স্বরচিত কবিতা ||| স্বপ্নে ঘেরা পুস ||| original poetry by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হতে। ঠিক তারই ধারাবাহিকতা ও ভালোবাসার স্বপ্ন রঙিন পুশকে নিয়ে আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা।
আমার বাংলা ব্লগের প্রথম কয়েন পুস। এই কয়েন আমাদের নিজস্ব কয়েন। আমাদের সকলের প্রিয়@rme দাদা আমাদের জন্য এই কয়েনটি নিয়ে এসেছেন। খেলার ছলেএত আর্ন যা আমরা কেউ কল্পনা করতে পারিনি। তবে আমাদের প্রিয় দাদার উদ্যোগ গুলো সব সময় আমাদের জীবনের সফলতা বয়ে আনে। পুস আমাদের সবার মনে জায়গা করে নিয়েছে।দাদার সকল উদ্যোগ ও কাজকে সাধুবাদ জানাই।পুসকে ঘিরে আমাদের স্বপ্নের কোন শেষ নেই। পুস যেন চাঁদের দেশে অবস্থান করছে।
চাঁদের উজ্জ্বলতায় আমরা সবাই আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে যেন পূরণ করতে পারি। মানুষ বেঁচে থাকে তার কিছু আশা ও স্বপ্ন নিয়ে। যখন সে স্বপ্নের সিঁড়িতে হাঁটতে থাকে তখন সে সেই স্বপ্ন নিয়েই বাঁচার ইচ্ছা করে।পুসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এডমিন মডারেটর ভাইওবোনেরা রাত দিন অনেক পরিশ্রম করেছেন সেজন্য তাদেরকে শুভেচ্ছা জানাই। পুসকে নিয়ে আমাদের স্বপ্ন ও কল্পনার যেন শেষ নেই। ছোট ছোট স্বপ্নগুলো সবার পূরণ হোক। পুসের স্বপ্নে সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আরও দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাক এই কামনা সব সময়।
সায়মা আক্তার
মিটিমিটি ওই তারা,
পুস ছাড়া স্বপ্নগুলো
আজ দিশেহারা।
পূর্ণিমার ওই চাঁদের আলো
দেখতে লাগে ভালো,
পুস এলো সবার জিবনে,
সুখের স্বপ্ন এলো।
স্বপ্ন আজ দেখি
সেই স্বপ্নের সুতোয়
গাঁথা আমরা থাকি।
তোমায় যেন খুঁজে পাই
অন্তরের টানে,
সবকিছুতেই তুমি আছো
ভালোবাসায় মাখামাখি।
হাত ইশারায় ডাকি,
দ্রুত গতিতে ছুটছো তুমি
আশায় আশায় থাকি।
স্বপ্নগুলো আজ অবিরত
ভালোবাসা দিনে দিনে
বাড়ছে আমার যত,
তুমি আমার অন্ধকার ঘরের
আলোর এক টুকরো চাঁদ,
তোমায় ভেবে আলোকিত হয়
আমার সারা রাত।
কেটে যায় বেলা
যখন আকাশ পানে চেয়ে দেখি ,
স্বপ্নগুলো রং তুলিতে
কত না রঙে আমি আকি
পুস তুমি স্বপ্ন
তুমিই জীবনের
চলার পথের প্রেরণা ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
Puss আমাদের সকলের স্বপ্ন। আর সেই স্বপ্ন আমাদেরকে নতুন আশা জাগিয়েছে। আপু আপনি খুবই ভালো কবিতা লিখেন। আর আজকের কবিতাটিও দারুন হয়েছে। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।
আপনার সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
পুষ নিয়ে তো দারুন কবিতা লিখে ফেললেন আপু। কবিতার প্রতিটি লাইন ভীষণ বাস্তবধর্মী এবং আকর্ষণীয়। পুষ আমাদের কাছে ভীষণ যত্নের। এই কয়েন আমার বাংলা ব্লগের ভবিষ্যৎ হতে চলেছে। তাই তাকে লালন তো করতেই হবে। আপনার এই কবিতাটি আমার ভীষণ ভালো লাগলো।
কবিতা লেখার সর্বোচ্চ চেষ্টা করি। তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আসলে আমরা প্রিয় করেন কে নিয়ে অনেক স্বপ্ন দেখছি আর তাই মনের মত করে পোস্ট উপস্থাপন করছি কে কবিতা কেউ অনুভূতি কেউ ডায় পোস্ট। যাই হোক এই সমস্ত পোস্টগুলো যেন আরো আগ্রহ সৃষ্টি করছে প্রিয় করেন কে কিনে রাখার জন্য। অনেক ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করে।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আসলেই আমাদের এডমিন মডারেটররা প্রচুর পরিশ্রম করে যাচ্ছে পুস কয়েন এর প্রমোশনের ব্যাপারে। আমাদেরও উচিত পুস কয়েন এর যথাযথ প্রমোশন করা। যাইহোক পুস কয়েনকে কেন্দ্র করে দারুণ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
পুশ আমাদের কাছে খুবই ভালোবাসার।আর দেখতে দেখতে পুশ অনেকটা দূর এগিয়ে চলেছে। দাদার উদ্যোগ মানেই সেরা,আপনি পুশ নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।
এটি ঠিক বলেছেন মানুষ বেঁচে থাকে তার কিছু স্বপ্ন নিয়ে। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে পুস নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।স্বপ্নে ঘেরা পুস কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে পুস আমাদের স্বপ্ন এবং মনে বসবাস করতেছে। সুন্দর করে মনের অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই।