DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে একটি নকশা।

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামু আলাইকুম। প্রত্যাশা করি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে এই প্রচন্ড গরমে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে এখন একটু সুস্থ আছি। তবে একদম যে পরিপূর্ণ সুস্থ তা বললেও ভুল হবে। তারপরও এই অসুস্থ অবস্থায় চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে কাজের ধারাবাহিকতা ঠিক রেখে নতুন ব্লগ নিয়ে হাজির হওয়ার জন্য। কারণ একটা জিনিস আমি মনেপ্রাণে বিশ্বাস করি।

received_3880809692154952.jpeg



যেকোনো কাজে যদি লেগে থাকা যায় তাহলে সেই কাজের সফলতা নিশ্চিত।তাইতো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে প্রতিদিন নতুন কোন ব্লগ নিয়ে হাজির হতে। আজও তার ব্যতিক্রম নয় আজ আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙ্গিন কাগজ দিয়ে যে কোন ডিজাইন করলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে। রঙিন কাগজ দিয়ে ঘর সাজালেও দেখতে ভালো লাগে। একটি সময় এই রঙিন কাগজ দিয়ে ঘর সাজানো হতো। বিয়ে বাড়ি,জন্মদিন বা কোন অনুষ্ঠানে এই রঙিন কাগজ দিয়ে সাজানো হতো। হয়তো এখন তা সচরাচর দেখা যায় না। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় এর প্রচলন আছে। আমি আজ আপনাদের মাঝে "রঙ্গিন কাগজে একটি নকশা" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজে একটি নকশা" কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।রঙিন কাগজ।
২।পেন্সিল।
৩।কাঁচি।

received_803015465082532.jpegreceived_1220739552222315.jpeg

received_1760815091109548.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔯প্রথম ধাপ🔯

received_3794831524086899.jpeg

প্রথমে রঙিন কাগজটি কোনা কোনি করে ভাঁজ করে নিয়েছি।

🔯দ্বিতীয় ধাপ🔯

received_957222619399398.jpeg

ভাঁজের অংশটি রেখে বাকি অংশটি কেটে নিয়েছি।

🔯তৃতীয় ধাপ🔯

received_1006071277788624.jpeg

এবার কেটে নেওয়া কাগজটি ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

🔯চতুর্থ ধাপ🔯

received_1854306738365086.jpeg

সেই ত্রিভুজ আকৃতি কাগজটির ভেতরে আরেকটি ভাঁজ করে নিয়েছি।

🔯পঞ্চম ধাপ🔯

received_1650694875735479.jpegreceived_638957561754303.jpeg

এবার একটি পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নিয়েছি ।

🔯ষষ্ঠ ধাপ🔯

received_749653687314134.jpeg

ডিজাইন এঁকে নেওয়া অংশের ঠিক মাঝের ডিজাইনটি কেটে নিয়েছি।

🔯সপ্তম ধাপ🔯

received_811223957526031.jpeg

এবার সাবধানে এদের সাথে কাগজের পিছনের অংশটিও কেটে নিয়েছি।

🔯অষ্টম ধাপ🔯

received_1181898433182424.jpegreceived_1109065693479594.jpeg

এবার ডিজাইন টি কেটে নেওয়ার পর খুব সাবধানের সাথে দুটো ফুল খুলে নিয়েছি।

🔯নবন ধাপ🔯

received_3010442889097781.jpeg

দুটো ফুল খুলে নেওয়ার পর পর্যায়ক্রমে সাবধানের সাথে সবগুলো ফুল খুলে নিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজে একটি নকশা"।এবার এই "রঙিন কাগজে একটি নকশা" ডাই এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে একটি নকশা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

RNFetchBlobTmp_03d29u40mvnu59lndy9o3r.jpg

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 7 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি নকশা তৈরি করেছেন আপু।আপনার করা নকশাটি দেখতে দুর্দান্ত লাগছে।খুবই আকর্ষণীয় লাগছে।প্রতিটা ধাপ খুবই নিখুঁতভাবে তুলে ধরেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 7 months ago 

রঙিন কাগজের নকশা তৈরি দেখেই তো আমি মুগ্ধ হয়েছি। এই ধরনের রঙিন কাগজের ওয়ালমেট তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন একদম নিখোঁত ছিল, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। নকশাটি সিম্পল হলেও দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই ধরনের নকশাগুলো ঘরে সাজিয়ে রাখলেই ঘরে সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। এই ধরনের নকশা গুলো কাটতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সুন্দর একটি নকশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 7 months ago 

জি আপু এ ধরনের কাগজ কাটতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।

 7 months ago 

খুব সুন্দর একটি রং এর কাগজের নকশা আমাদের মাঝে তৈরি করে দেখেছেন। আপনার এই নকশা জাতীয় একটি পেপার কাটিং দেখে খুবই ভালো লাগলো আমার। এ জাতীয় পেপার কাটিং গুলো দেখতে খুবই পছন্দ করি আমি। অসাধারণ হয়েছে আপনার পেপার কাটিং টা।

 7 months ago 

ডাই পোস্ট আপনি পছন্দ করেন শুনে অনেক ভালো লাগলো।

 7 months ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। নকশাটি দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলি করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। ঠিকঠাক ভাবে ভাঁজ না হলে কখনোই সম্পূর্ণ হয়না, শুভেচ্ছা রইল আপনার জন্য।

 7 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

বেশ অসাধারণভাবে আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজের নকশাগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কাগজগুলো যখন কাইচি দিয়ে কাটা হয় তখন বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটা নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর নকশা তৈরি করেছেন। এই নকশা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ডিজাইনটা খুব সহজেই আপনি তৈরি করলেন, যার মাধ্যমে আমিও শিখে নিলাম।

 7 months ago 

আপনি তৈরি করা শিখেছেন এটা আমার জন্য সার্থকতা।

আপু আমিও এই গরমে অসুস্থ হয়ে গেছি, আর এই অসুস্থ অবস্থায় টুকটাক করে কাজ চালিয়ে যাচ্ছি, ঠিক আপনার মত করে। যাইহোক আপু, রঙিন কাগজ কেটে আপনি খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। রঙিন কাগজের এই নকশাটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপু আপনি কিভাবে রঙিন কাগজ কেটে এত সুন্দর নকশা তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

আপনিতো খুব সুন্দর করে রঙিন কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরি করেছেন। রঙিন কাগজের নকশাগুলো তৈরি করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে এটি ঠিক আগে বিয়ে বাড়িতে এবং জন্মদিন বা অনুষ্ঠানে এই কাগজের নকশা গুলো দেখা যেত। এখন সময়ের কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 months ago 

অনেক সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে আজকে রুমে কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা তৈরি করেছেন এ ধরনের নকশা গুলো তৈরি করা বেশ সহজ আবার কঠিন। নকশা তৈরি করার সময় একটু এদিক ওদিক হয়ে গেলে নকশাটি ভিন্ন হয়ে যাবে। আপনি এত চমৎকার একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90513.73
ETH 3140.51
USDT 1.00
SBD 3.02