ে যান সফলতা পাবেন। দোয়া রইলো।

 2 years ago 

আমার করা ডাই আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

শপিং ব্যাগ দিয়ে আপনি খুবই সুন্দর ফুল তৈরি করেছেন, এটা একদম সত্যি কারি ফুলের মতোই দেখতে, খুবই সুন্দর হয়েছে আপনার আজকেরে ফুল আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি ঈদের সময় শপিং করার সময় অনেক ব্যাগ আমরা সংগ্রহ করতে পারি সেই শপিং ব্যাগ সংগ্রহ করে আপনি অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে আপনার শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করছি ভাই এভাবে আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো কিছু করতে পারবো ইন-সা-আল্লাহ।

 2 years ago 

পরিত্যক্ত শপিং ব্যাগ ব্যবহার করে খুবই সুন্দর এবং কালারফুল ফুল প্রস্তুত করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে

 2 years ago 

চেষ্টা করছি ভাই।

 2 years ago 

অকেজো শপিং ব্যাগ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরি কিন্তু এই ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। লাল রঙের কারনে এটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43