DIY /এসো নিজে করি/ কয়েন চকলেটের খোসা এবং পেস্ট বক্স দিয়ে কলমদানি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিটির সকল সদস্যবৃন্দ দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই পোস্টটি পড়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ তীব্র শীতের মধ্যে শীতকে অপেক্ষা করে আমার পোস্টটি আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ছেন।তবে সবার উদ্দেশ্যে আমার একটি কথা এই শীতের মধ্যে সব সময় নিজের এবং পরিবারের অন্যান্য সদস্য বৃন্দের যত্ন নিবেন এবং খাবারের প্রতি যত্নবান হবেন।

IMG_20220201_212711.jpg

আমি সব সময় আপনাদের মধ্যে ভিন্ন কিছু এবং ভিন্নভাবে নিয়ে আসার চেষ্টা করি। জানিনা আমার সেই চেষ্টাটি সফল কিনা তবে সফলতা সম্পূর্ণটাই আপনাদের হাতে। যদি আপনাদের কাছে আমার পোস্টটি ভিন্ন এবং নতুনত্ব হয় তবে আমি সফল এবং আমার পরিশ্রম সার্থক। আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি জানি না আমার ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমি চেষ্টা করেছি আমার সম্পূর্ণ শ্রম ও মেধা দিয়ে।আজকে আমি কয়েন চকলেট খোসা এবং ক্লোজআপ পেস্ট এর বক্স দিয়ে তৈরি করেছি একটি ডাই যার নাম "কয়েন চকলেটের খোসা এবং পেস্টের বক্স দিয়ে সুন্দর কলমদানি"।আর কথা না বাড়িয়ে চলেন এই ডাই পুষ্টিটি কিভাবে তৈরি করেছি তার পুরো প্রসেসটি আপনাদের সাথে আলাপ করি।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। ক্লোজআপ পেস্টের বক্স।
২। রঙিন কাগজ।
৩। কয়েন চকলেটের খোসা।
৪। গাম।
৫। কাঁচি।
৬। চিকিমিকি স্টিকার।

received_969033363726606.jpegreceived_1311227049379492.jpeg
received_458579235973327.jpegreceived_1106934409852225.jpeg
received_648283176225809.jpegreceived_520836759233369.jpeg

---------- প্রস্তুত প্রক্রিয়া-------

-------------প্রথম প্রক্রিয়া-------------

received_901861027036856.jpeg

প্রথমে ক্লোজআপ পেস্ট এর বক্সটিকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি।

-------------দ্বিতীয় প্রক্রিয়া------------

received_997241527557628.jpeg

রঙিন কাগজ মেজারমেন্ট করে কেটে গাম দিয়ে সুন্দর করে রঙিন কাগজ ক্লোজআপ পেস্টের বক্সের উপর দিয়ে লাগিয়ে নিয়েছি।

------------তৃতীয় প্রক্রিয়া---------

received_665998451512504.jpeg

এবার চিকিমিকি স্টিকার একটা মেজারমেন্ট করে লম্বা করে কেটে নিয়েছি।

------------চতুর্থ প্রক্রিয়া-----------

received_919894125561757.jpegreceived_2155112671309376.jpeg

received_1203770273764127.jpeg

এবার লম্বা করে স্টিকার মেজারমেন্ট করে কেটে নেওয়ার পর এটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কয়েন চকলেটের খোসাকে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি

--------------পঞ্চম প্রক্রিয়া--------------

received_505143460947585.jpegreceived_1116913585737575.jpeg

বক্সটির ঠিক উপরে এই চিকিমিকি স্টিকার সুন্দর করে লাগিয়ে দিয়েছি।

---------------ষষ্ঠ প্রক্রিয়া------------

received_4759914914097069.jpegreceived_1010957302828309.jpeg

IMG_20220201_212748.jpg

এইবার বক্সের মাঝখানে কয়েন চকলেটের গোল খোসাটি সুন্দর করে দুই সাইডে দুইটি লাগিয়ে দিয়েছি এবং চিকিমিকি স্টিকার ছোট ছোট করে কাটা অংশগুলো এর চতুর সাইডে সুন্দর করে লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "কয়েন চকলেটের খোসা এবং পেস্টের বক্স দিয়ে সুন্দর কলমদানি"।এবার কলমদানির একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।আমি কবিতা লিখতে, নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি পরিবার যেখানে স্বাধীনভাবে কাজ করতে পারি এবং নিজের লেখা স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারি ।তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

-------খোদা হাফেজ-------

Sort:  
 2 years ago 

কয়েন চকলেটের খোসা এবং পেস্ট বক্স দিয়ে কলমদানি তৈরি ইউনিক আইডিয়া ছিলো দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার কাছে আমার পোস্টটি ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

অপ্রয়োজনীয় উপাদান গুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন । যেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে । তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গঠনমূলক মন্তব্য অনেক আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

 2 years ago 

আপনি অনেক যত্নসহকারে তৈরি করেছেন চকলেটের খোসা এবং পেস্ট বক্স দিয়ে কলমদানি আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্যটি করেছেন।

 2 years ago 

কয়েন চকলেটের খোসা এবং পেস্ট বক্স দিয়ে কলমদানি তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। কলমদানিটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি দারুন একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দিয়েছে ধন্যবাদ আপু।

 2 years ago 

ফেলনা জিনিস দিয়ে কত সুন্দর একটি ক্রাফট। আমার কাছেও খুব ভালো লাগে এরকম ফেলনা জিনিস দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে।আপনার এই কলমদানি তৈরি করার পদ্ধতি খুব ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দারুন তৈরি করেছেন কলমদানি টি। রং টিও আমার খুব পছন্দ হয়েছে। আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লেগেছে। এখন মনে হলো আমার পরিশ্রম বিফলে যায়নি। অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64268.75
ETH 3495.22
USDT 1.00
SBD 2.51