DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজের ওয়ালমেট ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম / নমস্কার।

আলহামদুলিল্লাহ আমি পরিবারসহ সুস্থ আছি এবং সুন্দরভাবে সময় অতিবাহিত করছি।মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি সকল মানবকে সুস্থ রাখুক এবং সুন্দর ভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক।

IMG_20230124_194442.jpg

আমি আপনাদের মাঝে সবসময় রেসিপি,কবিতা, গল্প এবং কিছু ডিজাইন নিয়ে ব্লগ প্রকাশ করে থাকি।আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হতে যাচ্ছি।জানিনা আমার এই ডাই পোস্টটি আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পারবে।আমরা প্রত্যেককেই চেষ্টা করি নিজের বসবাসের জায়গাটিকে কিভাবে সুন্দর ভাবে সবার সামনে উপস্থাপন করা যায়।ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি বসবাসের জায়গাটিকে আরেকটু সুন্দর করার জন্য "রঙিন কাগজের ওয়ালমেট" তৈরি করে সবার সামনে উপস্থাপন করার।একা একা বসে থাকতে থাকতে চিন্তা করলাম যে ব্যতিক্রম কিছুই তৈরি করা যায় কি না।মনে পড়ল যে রঙিন কাগজ তো বাসায় আছে দেখি না একটু কিছু তৈরি করা যায় কি না।আর সেই চিন্তাভাবনা থেকেই শুরু করা এবং হয়ে গেল আমার সুন্দর একটি ওয়ালমেট।আর কথা না বাড়িয়ে চলুন এবার "রঙিন কাগজের ওয়ালমেট" ডাই পোস্টটি কিভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ এবং প্রসেস নিয়ে আপনাদের সাথে আলাপ করা যাক।

প্রয়োজনীয় উপকরণসমূহঃ-

১. রঙিন কাগজ।
২. গাম।
৩. পেন্সিল।
৪. কাঁচি।
৫. সাদা মোটা কাগজ।

received_564797365667127.jpegreceived_1247320759196458.jpeg
received_1348325839322984.jpegreceived_696350888644538.jpeg

received_3457912244484652.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_3395394230706718.jpeg

প্রথমে সাদা মোটা কাগজটিকে পেন্সিলের সাহায্যে অর্ধচন্দ্র একে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_860131581928574.jpeg

এবার এই অর্ধচন্দ্র টিকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_1333661617179977.jpeg

এবার লাল রঙিন কাগজটিকে সুন্দর করে মেজারমেন্ট করে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_2728105367332550.jpeg

এবার এই লাল রঙ্গিন কাগজগুলোকে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_2181845018673814.jpeg

এরপর সবুজ রঙিন কাগজ গুলো মেজারমেন্ট করে ভাজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_573650937694025.jpeg

এবার এই ভাঁজ করা সবুজ রঙিন কাগজগুলো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_840498980349249.jpeg

এবার সাদা মোটা কাগজের সাইড দিয়ে গাম লাগিয়ে নিয়েছি এবং লাল পাপড়িগুলো একটির পর একটি লাগিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

received_874084307184398.jpeg

এবার এর নিচে আবার গাম লাগিয়ে সবুজ রঙিন কাগজের পাপড়ি গুলো একটির পর একটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_904165714264957.jpeg

লাল রঙিন কাগজটির চারদিকে চারটি পাপড়ির স্টাইল করে কেটে নিয়েছি।

দশম ধাপ

IMG_20230124_194445.jpg

এবার এই চার সাইডের পাপড়ি যুক্ত লাল রঙিন কাগজের টুকরাটি মাঝখানে লাগিয়ে নিয়েছি আর তখনই হয়ে গেল আমার "রঙিন কাগজে ওয়ালমেট" ডাই পোস্ট।এবার এই "রঙিন কাগজের ওয়ালমেট" ডাই পোস্টটির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজের ওয়ালমেট"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট বানিয়েছেন আপু। আসলে এ ধরনের ওয়ালমেট গুলো খুবই ভালো লাগে দেখতে। আর লাল সবুজের কম্বিনেশনটা অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি সবসময় চেষ্টা করেন চমৎকার চমৎকার কিছু এবং নতুনত্ব নিয়ে আসার জন্য, তারই ধারাবাহিকতায় আজকে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন যেটা খুবই চমৎকার সকলের কাছে ভালো লাগবে বলেন মনে করি।

 2 years ago 

চেষ্টা করছি ভাই।

 2 years ago 

আসলেই সময় দিয়ে ধৈর্য ধরে যদি কোন কিছু করা হয় তাহলে সফলতা আছে এবং সৌন্দর্য আসে সেই জিনিসের।আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে।এই ধরনের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক চমৎকার এবং দারুন কালার কম্বিনেশন এর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।
ঘরের দেয়ালে লাগিয়ে দিলে ঘরে সৌন্দর্য বাড়িয়ে দেবে।।

 2 years ago 

জি ভাই আপনি ঠিক বলেছেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালম্যাট তৈরি করেছেন। আমার কাছে এই ধরনের কাগজের কাজ দেখতে ভাল লাগে। আপনি বিভিন্ন ধাপে কাগজ কেটে ম্যাট এর কাজ সম্পন্ন করেছেন। কাগজের রং সিলেকশন ভাল হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া ভাই।

 2 years ago 

কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুবই সুন্দরভাবে ফুটে উঠে যা আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন দেখছি। ঘন ঘন করে পাতাগুলো হওয়ার কারণে একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। এটি তৈরি করতে মনে হয় আপনার অনেক সময় লেগেছে। যা দেখেই বোঝা যাচ্ছে। ভালোই ছিলো আপনার আজকের এই ওয়ালমেট তৈরি।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কমিউনিটিতে প্রায় দেখি সবাই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানায়। ফুল বানায়। আরও অনেক কিছু বানায়। আজকে আপনাকেও দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করলেন। আপনার বানানো ওয়ালমেট টি কিন্তু বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57307.38
ETH 2434.94
USDT 1.00
SBD 2.32