DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে টবে রঙিন ফুল।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি। বর্তমান এই সময়টা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। সম্ভবত আবহাওয়া জনিত কারণে সবাই অসুস্থ হচ্ছে। তারপরও সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রেখেছেন এটাই শুকরিয়া। কারণ যে মানুষ গুলোর হাত-পা নেই ও বিভিন্ন অঙ্গহানি তাদেরকে দেখলে মনে হয় সৃষ্টিকর্তা বেশ ভালো রেখেছেন আমাদেরকে।

received_909187687623171.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি।রঙ্গিন কাগজ দিয়ে যে কোনো কিছু তৈরি করলে দেখতে যেমন ভাল লাগে তেমনি তৈরি করতেও বেশ ভালো লাগে। যদিও অনেক সাবধানে ও সময় ধরে ডাইপোস্ট গুলো করতে হয়।আমার কাছে মনে হয় ডাই পোস্ট গুলোর মধ্যে কেন জানি আলাদা একটি সৌন্দর্য লুকিয়ে থাকে।ডাইপোস্ট অনেক ধৈর্য নিয়ে করতে হয়। সবকিছুর ভালো লাগার একটি ব্যাপার আছে।পোশাকের ব্যাপারে যেমন তেমনি মানুষের ব্যাপারেও রয়েছে।আপনার যাকে ভালো লাগবে না সে যতই সুন্দর হোক তার ব্যবহার কাজ-কর্ম যতই ভালো হোক তার কোন কিছুই আপনার ভালো লাগবে না। তেমনি কাজের ব্যাপারেও এমন রয়েছে। কাজ যদি মন থেকে আগ্রহ করে এবং সেই জিনিসটি টার্গেট ফিলাপ করেন এবং মনস্থির করেন আমাকে এটা সুন্দর করতেই হবে তাহলে অবশ্যই সেটা সুন্দর হবে। আমি আজ আপনাদের মাঝে "রঙিন কাগজে টবে রঙিন ফুল"এর ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে ডাই পোস্টিটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।গাম।
৩। কাঁচি ।
৪।গ্লিটার ইসটিকার কাগজ।
৫।পেন্সিল।

received_723336099884903.jpegreceived_336226866043659.jpeg
received_1871681386602090.jpegreceived_893534685846201.jpeg
received_430186682767864.jpegreceived_1121148185750293.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_351889641166463.jpeg

প্রথমে লাল রঙ্গিন কাগজটি কেটে দুই সাইডে ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_255938070896288.jpeg

এবার কাগজটি ভাঁজ করে একটি স্কেলের মতো করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_850167986919438.jpeg

এবার কুঁচির মত কাগজটির মাঝখানে ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_397292642903953.jpeg

এবার এটি সবুজ কালার রঙিন কাগজ নিয়ে পেন্সিল দিয়ে একই মাপের দুটি টব এঁকে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_1566588237517331.jpeg

received_704531511762861.jpeg

এবার কাঁচি দিয়ে সেই টব দুটি কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_297586263075664.jpeg

received_738034128094145.jpeg

এবার টপ দুটি একত্রে মুখটি ফাঁকা রেখে সম্পূর্ণ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

received_768161564854422.jpeg

এবার গ্লিটার ইসটিকার কাগজ কেটে লাভ চিহ্ন কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1460398671577910.jpeg

received_1873670129731815.jpeg

সেই লাভ চিহ্ন গুলো টবে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_348813311467005.jpeg

received_897902082075124.jpeg

এবার লাল কাগজটির মাঝখানে কাচি দিয়ে কেটে সুন্দর করে ফুলের ঝাড় আকৃতি করে নিয়েছি।

দশম ধাপ

received_1112633816818657.jpeg

ফুলের টবের ভেতরে সেই লাল ফুলের ঝাড়টি ঢুকিয়ে বেশ দারুন ভাবে গাম লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজে টবে রঙিন ফুল"।এবার এই "রঙিন কাগজে টবে রঙিন ফুল" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে টবে রঙিন ফুল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের টব তৈরি করেছেন। এই দৃশ্যটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে আমরা অনেক ডাই পোস্ট তৈরি করি। তবে আপনার পোস্টটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজে টবে রঙিন ফুল তৈরি। আপনার তৈরি রঙিন ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

টবে রঙিন ফুল দেখে অনেক ভালো লাগলো। টপ এর জন্য বেশ আকর্ষণীয় লাগতেছে। ধাপে ধাপে অনেক সুন্দর করে বর্ননা সহকারে পোস্ট উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

প্রথমেই আপনার তৈরি এই ডাইয়ের সৌন্দর্যের কথা বলা যাক৷ যেভাবে আপনি এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দিয়েছেন এবং খুব সুন্দরভাবে এটি ফুটিয়ে তুলেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে এত সুন্দর একটি টপ তৈরি করে এর উপরে সুন্দর কিছু ফুল দিয়ে দিয়েছেন তা দেখে খুবই মনোমুগ্ধকর দেখা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য৷

 4 months ago 

মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

 5 months ago 

এ ধরনের ডাই প্রজেক্ট গুলো দেখতে সবসময় অনেক বেশি পছন্দ করি আমি। রঙিন কাগজ দিয়ে টবের ভেতর সুন্দর ফুলের একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

চেষ্টা করি সব সময় ভালো কিছু উপস্থাপন করার।

 5 months ago 

বাহ আজকে আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে টবে রঙ্গিন ফুল তৈরি করেছেন। তবে এই রঙিন ফুল টপ বানাতে আপনার অনেক সময় লেগেছে। বিশেষ করে গ্লিটার ইসটিকার কাগজ ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে ফুলের টপ। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন ফুলের টপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 4 months ago 

সব সময় পাশে দেখে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আজকে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টবে রঙিন ফুল তৈরি করেছেন। সত্যি আপনার আজকের টবে রঙিন ফুল তৈরি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে টবের মধ্যে গ্লিটার ইসটিকার কাগজ দিয়ে লাভ চিহ্ন দেওয়ার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। খুব সুন্দর করে টবের মধ্যে রঙিন ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

পাশে থেকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63186.04
ETH 3392.68
USDT 1.00
SBD 2.50